ETV Bharat / state

Dhupguri Bye Election: ধূপগুড়িতে ধাক্কা শাসকদলে, অভিষেকের সভায় তৃণমূলের হয়ে প্রচারের পরদিনই বিজেপিতে যোগ মিতালীর

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 3, 2023, 11:56 AM IST

Updated : Sep 3, 2023, 3:50 PM IST

Former TMC MLA Mitali Roy joins BJP: শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় তৃণমূল প্রার্থীর জন্য ভোটপ্রার্থনা করেছিলেন দলের প্রাক্তন বিধায়ক মিতালী রায় ৷ আর রবিবার সকালেই তিনি বিজেপিতে যোগ দিলেন ৷

Former TMC MLA Mitali Roy joins BJP
বিজেপিতে যোগদান মিতালী রায়ের
বিজেপিতে যোগ দিলেন মিতালী রায়

ধূপগুড়ি, 3 সেপ্টেম্বর: শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় তৃণমূল প্রার্থীর সমর্থনে বক্তব্য রেখেছিলেন ৷ তার কয়েক ঘণ্টা পরই আজ সকালে বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের সদস্য মিতালী রায় । ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের আগে শাসকদলে এটা বড় ধাক্কা বলে মত রাজনৈতিক মহলের ৷

তৃণমূলের প্রার্থী ঘোষণা হওয়া থেকেই দলের প্রাক্তন বিধায়ক মিতালী রায় রুষ্ট ছিলেন বলে শোনা গিয়েছিল ৷ এমনকী নির্দল হিসেবে মনোনয়ন জমা দিতেও গিয়েছিলেন তিনি । কিন্তু শিলিগুড়ির মেয়র গৌতম দেব সেই ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করেছিলেন ৷ তবে তাতে বিশেষ লাভ হয়নি ৷ দলের প্রার্থীর সমর্থনে প্রচার থেকে নিজেকে বিরত রেখেছিলেন মিতালী রায় ।

শুক্রবার রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ধূপগুড়িতে প্রচারে গিয়ে মিতালীর কাছে যান । মন্ত্রীর সঙ্গে কথা বলার পর মিতালী তৃণমূলের হয়ে প্রচারেও নেমেছিলেন বিভিন্ন এলাকায় । এমনকী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় দাঁড়িয়ে তৃণমূল প্রার্থীকে ভোট দেওয়ার আবেদনও রাখেন । কিন্ত রাত পেরোতেই রবিবার সকালে ধূপগুড়ি বিজেপি উপনির্বাচন কার্যালয়ে গেরুয়া শিবিরে যোগদান করলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মিতালী রায় । এ দিন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, জেলা সভাপতি বাপী গোস্বামী এবং মঙ্গল পাণ্ডে মিতালী রায়ের হাতে বিজেপির পতাকা তুলে দেন । ধূপগুড়ি উপনির্বাচনের আগে একে মাস্ট্রারস্ট্রোক বলে মনে করছেন অনেকে ৷

মিতালী রায়ের যোগদানের বিষয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "মাস্টারস্ট্রোক নাকি সুপার মাস্টার স্ট্রোক সেটা আপনারাই বলবেন । মিতালী রায় উত্তরবঙ্গের জনপ্রিয় মুখ, রাজবংশীদের জন্য তিনি বিভিন্ন রকম সমস্যা নিয়ে বরাবর কথা বলেছেন । মিতালী রায়ের অনুপ্রেরণা মোদিজি । এতদিন রাইট উওমেন ইন দ্য রং প্লেস ছিল, এ বার রাইট উওমেন ইন দ্য রাইট প্লেস হল ।"

এ দিন বিজেপিতে যোগদানের পর মিতালী রায় বলেন, "2021-এর বিধানসভা নির্বাচনের পর থেকে আমি ঘরেই বসেছিলাম ৷ আমি প্রচারে বেরোচ্ছিলাম না ৷ এরপর রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস যাকে আমি খুব সম্মান করি, তিনি আমার কাছে এসেছিলেন ৷ তাঁর কথায় আমি গত দুদিন প্রচারেও বেরিয়েছিলাম ৷ কিন্তু গতকালের সভা মঞ্চে আমার বেশ কিছু বিষয় ভালো লাগছিল না ৷ দলের থেকে মানসিকভাবে চাপ সৃষ্টি করা হচ্ছিল যে, আমাকে প্রচারে বেরোতে হবে । না হলে তৃণমূলের প্রার্থী জিতবে না ।"

আরও পড়ুন: ধূপগুড়ি দখলে মরিয়া বিজেপি-তৃণমূল-সিপিএম, প্রচারে চাঁদের হাট সবপক্ষের

মিতালী রায় এ দিন আরও বলেন, 2012 সালে তৃণমূলে যোগদান করি ৷ 13-তে পঞ্চায়েত নির্বাচনে সে রকম ভালো পরিস্থিতি তৃণমূলের ছিল না । এরপর মহিলা প্রেসিডেন্ট করা হয়েছিল আমাকে ৷ 2016 সালে বিধানসভা নির্বাচনে জয়ী হই ৷ পাঁচ বছর মানুষের জন্য কাজ করেছি, কোনও দলের জন্য নয় । কিন্তু 2021-এর বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার পর আমি কোথায় ছিলাম তা তাঁদেরকে জিজ্ঞেস করুন ৷ উত্তরবঙ্গের বঞ্চিত নিপীড়িত অবহেলিত মানুষের জন্য কাজ করেছি । কামতাপুর আন্দোলনের সময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলাম ।"

বিজেপিতে যোগ দিলেন মিতালী রায়

ধূপগুড়ি, 3 সেপ্টেম্বর: শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় তৃণমূল প্রার্থীর সমর্থনে বক্তব্য রেখেছিলেন ৷ তার কয়েক ঘণ্টা পরই আজ সকালে বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের সদস্য মিতালী রায় । ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের আগে শাসকদলে এটা বড় ধাক্কা বলে মত রাজনৈতিক মহলের ৷

তৃণমূলের প্রার্থী ঘোষণা হওয়া থেকেই দলের প্রাক্তন বিধায়ক মিতালী রায় রুষ্ট ছিলেন বলে শোনা গিয়েছিল ৷ এমনকী নির্দল হিসেবে মনোনয়ন জমা দিতেও গিয়েছিলেন তিনি । কিন্তু শিলিগুড়ির মেয়র গৌতম দেব সেই ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করেছিলেন ৷ তবে তাতে বিশেষ লাভ হয়নি ৷ দলের প্রার্থীর সমর্থনে প্রচার থেকে নিজেকে বিরত রেখেছিলেন মিতালী রায় ।

শুক্রবার রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ধূপগুড়িতে প্রচারে গিয়ে মিতালীর কাছে যান । মন্ত্রীর সঙ্গে কথা বলার পর মিতালী তৃণমূলের হয়ে প্রচারেও নেমেছিলেন বিভিন্ন এলাকায় । এমনকী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় দাঁড়িয়ে তৃণমূল প্রার্থীকে ভোট দেওয়ার আবেদনও রাখেন । কিন্ত রাত পেরোতেই রবিবার সকালে ধূপগুড়ি বিজেপি উপনির্বাচন কার্যালয়ে গেরুয়া শিবিরে যোগদান করলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মিতালী রায় । এ দিন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, জেলা সভাপতি বাপী গোস্বামী এবং মঙ্গল পাণ্ডে মিতালী রায়ের হাতে বিজেপির পতাকা তুলে দেন । ধূপগুড়ি উপনির্বাচনের আগে একে মাস্ট্রারস্ট্রোক বলে মনে করছেন অনেকে ৷

মিতালী রায়ের যোগদানের বিষয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "মাস্টারস্ট্রোক নাকি সুপার মাস্টার স্ট্রোক সেটা আপনারাই বলবেন । মিতালী রায় উত্তরবঙ্গের জনপ্রিয় মুখ, রাজবংশীদের জন্য তিনি বিভিন্ন রকম সমস্যা নিয়ে বরাবর কথা বলেছেন । মিতালী রায়ের অনুপ্রেরণা মোদিজি । এতদিন রাইট উওমেন ইন দ্য রং প্লেস ছিল, এ বার রাইট উওমেন ইন দ্য রাইট প্লেস হল ।"

এ দিন বিজেপিতে যোগদানের পর মিতালী রায় বলেন, "2021-এর বিধানসভা নির্বাচনের পর থেকে আমি ঘরেই বসেছিলাম ৷ আমি প্রচারে বেরোচ্ছিলাম না ৷ এরপর রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস যাকে আমি খুব সম্মান করি, তিনি আমার কাছে এসেছিলেন ৷ তাঁর কথায় আমি গত দুদিন প্রচারেও বেরিয়েছিলাম ৷ কিন্তু গতকালের সভা মঞ্চে আমার বেশ কিছু বিষয় ভালো লাগছিল না ৷ দলের থেকে মানসিকভাবে চাপ সৃষ্টি করা হচ্ছিল যে, আমাকে প্রচারে বেরোতে হবে । না হলে তৃণমূলের প্রার্থী জিতবে না ।"

আরও পড়ুন: ধূপগুড়ি দখলে মরিয়া বিজেপি-তৃণমূল-সিপিএম, প্রচারে চাঁদের হাট সবপক্ষের

মিতালী রায় এ দিন আরও বলেন, 2012 সালে তৃণমূলে যোগদান করি ৷ 13-তে পঞ্চায়েত নির্বাচনে সে রকম ভালো পরিস্থিতি তৃণমূলের ছিল না । এরপর মহিলা প্রেসিডেন্ট করা হয়েছিল আমাকে ৷ 2016 সালে বিধানসভা নির্বাচনে জয়ী হই ৷ পাঁচ বছর মানুষের জন্য কাজ করেছি, কোনও দলের জন্য নয় । কিন্তু 2021-এর বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার পর আমি কোথায় ছিলাম তা তাঁদেরকে জিজ্ঞেস করুন ৷ উত্তরবঙ্গের বঞ্চিত নিপীড়িত অবহেলিত মানুষের জন্য কাজ করেছি । কামতাপুর আন্দোলনের সময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলাম ।"

Last Updated : Sep 3, 2023, 3:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.