ETV Bharat / state

Didir Suraksha Kavach: ‘নেই আর নেই’, দিদির রক্ষাকবচ কর্মসূচিতে মাথায় হাত মন্ত্রীর

দিদির রক্ষাকবচ (Didir Suraksha Kavach) কর্মসূচিতে অভিযোগে বিধ্বস্ত মন্ত্রী বুলুচিক বড়াইক ৷ শেষ পর্যন্ত মাথায় হাত দিয়ে বসে পড়লেন মন্ত্রী ৷

author img

By

Published : Jan 21, 2023, 8:35 PM IST

Didir Suraksha Kawach ETV BHARAT
Didir Suraksha Kawach
দিদির দূত মন্ত্রী বুলুচিক বড়াইকের কাছে অভিযোগের বন্যা

জলপাইগুড়ি, 21 জানুয়ারি: কৃষকবন্ধু প্রকল্পের টাকা মিলছে না, গ্রামের রাস্তা বেহাল, পানীয় জলের ব্যবস্থা নেই ৷ শুধু নেই আর নেই ৷ গ্রামবাসীদের এই নেই এর ফিরিস্তি শুনে মাথায় হাত দিয়ে বসে পড়লেন অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের মন্ত্রী বুলুচিক বড়াইক (Minister Bulu Chik Baraik Frustrated) ৷ এদিন ‘দিদির রক্ষাকবচ’ কর্মসূচিতে জলপাইগুড়ি সদর ব্লকের গড়ালবাড়ির নাওয়াপাড়া এলাকায় যান মন্ত্রী এবং তৃণমূলের নেতারা ৷

এদিন নাওয়াপাড়াতে গিয়ে এলাকার মানুষের সঙ্গে কথা বলেন মন্ত্রী বুলুচিক বড়াইক (Barrage of Complaints in Didir Suraksha Kawach) ৷ আর মন্ত্রীকে সামনে পেয়ে এলাকাবাসীরা তাঁদের অভাব-অভিযোগের কথা তুলে ধরেন ৷ রাজ্য সরকারের কোনও প্রকল্প তাঁরা পাচ্ছেন না বলে অভিযোগ করেন মন্ত্রী মশাইকে ৷ অভিযোগ সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে আছেন তাঁরা ৷ স্থানীয় তৃণমূল কর্মীরাই অভিযোগ করছেন, গত পঞ্চায়েতে ভোটপ্রচারে গিয়ে বলা হয়েছিল, ভোটে জেতার গ্রামের রাস্তা ঠিক করে দেওয়া হবে ৷ কিন্তু, আজ পর্যন্ত গ্রামের রাস্তার অবস্থা সেই এক ৷ এলাকায় জলের সমস্যা রয়ে গিয়েছে ৷ এমনকি স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও প্রশাসনকে বারবার জানিয়েও কোন লাভ হয়নি বলে অভিযোগ করেছেন তাঁরা ৷

এদিন গ্রামবাসীদের অভাব অভিযোগের কথা শুনে কার্যত মাথায় হাত দিয়ে বসে থাকেন আদিবাসী উন্নয়ন দফতরের মন্ত্রী বুলুচিক বড়াইক ৷ কিংকর্তব্যবিমূঢ় মন্ত্রীমশাই প্রশ্ন বানে জর্জরিত হয়ে বসে থাকেন ৷ তাঁকে আগলাতে আসরে নামেন শ্রমিক সংগঠনের জেলা সভাপতি রাজেশ লাকড়া ৷ তিনি গ্রামবাসী ও দলীয় কর্মীদের বোঝানোর চেষ্টা করেন, সরকার তাঁদের জন্য কাজ করছে ৷ তবে, একটু সময় লাগবে ৷

আরও পড়ুন: 'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচিতে গ্রামবাসীদের ক্ষোভের মুখে বিধায়ক

তবে, স্থানীয় তৃণমূল কর্মীদের বক্তব্য, ভোটের আগে তাঁরা গ্রামবাসীদের যে আশ্বাস দিয়েছিল ৷ তা আগে পূরণ করতে হবে ৷ তাঁদের ক্ষোভ, আবার ভোট আসছে ৷ আগের প্রতিশ্রুতি পালন হয়নি ৷ এই অবস্থায় তাঁরা ভোটারদের কাছে কীভাবে যাবেন ? তৃণমূল কংগ্রেসের কর্মী সুধীরচন্দ্র রায় অভিযোগ করেন, ‘‘গত ভোটে আমরা গ্রামবাসীদের বলেছিলাম, সরকারের এলে এলাকার রাস্তাঘাট বানাব, উন্নয়ন করব ৷ কিন্তু, কিছুই করতে পারিনি ৷ কোন মুখে মানুষের কাছে যাব ৷ বিষয়টি আমরা মন্ত্রী-সহ নেতাদের বললাম ৷

দিদির দূত মন্ত্রী বুলুচিক বড়াইকের কাছে অভিযোগের বন্যা

জলপাইগুড়ি, 21 জানুয়ারি: কৃষকবন্ধু প্রকল্পের টাকা মিলছে না, গ্রামের রাস্তা বেহাল, পানীয় জলের ব্যবস্থা নেই ৷ শুধু নেই আর নেই ৷ গ্রামবাসীদের এই নেই এর ফিরিস্তি শুনে মাথায় হাত দিয়ে বসে পড়লেন অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের মন্ত্রী বুলুচিক বড়াইক (Minister Bulu Chik Baraik Frustrated) ৷ এদিন ‘দিদির রক্ষাকবচ’ কর্মসূচিতে জলপাইগুড়ি সদর ব্লকের গড়ালবাড়ির নাওয়াপাড়া এলাকায় যান মন্ত্রী এবং তৃণমূলের নেতারা ৷

এদিন নাওয়াপাড়াতে গিয়ে এলাকার মানুষের সঙ্গে কথা বলেন মন্ত্রী বুলুচিক বড়াইক (Barrage of Complaints in Didir Suraksha Kawach) ৷ আর মন্ত্রীকে সামনে পেয়ে এলাকাবাসীরা তাঁদের অভাব-অভিযোগের কথা তুলে ধরেন ৷ রাজ্য সরকারের কোনও প্রকল্প তাঁরা পাচ্ছেন না বলে অভিযোগ করেন মন্ত্রী মশাইকে ৷ অভিযোগ সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে আছেন তাঁরা ৷ স্থানীয় তৃণমূল কর্মীরাই অভিযোগ করছেন, গত পঞ্চায়েতে ভোটপ্রচারে গিয়ে বলা হয়েছিল, ভোটে জেতার গ্রামের রাস্তা ঠিক করে দেওয়া হবে ৷ কিন্তু, আজ পর্যন্ত গ্রামের রাস্তার অবস্থা সেই এক ৷ এলাকায় জলের সমস্যা রয়ে গিয়েছে ৷ এমনকি স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও প্রশাসনকে বারবার জানিয়েও কোন লাভ হয়নি বলে অভিযোগ করেছেন তাঁরা ৷

এদিন গ্রামবাসীদের অভাব অভিযোগের কথা শুনে কার্যত মাথায় হাত দিয়ে বসে থাকেন আদিবাসী উন্নয়ন দফতরের মন্ত্রী বুলুচিক বড়াইক ৷ কিংকর্তব্যবিমূঢ় মন্ত্রীমশাই প্রশ্ন বানে জর্জরিত হয়ে বসে থাকেন ৷ তাঁকে আগলাতে আসরে নামেন শ্রমিক সংগঠনের জেলা সভাপতি রাজেশ লাকড়া ৷ তিনি গ্রামবাসী ও দলীয় কর্মীদের বোঝানোর চেষ্টা করেন, সরকার তাঁদের জন্য কাজ করছে ৷ তবে, একটু সময় লাগবে ৷

আরও পড়ুন: 'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচিতে গ্রামবাসীদের ক্ষোভের মুখে বিধায়ক

তবে, স্থানীয় তৃণমূল কর্মীদের বক্তব্য, ভোটের আগে তাঁরা গ্রামবাসীদের যে আশ্বাস দিয়েছিল ৷ তা আগে পূরণ করতে হবে ৷ তাঁদের ক্ষোভ, আবার ভোট আসছে ৷ আগের প্রতিশ্রুতি পালন হয়নি ৷ এই অবস্থায় তাঁরা ভোটারদের কাছে কীভাবে যাবেন ? তৃণমূল কংগ্রেসের কর্মী সুধীরচন্দ্র রায় অভিযোগ করেন, ‘‘গত ভোটে আমরা গ্রামবাসীদের বলেছিলাম, সরকারের এলে এলাকার রাস্তাঘাট বানাব, উন্নয়ন করব ৷ কিন্তু, কিছুই করতে পারিনি ৷ কোন মুখে মানুষের কাছে যাব ৷ বিষয়টি আমরা মন্ত্রী-সহ নেতাদের বললাম ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.