জলপাইগুড়ি, 21 অক্টোবর: নিষিদ্ধ জঙ্গি সংগঠন কেএলও (কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন)-র প্রধান জীবন সিংয়ের সঙ্গে ভারত সরকারের শান্তি চুক্তি দ্রুত সম্পন্ন করতে হবে ৷ সেই সঙ্গে রাজ্য সরকারের অধীনে বন্দি থাকা কেএলও মুখ্য সচিব কৈলাশ কোচ-কে শান্তি চুক্তির আলোচনায় সামিল করতে হবে। এমনই দাবি তুলল কামতাপুর স্টেট ডিমান্ড কমিটি ৷ শুক্রবার জলপাইগুড়িতে সাংবাদিকদের এই কথা জানালেন কামতাপুর স্টেট ডিমান্ড কমিটির আহ্বায়ক নিখিল রায় ৷ আগামী মাসের 19 তারিখ জনসভার আয়োজন করছে কামতাপুর স্টেট ডিমান্ড কমিটি ৷ তবে তার আগে চলতি মাসের 26 অক্টোবর একটি প্রস্তুতি সভা ৷
দীর্ঘ সময় ধরে উত্তরবঙ্গের 8টি জেলা নিয়ে পৃথক কামতাপুর রাজ্য গঠনের দাবি জানিয়ে আসছে কামতাপুর পিপলস পার্টি এবং কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি ৷ পৃথক রাজ্যের দাবিতে সশস্ত্র সংগ্রামের করেছে কেএলও ৷ এই সংগঠনের প্রধান জীবন সিংহ বহু দিন থেকেই পলাতক বলে জানা গিয়েছে ৷
কেএলও-র জঙ্গিদের নিকেশ করতে 2003-04 সালে ভুটান সেনা ও ভারতীয় সেনা অপারেশন ফ্ল্যাশ আউট চালায় ৷ সেই সময় থেকেই নাগালের বাইরে জীবন সিংহ ৷ 2016 সালে কেন্দ্রীয় সরকার কেএলও-কে নিষিদ্ধ জঙ্গি সংগঠন বলে ঘোষণা করে ৷ কামতাপুর স্টেট ডিমান্ড কমিটি চাইছে, শান্তি চুক্তির মাধ্যমে জীবন সিংহ মূল স্রোতে ফিরে আসুন ৷ এবার এই দাবিতে 28টি রাজনৈতিক দলের যৌথ মঞ্চ কামতাপুর স্টেট ডিমান্ড কমিটি গঠন করে আন্দোলন শুরু হয়েছে ৷
এদিন সাংবাদিক বৈঠকে নিখিল রায় বলেন, জীবন সিংহ-কে অসম থেকে কেন্দ্রীয় সরকার নিজেদের হেফাজতে নিয়েছে ৷ আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি, তাঁকে গেস্ট হাউজে রাখা হয়েছে ৷ তাঁকে ঠিক কোথায় রাখা হয়েছে, তাও আমরা জানি না ৷ তাঁর সঙ্গে শান্তি চুক্তি নিয়ে আলোচনা শুরু করা হবে বলে জানা গিয়েছে ৷ কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণের জন্যই আমরা জনসভা করতে চলেছি ৷
আরও পড়ুন: কেএলও চিফের আত্মসমর্পণ প্রসঙ্গে বিজেপিকে কটাক্ষ উদয়নের