ETV Bharat / state

হারকেও জয় মনে করেন মমতা : কৈলাস - kailash

রাজীব কুমারকে নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ প্রসঙ্গে মমতা ব্যানার্জিকে আক্রমণ BJP নেতা কৈলাস বিজয়বর্গীয়র।

কৈলাস বিজয়বর্গীয়
author img

By

Published : Feb 6, 2019, 10:33 AM IST

জলপাইগুড়ি, ৬ ফেব্রুয়ারি : "হারকেও জয় মনে করেন মমতা। পরবর্তীকালেও মমতার এমনই পরিণাম হবে। উনি হারতে থাকবেন, আর মনে মনে ভাববেন জিতেছি।" রাজীব কুমারের বিরুদ্ধে CBI-র মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে একথা বলেন কেন্দ্রীয় BJP নেতা কৈলাস বিজয়বর্গীয়।

গতকাল জলপাইগুড়ির শ্রীদয়াল সিনেমা হলে প্রধানমন্ত্রীর সভা নিয়ে BJP কর্মীদের সাথে সভা করেন কৈলাস। ৮ ফেব্রুয়ারি ময়নাগুড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা আছে। সেই প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সম্মান রাখতে রাজ্য সরকার কোনও বাধা দেবে না। রাজ্য সরকার হেলিকপ্টার নামাতে অনুমতি দেবে। সেই অনুমতির অপেক্ষা করব।

গতকাল সুপ্রিম কোর্টের নির্দেশ প্রসঙ্গে তিনি বলেন, প্রজাতন্ত্রের জয় হয়েছে। চিটফান্ডের টাকায় দুর্নীতি করা মানুষদের যারা সুরক্ষা দিয়েছে, সেই সরকার আজ হেরে গেছে। চিটফান্ড প্রতারিতরা জিতেছেন। মমতা ব্যানার্জি এভাবেই হারবেন কিন্তু মনে করবেন তিনি জিতেছেন।

জলপাইগুড়ি, ৬ ফেব্রুয়ারি : "হারকেও জয় মনে করেন মমতা। পরবর্তীকালেও মমতার এমনই পরিণাম হবে। উনি হারতে থাকবেন, আর মনে মনে ভাববেন জিতেছি।" রাজীব কুমারের বিরুদ্ধে CBI-র মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে একথা বলেন কেন্দ্রীয় BJP নেতা কৈলাস বিজয়বর্গীয়।

গতকাল জলপাইগুড়ির শ্রীদয়াল সিনেমা হলে প্রধানমন্ত্রীর সভা নিয়ে BJP কর্মীদের সাথে সভা করেন কৈলাস। ৮ ফেব্রুয়ারি ময়নাগুড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা আছে। সেই প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সম্মান রাখতে রাজ্য সরকার কোনও বাধা দেবে না। রাজ্য সরকার হেলিকপ্টার নামাতে অনুমতি দেবে। সেই অনুমতির অপেক্ষা করব।

গতকাল সুপ্রিম কোর্টের নির্দেশ প্রসঙ্গে তিনি বলেন, প্রজাতন্ত্রের জয় হয়েছে। চিটফান্ডের টাকায় দুর্নীতি করা মানুষদের যারা সুরক্ষা দিয়েছে, সেই সরকার আজ হেরে গেছে। চিটফান্ড প্রতারিতরা জিতেছেন। মমতা ব্যানার্জি এভাবেই হারবেন কিন্তু মনে করবেন তিনি জিতেছেন।


Guwahati (Assam), Feb 05 (ANI): Youth Congress and National Students Union of India (NSUI) protested outside Central Bureau of Investigation (CBI) office in Guwahati over the ongoing CBI matter today. Several protesters were later detained.

For All Latest Updates

TAGGED:

kailashmamta
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.