ETV Bharat / state

ত্রাণ সামগ্রী বিলির আগে BJP থেকে তৃণমূলে যোগ দেওয়াচ্ছেন বিধায়ক, অভিযোগ

author img

By

Published : Apr 19, 2020, 11:23 PM IST

লকডাউনের সময় রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় তার বিধানসভা এলাকায় প্রতিদিনই খাদ্যসামগ্রী বিলি করে চলেছেন । BJP কর্মীদের দলে টানতে নাকি ত্রাণ বিলির সময়টিকেই বেছে নিয়েছেন বিধায়ক । লকডাউনের মাঝে BJP কর্মীদের হাতে দলীয় পতাকা দিয়ে দলে যোগ দেওয়ানোকে কেন্দ্র করে প্রশ্ন উঠতে শুরু করেছে ।

ত্রাণ সামগ্রী বিলির আগে BJP থেকে তৃণমূলে যোগ দেওয়াচ্ছেন বিধায়ক
ত্রাণ সামগ্রী বিলির আগে BJP থেকে তৃণমূলে যোগ দেওয়াচ্ছেন বিধায়ক

জলপাইগুড়ি, 19 এপ্রিল: ত্রাণ সামগ্রী বণ্টনের আগে BJP থেকে তৃণমূলে যোগ দেওয়ানোর অভিযোগ । রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়ের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে । অভিযোগ, রবিবার ত্রাণ সামগ্রী বিলির আগে BJP-র সক্রিয় কর্মীকে দলে টানেন রাজগঞ্জের বিধায়ক ।

লকডাউনের সময় রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় বিধানসভা এলাকায় প্রতিদিনই খাদ্যসামগ্রী বিলি করে চলেছেন । অভিযোগ, BJP কর্মীদের দলে টানতে ত্রাণ বিলির সময়টিকেই নাকি বেছে নিয়েছেন বিধায়ক । লকডাউনের মাঝে BJP কর্মীদের হাতে দলীয় পতাকা দিয়ে দলে যোগ দেওয়ানোকে কেন্দ্র করে প্রশ্ন উঠতে শুরু করেছে । রবিবার রাজগঞ্জ ব্লকের বেলাকোবা কেবল পাড়া হাইস্কুলের মাঠে ত্রাণ বিতরণ করতে আসেন বিধায়ক । ত্রাণ সামগ্রী বিলির আগে বিধায়ক BJP ছেড়ে তৃণমূলে আসা তাপস মোহন্ত, সুমন দাস, আবির মিত্রদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন বলে অভিযোগ ।

এই নিয়ে BJP-র কিষান মোর্চার জেলা সাধারণ সম্পাদক নকুল দাস অভিযোগ করে বলেন, "লকডাউনের জন্য সবাই এখন গৃহবন্দী । এদিকে তৃণমূল রাজনীতি করে চলেছে । সাধারণ মানুষের অসহায় অবস্থার সুযোগ নিয়ে তাদের দলে যোগ দেওয়াচ্ছেন ।" তবে যে তিনজন আজ তৃণমূলে যোগ দিয়েছে তারা আগে BJP-এর কর্মী ছিল বলে জানান তিনি ।

জলপাইগুড়ি, 19 এপ্রিল: ত্রাণ সামগ্রী বণ্টনের আগে BJP থেকে তৃণমূলে যোগ দেওয়ানোর অভিযোগ । রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়ের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে । অভিযোগ, রবিবার ত্রাণ সামগ্রী বিলির আগে BJP-র সক্রিয় কর্মীকে দলে টানেন রাজগঞ্জের বিধায়ক ।

লকডাউনের সময় রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় বিধানসভা এলাকায় প্রতিদিনই খাদ্যসামগ্রী বিলি করে চলেছেন । অভিযোগ, BJP কর্মীদের দলে টানতে ত্রাণ বিলির সময়টিকেই নাকি বেছে নিয়েছেন বিধায়ক । লকডাউনের মাঝে BJP কর্মীদের হাতে দলীয় পতাকা দিয়ে দলে যোগ দেওয়ানোকে কেন্দ্র করে প্রশ্ন উঠতে শুরু করেছে । রবিবার রাজগঞ্জ ব্লকের বেলাকোবা কেবল পাড়া হাইস্কুলের মাঠে ত্রাণ বিতরণ করতে আসেন বিধায়ক । ত্রাণ সামগ্রী বিলির আগে বিধায়ক BJP ছেড়ে তৃণমূলে আসা তাপস মোহন্ত, সুমন দাস, আবির মিত্রদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন বলে অভিযোগ ।

এই নিয়ে BJP-র কিষান মোর্চার জেলা সাধারণ সম্পাদক নকুল দাস অভিযোগ করে বলেন, "লকডাউনের জন্য সবাই এখন গৃহবন্দী । এদিকে তৃণমূল রাজনীতি করে চলেছে । সাধারণ মানুষের অসহায় অবস্থার সুযোগ নিয়ে তাদের দলে যোগ দেওয়াচ্ছেন ।" তবে যে তিনজন আজ তৃণমূলে যোগ দিয়েছে তারা আগে BJP-এর কর্মী ছিল বলে জানান তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.