ETV Bharat / state

Dhupguri Bye Election: মুখ্যমন্ত্রীর 'রাজবংশী-মতুয়া' মন্তব্যে বিতর্ক! ধূপগুড়ি উপনির্বাচনে হাতিয়ার বিরোধীদের - Mamata Banerjee Matua Controversy

28 অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভায় মুখ্যমন্ত্রী হিন্দু, মুসলমান, রাজবংশী, মতুয়াদের দেহের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের সঙ্গে তুলনা করেন ৷ এ নিয়ে বিতর্ক তৈরি হয় ৷ এবার ধূপগুড়ি বিধানসভা উপ-নির্বাচনের আগে সেই ইস্যুকে হাতিয়ার করল বিজেপি, ফরওয়ার্ড ব্লক ৷

ETV Bharat
মতুয়া ও রাজবংশী সম্প্রদায়কে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে বিতর্ক
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 2, 2023, 3:19 PM IST

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজবংশী ও মতুয়া মন্তব্যে বিতর্কের ঝড়

জলপাইগুড়ি, 2 সেপ্টেম্বর: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে বিতর্ক ৷ আর সেই বিতর্কের আঁচ পড়ল আসন্ন ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে ৷ 28 অগস্ট মেয়ো রোড থেকে তিনি হিন্দু, মুসলমান, রাজবংশী, মতুয়া সম্প্রদায়কে নিজের শরীরের বিভিন্ন অঙ্গের সঙ্গে তুলনা করেছিলেন ৷ এ নিয়েই সরব বাম শরিক দল ফরওয়ার্ড ব্লক এবং বিজেপি ৷ তাই 5 সেপ্টেম্বর উপনির্বাচনের আগে বিরোধীদের প্রচারের ইস্যু এখন মুখ্যমন্ত্রীর বিতর্কিত মন্তব্য ৷

বিজেপি এই মর্মে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমা চাওয়ার দাবি তুলেছে ৷ তারা একটি লিফলেট ছাপিয়ে তা বিতরণ করতে শুরু করেছে ৷ তাতে লেখা, "রাজবংশী ও মতুয়া সমাজকে পায়ের সঙ্গে তুলনা ৷ অবিলম্বে জনসমক্ষে ক্ষমা চাওয়া উচিত মুখ্যমন্ত্রীর ৷" এছাড়া সোশাল মিডিয়াতেও লিফলেটের ছবি পোস্ট প্রচার করা হচ্ছে ৷ এই প্রসঙ্গে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তাভাবনা করে কিছু বলেন না ৷ যখন যা মুখে আসে বলে দেন ৷ শুধু পুলিশ আর পয়সার জোরে এখানে ভোটে জিতে যাচ্ছেন ৷" তাঁর বিশ্বাস, 2024 সালের লোকসভা নির্বাচনে তৃণমূলকে পরাজিত করবে মানুষ ৷

আরও পড়ুন: মুখ্যমন্ত্রী দান-খয়রাতি করেই ভোট কিনবেন, পুজোর অনুদান নিয়ে মমতাকে তোপ দিলীপের

তবে ইতিমধ্যে এই মন্তব্যের জন্য মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়েছেন ৷ মুখ্যমন্ত্রীর বিতর্কিত মন্তব্যের কারণে কোচবিহার, জলপাইগুড়ি জুড়ে রাজবংশীরা আন্দোলনে নেমেছে ৷ গত 28 অগস্ট তৃণমূল ছাত্রপরিষদের প্রতিষ্ঠা দিবসের সভায় মুখ্যমন্ত্রী রাজবংশী ও মতুয়াদের পায়ের সঙ্গে তুলনা করেছিলেন ৷ আর তাতেই রাজবংশী ও মতুয়াদের মনে ক্ষোভ জমেছে ৷

তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে ৷ গ্রেটার কোচবিহার সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরোধীরা করা হয়েছে ৷ জলপাইগুড়ির বিজেপি সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায় বলেন, "রাজবংশী ও মতুয়াদের নিয়ে মুখ্যমন্ত্রী যেভাবে পায়ের সঙ্গে তুলনা করেছেন, তাতে রাজবংশী ও মতুয়া সম্প্রদায়ের ভাবাবেগকে আঘাত লেগেছে ৷ একজন প্রশাসনিক প্রধান হয়ে এই ধরনের মন্তব্য করা উচিত নয় ৷ তার প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত ৷ আমরা অবশ্যই রাজবংশী ও মতুয়াদের পাশে আছি ৷ তাদের অপমান মানে, আমাদের অপমান ৷" তিনি জানান, তিনিও একজন রাজবংশী ৷

আরও পড়ুন: রাজবংশীদের নিয়ে অপমানসূচক মন্তব্য ! মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাওয়ার দাবি গ্রেটার নেতার

এদিকে বামফ্রন্টের শরিক তথা ফরওয়ার্ড ব্লকের রাজ্য সভাপতি গোবিন্দ রায়ও একজন রাজবংশী নেতা ৷ জলপাইগুড়ির প্রাক্তন বিধায়ক গোবিন্দ রায়ের অভিযোগ, "রাজবংশীরা এখানে ভূমিপুত্র ৷ উনি বলেছেন 'আমার একহাত হিন্দু, একহাত মুসলিম' ৷ তাহলে রাজবংশী আর মতুয়ারা কি হিন্দু নন ? তিনি কি মনুবাদের তথ্য আওড়াতে চাইছেন ?" গোবিন্দ রায় আরও জানিয়েছেন, মুখ্যমন্ত্রী ব্রাহ্মণ হয়ে মতুয়াদের পায়ে রাখতে চাইছেন ৷ তফশিলি জাতি ও উপজাতির অ্যাট্রোসিটি প্রিভেনশন অ্যাক্ট অনুযায়ী এই ধরনের মন্তব্য করাটা অপরাধ ৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজবংশী ও মতুয়া মন্তব্যে বিতর্কের ঝড়

জলপাইগুড়ি, 2 সেপ্টেম্বর: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে বিতর্ক ৷ আর সেই বিতর্কের আঁচ পড়ল আসন্ন ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে ৷ 28 অগস্ট মেয়ো রোড থেকে তিনি হিন্দু, মুসলমান, রাজবংশী, মতুয়া সম্প্রদায়কে নিজের শরীরের বিভিন্ন অঙ্গের সঙ্গে তুলনা করেছিলেন ৷ এ নিয়েই সরব বাম শরিক দল ফরওয়ার্ড ব্লক এবং বিজেপি ৷ তাই 5 সেপ্টেম্বর উপনির্বাচনের আগে বিরোধীদের প্রচারের ইস্যু এখন মুখ্যমন্ত্রীর বিতর্কিত মন্তব্য ৷

বিজেপি এই মর্মে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমা চাওয়ার দাবি তুলেছে ৷ তারা একটি লিফলেট ছাপিয়ে তা বিতরণ করতে শুরু করেছে ৷ তাতে লেখা, "রাজবংশী ও মতুয়া সমাজকে পায়ের সঙ্গে তুলনা ৷ অবিলম্বে জনসমক্ষে ক্ষমা চাওয়া উচিত মুখ্যমন্ত্রীর ৷" এছাড়া সোশাল মিডিয়াতেও লিফলেটের ছবি পোস্ট প্রচার করা হচ্ছে ৷ এই প্রসঙ্গে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তাভাবনা করে কিছু বলেন না ৷ যখন যা মুখে আসে বলে দেন ৷ শুধু পুলিশ আর পয়সার জোরে এখানে ভোটে জিতে যাচ্ছেন ৷" তাঁর বিশ্বাস, 2024 সালের লোকসভা নির্বাচনে তৃণমূলকে পরাজিত করবে মানুষ ৷

আরও পড়ুন: মুখ্যমন্ত্রী দান-খয়রাতি করেই ভোট কিনবেন, পুজোর অনুদান নিয়ে মমতাকে তোপ দিলীপের

তবে ইতিমধ্যে এই মন্তব্যের জন্য মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়েছেন ৷ মুখ্যমন্ত্রীর বিতর্কিত মন্তব্যের কারণে কোচবিহার, জলপাইগুড়ি জুড়ে রাজবংশীরা আন্দোলনে নেমেছে ৷ গত 28 অগস্ট তৃণমূল ছাত্রপরিষদের প্রতিষ্ঠা দিবসের সভায় মুখ্যমন্ত্রী রাজবংশী ও মতুয়াদের পায়ের সঙ্গে তুলনা করেছিলেন ৷ আর তাতেই রাজবংশী ও মতুয়াদের মনে ক্ষোভ জমেছে ৷

তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে ৷ গ্রেটার কোচবিহার সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরোধীরা করা হয়েছে ৷ জলপাইগুড়ির বিজেপি সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায় বলেন, "রাজবংশী ও মতুয়াদের নিয়ে মুখ্যমন্ত্রী যেভাবে পায়ের সঙ্গে তুলনা করেছেন, তাতে রাজবংশী ও মতুয়া সম্প্রদায়ের ভাবাবেগকে আঘাত লেগেছে ৷ একজন প্রশাসনিক প্রধান হয়ে এই ধরনের মন্তব্য করা উচিত নয় ৷ তার প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত ৷ আমরা অবশ্যই রাজবংশী ও মতুয়াদের পাশে আছি ৷ তাদের অপমান মানে, আমাদের অপমান ৷" তিনি জানান, তিনিও একজন রাজবংশী ৷

আরও পড়ুন: রাজবংশীদের নিয়ে অপমানসূচক মন্তব্য ! মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাওয়ার দাবি গ্রেটার নেতার

এদিকে বামফ্রন্টের শরিক তথা ফরওয়ার্ড ব্লকের রাজ্য সভাপতি গোবিন্দ রায়ও একজন রাজবংশী নেতা ৷ জলপাইগুড়ির প্রাক্তন বিধায়ক গোবিন্দ রায়ের অভিযোগ, "রাজবংশীরা এখানে ভূমিপুত্র ৷ উনি বলেছেন 'আমার একহাত হিন্দু, একহাত মুসলিম' ৷ তাহলে রাজবংশী আর মতুয়ারা কি হিন্দু নন ? তিনি কি মনুবাদের তথ্য আওড়াতে চাইছেন ?" গোবিন্দ রায় আরও জানিয়েছেন, মুখ্যমন্ত্রী ব্রাহ্মণ হয়ে মতুয়াদের পায়ে রাখতে চাইছেন ৷ তফশিলি জাতি ও উপজাতির অ্যাট্রোসিটি প্রিভেনশন অ্যাক্ট অনুযায়ী এই ধরনের মন্তব্য করাটা অপরাধ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.