ETV Bharat / state

Mamata Banerjee: সরকারি প্রকল্পের বদলে টাকা চাইলেই সরাসরি মুখ্যমন্ত্রীতে জানান, কাটমানি নিয়ে কড়াবার্তা মমতার - মমতা বন্দ্যোপাধ্যায়

পঞ্চায়েতের প্রচারে কাটমানি নিয়ে দলের নেতাদের বারবার বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এবার থেকে পঞ্চায়েতে উপর মহল থেকে সরাসরি নজর দেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন ৷

Mamata Banerjee
Mamata Banerjee
author img

By

Published : Jun 28, 2023, 2:24 PM IST

কাটমানি নিয়ে কড়াবার্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

জলপাইগুড়ি, 28 জুন: সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার বদলে কাটমানি নেওয়ার অভিযোগ একাধিকবার উঠেছে তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে ৷ পঞ্চায়েত এলাকায় এই অভিযোগ সবচেয়ে বেশি উঠেছে গত কয়েক বছরে ৷ সেই কারণে পঞ্চায়েতের প্রচারে বেরিয়ে এই নিয়ে বারবার কড়াবার্তা দিচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

মঙ্গলবারও জলপাইগুড়ির জনসভা থেকে তিনি বলেন, কন্যাশ্রী কাউকে এক পয়সাও দেবেন না । মেধাশ্রী কাউকে এক পয়সাও দেবেন না ৷ এটা আপনার অধিকার । কেউ যদি বলে আমাকে দাও, আমি করে দেব । কেউ চাইলে বলবেন, দিদিকে বলে দেব ৷ সরাসরি মুখ্যমন্ত্রীর নম্বর আছে আমার কাছে । আমরা চাই মানুষ পরিষেবা পাক ।’’

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের পর সারা বাংলা জুড়ে কাটমানির ইস্যু নিয়ে তোলপাড় হয়েছিল । সরকারি পরিষেবা পেতে পঞ্চায়েতের নেতাদের কাটমানি দিতে হয় বলে একাধিক অভিযোগ ওঠে ৷ যা নিয়ে রীতিমতো অস্বস্তিতে পড়েছিল তৃণমূল কংগ্রেস ৷ সেই অভিযোগের সারবত্তা যে ছিল, তা মুখ্যমন্ত্রীর এই মন্তব্যেই স্পষ্ট হচ্ছে ৷ এখনও তৃণমূলের নেতাদের সাধারণ মানুষ এই অভিযোগ করেন ৷

মাস কয়েক আগে দিদির সুরক্ষা কবচ নামে এক কর্মসূচি শুরু করেছিল তৃণমূল ৷ ওই কর্মসূচিতে গ্রামে গ্রামে গিয়ে সাধারণ মানুষের অভিযোগ শোনার দায়িত্ব দেওয়া হয়েছিল নেতাদের ৷ সেই কর্মসূচি চলাকালীনও এই অভিযোগ এসেছে বলে জানালেন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মহুয়া গোপ ৷ তিনি বলেন, ‘‘আমি নিজেও জনপ্রতিনিধি । 15 বছর পার করে এসেছি । আমরা এবার সুরক্ষা কবচ করতে গিয়ে টাকা নেওয়ার এই অভিযোগ পেয়েছি ।’’

আরও পড়ুন: বিজেপির আয়ু আর মাত্র ছয় মাস, জলপাইগুড়িতে নির্বাচনী প্রচার থেকে খোঁচা মমতার

তাঁর কথায় স্পষ্ট যে ভবিষ্য়তে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেই কারণেই ভবিষ্য়তে পঞ্চায়েতে সরাসরি উপর মহল থেকে নজরদারি করার কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তিনি বলেন, ‘‘তৃণমূল কংগ্রেসের এবার মানুষের পঞ্চায়েত গড়া হবে । মানুষের সেবামূলক কাজ করা হবে । মাননীয়া যে নির্দেশ দিয়েছেন দল মনিটরিং করবে । কেউ যদি কাউকে সমস্যায় কেউ ফেলে, বরদাস্ত করা হবে না । কাউকে প্রতারণা করতে পারবে না দলের কেউ । তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি হিসেবে কাজ করতে গেলে সাতপাঁচ চিন্তা করে কাজ করতে হবে । নজর শুধু নয়, প্রত্যেক পঞ্চায়েত মনিটরিং কমিটি হবে । সাধারণ মানুষের অভিযোগ পেলেই শাস্তি হবে ৷’’

তাঁর এই হুঁশিয়ারিতেই প্রতিধ্বনিত হয়েছে পঞ্চায়েত নিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বক্তব্য ৷ কারণ, মঙ্গলবার ক্রান্তির জনসভা থেকেই মমতা বলেছেন, ‘‘মনে রাখবেন এই পঞ্চায়েতে আমরা মানুষের পঞ্চায়েত চাই । আগে আমরা দেখতাম না । এবারে পঞ্চায়েত জেতার পরে দল মনিটরিং করবে । কেউ যেন কারও কাছে হাত না পাতে । আপনি লক্ষ্মীর ভাণ্ডার পান, বিনেপয়সায় পান । এর জন্য কাউকে পয়সাও দিতে হবে না । আপনি কৃষক ভাতা পান, এটা আপনার প্রাপ্য সরকার দিচ্ছে । এর জন্য কাউকে টাকা দিতে হবে না ৷’’

আরও পড়ুন: মোদি আজ আছে কাল নেই, বিএসএফ-কে স্বাধীনভাবে কাজ করার বার্তা মমতার

কাটমানি নিয়ে কড়াবার্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

জলপাইগুড়ি, 28 জুন: সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার বদলে কাটমানি নেওয়ার অভিযোগ একাধিকবার উঠেছে তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে ৷ পঞ্চায়েত এলাকায় এই অভিযোগ সবচেয়ে বেশি উঠেছে গত কয়েক বছরে ৷ সেই কারণে পঞ্চায়েতের প্রচারে বেরিয়ে এই নিয়ে বারবার কড়াবার্তা দিচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

মঙ্গলবারও জলপাইগুড়ির জনসভা থেকে তিনি বলেন, কন্যাশ্রী কাউকে এক পয়সাও দেবেন না । মেধাশ্রী কাউকে এক পয়সাও দেবেন না ৷ এটা আপনার অধিকার । কেউ যদি বলে আমাকে দাও, আমি করে দেব । কেউ চাইলে বলবেন, দিদিকে বলে দেব ৷ সরাসরি মুখ্যমন্ত্রীর নম্বর আছে আমার কাছে । আমরা চাই মানুষ পরিষেবা পাক ।’’

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের পর সারা বাংলা জুড়ে কাটমানির ইস্যু নিয়ে তোলপাড় হয়েছিল । সরকারি পরিষেবা পেতে পঞ্চায়েতের নেতাদের কাটমানি দিতে হয় বলে একাধিক অভিযোগ ওঠে ৷ যা নিয়ে রীতিমতো অস্বস্তিতে পড়েছিল তৃণমূল কংগ্রেস ৷ সেই অভিযোগের সারবত্তা যে ছিল, তা মুখ্যমন্ত্রীর এই মন্তব্যেই স্পষ্ট হচ্ছে ৷ এখনও তৃণমূলের নেতাদের সাধারণ মানুষ এই অভিযোগ করেন ৷

মাস কয়েক আগে দিদির সুরক্ষা কবচ নামে এক কর্মসূচি শুরু করেছিল তৃণমূল ৷ ওই কর্মসূচিতে গ্রামে গ্রামে গিয়ে সাধারণ মানুষের অভিযোগ শোনার দায়িত্ব দেওয়া হয়েছিল নেতাদের ৷ সেই কর্মসূচি চলাকালীনও এই অভিযোগ এসেছে বলে জানালেন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মহুয়া গোপ ৷ তিনি বলেন, ‘‘আমি নিজেও জনপ্রতিনিধি । 15 বছর পার করে এসেছি । আমরা এবার সুরক্ষা কবচ করতে গিয়ে টাকা নেওয়ার এই অভিযোগ পেয়েছি ।’’

আরও পড়ুন: বিজেপির আয়ু আর মাত্র ছয় মাস, জলপাইগুড়িতে নির্বাচনী প্রচার থেকে খোঁচা মমতার

তাঁর কথায় স্পষ্ট যে ভবিষ্য়তে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেই কারণেই ভবিষ্য়তে পঞ্চায়েতে সরাসরি উপর মহল থেকে নজরদারি করার কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তিনি বলেন, ‘‘তৃণমূল কংগ্রেসের এবার মানুষের পঞ্চায়েত গড়া হবে । মানুষের সেবামূলক কাজ করা হবে । মাননীয়া যে নির্দেশ দিয়েছেন দল মনিটরিং করবে । কেউ যদি কাউকে সমস্যায় কেউ ফেলে, বরদাস্ত করা হবে না । কাউকে প্রতারণা করতে পারবে না দলের কেউ । তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি হিসেবে কাজ করতে গেলে সাতপাঁচ চিন্তা করে কাজ করতে হবে । নজর শুধু নয়, প্রত্যেক পঞ্চায়েত মনিটরিং কমিটি হবে । সাধারণ মানুষের অভিযোগ পেলেই শাস্তি হবে ৷’’

তাঁর এই হুঁশিয়ারিতেই প্রতিধ্বনিত হয়েছে পঞ্চায়েত নিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বক্তব্য ৷ কারণ, মঙ্গলবার ক্রান্তির জনসভা থেকেই মমতা বলেছেন, ‘‘মনে রাখবেন এই পঞ্চায়েতে আমরা মানুষের পঞ্চায়েত চাই । আগে আমরা দেখতাম না । এবারে পঞ্চায়েত জেতার পরে দল মনিটরিং করবে । কেউ যেন কারও কাছে হাত না পাতে । আপনি লক্ষ্মীর ভাণ্ডার পান, বিনেপয়সায় পান । এর জন্য কাউকে পয়সাও দিতে হবে না । আপনি কৃষক ভাতা পান, এটা আপনার প্রাপ্য সরকার দিচ্ছে । এর জন্য কাউকে টাকা দিতে হবে না ৷’’

আরও পড়ুন: মোদি আজ আছে কাল নেই, বিএসএফ-কে স্বাধীনভাবে কাজ করার বার্তা মমতার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.