জলপাইগুড়ি, 4 জুন : বিশালাকার বাঘা আড় মাছ ধরা পড়েছে তিস্তা নদীতে। শুক্রবার এক মৎস্যজীবীর জালে ধরা পড়েছে মাছটি ৷ মাছ বাজারে এই মাছের দাম উঠল 36 হাজার টাকা। ময়নাগুড়ির দোমহনীর এক মৎস্য শিকারি এই মাছটি ধরেন (maynaguri fisherman caught a big Catfish in Teesta River) । এরপর তিনি ওই মাছ নিয়ে যান বাজারে ৷ ব্যস! মাছের বাজার হয়ে ওঠল ঝলমলে ৷
মৎস্যজীবীদের জালে ধরা পড়া বাঘা আড় মাছটির ওজন 80 কেজি। বিরাট এই বাঘা আড় মাছটিকে দেখতে জলপাইগুড়ি প্রচুর মানুষ ভিড় জমান তিস্তা নদীর পাড়ে। এর আগেও আড় মাছ মৎস্যজীবীদের জালে ধরা পরলেও জামাইষষ্ঠীর আগে এত বড় মাছ ধরা পড়ায় আপ্লুত মৎসজীবীরা।
আরও পড়ুন : ফের রেললাইনে বুনো হাতি ! ট্রেন থামিয়ে বাঁচালেন চালক
এত বড় মাছ চোখে দেখার পাশাপাশি নিজেদের মোবাইল ফোনে মাছটির একটি ছবি তোলার জন্য প্রচুর মানুষ ভিড় করেন ৷ এতো বড় আকারের মাছ সম্ভবত এই প্রথম ধরা পড়ল। জলপাইগুড়ি তিস্তা সেতু এলাকায় নদীতে মৎস্যজীবী বাসু দাসের জালে ধরা পড়ে এই বিরাট বাঘা আড় মাছটি। দোমহনী অরনবপল্লীর বাসিন্দা বাসু দাস বলেন, "এই মাছটি আমি 36 হাজার টাকায় বিক্রি করেছি। মাছটি মোট 36 হাজার টাকায় বাজারে মাছ ব্যবসায়ীদের কাছে বিক্রি করা করেছি ৷"