জলপাইগুড়ি, 28 মার্চ: খুন করে হবু স্ত্রীর দেহ লোপাটের জন্য তা পুকুরে ফেলে দিল যুবক (Man Killed Would be Wife)৷ গ্রেফতারির পর পুলিশি জেরায় ঘটনার কথা স্বীকার করে অভিযুক্ত মমিনুল ইসলাম ৷ ধৃতের বর্ণনা অনুযায়ী আজ মঙ্গলবার রাজগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুরে তল্লাশি চালিয়ে মৃত যুবতির মোবাইল ও ওড়না খুঁজে পান ৷
24 মার্চ জলপাইগুড়ির রাজগঞ্জের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের নকুগজ গ্রামে বাড়ির পাশের পুকুর থেকে এক যুবতির মৃতদেহ উদ্ধার হয় । এই ঘটনায় অভিযোগ ওঠে যুবতির হবু স্বামীর বিরুদ্ধে । তদন্তে নেমে অভিযুক্ত মমিনুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ । তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যুবতির ওড়না ও মোবাইল পুকুরে ফেলেছে সে । আজ সেই পুকুরের জল পাম্পের সাহায্যে ফেলে তল্লাশি চালিয়ে তা উদ্ধার করে । এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷
অভিযোগ, গত শুক্রবার রাত আনুমানিক 10টা নাগাদ আবদুল আজিজের মেয়ে নাসিমা খাতুন বোনের সঙ্গে ঘরে শুয়েছিলেন ৷ সেই সময় গড়ালবাড়ির বাসিন্দা অভিযুক্ত মমিনুল নাসিমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় । এরপর থেকে মেয়ের আর কোনও খোঁজ পাওয়া যায়নি । রোজার মাস চলায় সেহরির জন্য রাতে মেয়েদের ডাকতে গিয়ে দেখেন বড় মেয়ে নাসিমা ঘরে নেই ৷
শুক্রবার সারারাত খোঁজ চালানোর পর বাড়ির পাশের পুকুর থেকে নাসিমার মৃতদেহ উদ্ধার হয় ৷ পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ মমিনুলকে গ্রেফতার করে । অভিযোগ, নাসিমাকে মেরে তার প্রমাণ লোপাটের চেষ্টা করে হবু জামাই । মৃতদেহ পুকুরে ফেলে দিয়ে পালিয়ে যায় ৷ পুলিশ অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করার পর আজ তার বাড়িতে গিয়ে সেই পুকুরে তল্লাশি চালানো হয় ৷ এই ঘটনায় মৃতের দাদা মনোয়ার হোসেন অভিযুক্ত মমিনুলের ফাঁসির দাবি জানান ৷
আরও পড়ুন : ঘুমন্ত অবস্থায় স্ত্রী ও দেড় বছরের কন্যাকে খুনের অভিযোগে আটক ব্যক্তি