মালবাজার, 18 অক্টোবর: মালবাজারে হড়পা বানের (Malbazar Flash Flood Accident) জল কোথা থেকে এল, তা খতিয়ে দেখতে তদন্ত করেছে প্রশাসন ৷ মঙ্গলবার এমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, মালবাজারে বিজয়া দশমীর (Bijoya Dashami) রাতে বিসর্জন চলাকালীন মাল নদীতে হড়পা বান আসে ৷ তাতে মৃত্যু হয় আটজনের ৷ আহত হন অনেকে ৷ কিন্তু এই নিয়ে অনেক বিতর্ক হয়েছে ৷ বিরোধীরা পুরো ঘটনার দায় রাজ্য সরকারের উপরই চাপিয়েছিল ৷
কিন্তু এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এই ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে, যে জল কোথা থেকে এল ৷ কারণ, প্রশাসন বিষয়টি জানত না ৷ ভুটান ও সিকিমের নদী থেকে জল ছাড়ার বিষয়টি তিনি উল্লেখ করেন ৷ একই সঙ্গে তিনি জানান, গোটা বিষয়টির মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক জড়িয়ে রয়েছে ৷ তাই এটা কেন্দ্রীয় সরকারের অধীনে ৷
তবে মুখ্যমন্ত্রী এদিন স্থানীয় প্রশাসনকে আসন্ন ছট পুজো, কালীপুজোর বিসর্জন নিয়ে আরও সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন ৷
এদিন মালবাজারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৷ সেখানে মুখ্যমন্ত্রী নিহতদের পরিবারের একজন করে সদস্যকে চাকরির অফার লেটার তুলে দেন ৷ সেখানে দু’টি বিকল্প রাখা হয়েছে ৷ কোন চাকরিতে তাঁরা যোগ দিতে চায়, সেই সিদ্ধান্তের ভার নিহতদের পরিবারের সদস্যদের হাতেই ছেড়েছে প্রশাসন ৷
অন্যদিকে যাঁরা উদ্ধার করেছিলেন, সেই সাতজনকেও এদিন মঞ্চে ডেকে নেন মুখ্যমন্ত্রীর ৷ তাঁদের সঙ্গে কথা বলেন তিনি ৷ কে কী কাজ করেন, সেই বিষয়ে খোঁজ খবর নেন মুখ্যমন্ত্রী ৷ তার পর কয়েকজনকে সিভিক ভলান্টিয়ারের (Civic Volunteer) কাজের প্রতিশ্রুতি দেন ৷ কয়েকজনকে অন্য কর্মসংস্থানের প্রতিশ্রুতিও দেন তিনি ৷ প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশও দিয়েছেন তিনি ৷ এছাড়া ওই সাতজনকে 1 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যও দেন তিনি ৷
আরও পড়ুন: মালবাজারের দুর্ঘটনায় নিহতদের পরিবারকে চাকরি, উদ্ধারকারীদের 1 লক্ষ টাকা সাহায্য মুখ্যমন্ত্রীর