জলপাইগুড়ি, 22 ফেব্রুয়ারি : অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি ৷ তাঁর আসার কথা জানতেন না উদ্যোক্তারাও ৷ আচমকা রাজ্যপালের ওই অনুষ্ঠানে হাজির হলেন রাজ্যের মন্ত্রী গৌতম দেব ৷
গতকাল জলপাইগুড়ির লাটাগুড়িতে আইনজীবীদের কর্মশালায় সস্ত্রীক উপস্থিত ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ অনুষ্ঠানে আমন্ত্রণ না থাকলেও উপস্থিত হলেন মন্ত্রী গৌতম দেব। মন্ত্রীকে মঞ্চে ডেকে বসালেন আয়োজকরা । মঞ্চে রাজ্যপালের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন গৌতম দেব ।
অ্যাডভোকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে গতকাল ওই কর্মশালার উদ্বোধন করেন রাজ্যপাল । রাজ্যপালের ভাষণের শেষে উপস্থিত হন মন্ত্রী । মন্ত্রীর সাথে আসেন তৃণমূল যুব জেলা সভাপতি তথা আইনজীবী সৈকত চ্যাটার্জি, তৃণমূল নেতা তথা আইনজীবী সোমনাথ পাল, সরকারি আইনজীবী গৌতম দাস ।
লাটাগুড়িতে আয়োজিত ওই কর্মশালার আমন্ত্রণপত্রে রাজ্যের কোনও মন্ত্রীর নাম ছিল না । গতকাল অনুষ্ঠানের মাঝেই মন্ত্রী অনুষ্ঠানে এসে পৌঁছান । তিনি মঞ্চের নিচেই বসতে চান ৷ কিন্তু আয়োজকরা মন্ত্রীকে মঞ্চে ডেকে নেন । এবং অনুষ্ঠানের শেষে সবাইকে ধন্যবাদ জ্ঞাপনও করেন মন্ত্রী
পরে গৌতম দেব বলেন, "আমি এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলাম না। তাও এলাম । কারণ এই জেলার মন্ত্রী আমি । এখানে বার কাউন্সিলের অনেক সদস্য এসেছেন । এক জায়গায় আইনজীবীরা এসেছেন । আমার বাবা আইনজীবী ছিলেন ৷ আমার দাদা আইনজীবী ছিলেন ৷ আমিও একজন আইনজীবী ৷ তাই আইনজীবীদের অনুষ্ঠানে এসেছি । আমাকে ধন্যবাদ জ্ঞাপন করতে বলা হয়েছিল ।"
এরপরই নাম না করে কেন্দ্রকে আক্রমণ করে তিনি বলেন, "আমাদের সকলের সংবিধানের প্রতি দায়বদ্ধ থাকতে হবে । সারা দেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে । দেশে এই সমস্যা প্রকট হয়ে দাঁড়াচ্ছে ।"