ETV Bharat / state

গুরুঙের জামিন রুখতে তৎপর আইনজীবীরা, বৈঠক পুলিশের সঙ্গে - jp cicuit bench

গুরুঙের জামিন রুখতে পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন সরকারি আইনজীবীরা । জলপাইগুড়ি সার্কিট হাউজ়ে 40 জন পুলিশ অফিসারকে নিয়ে বৈঠক করেন 10 জন আইনজীবী । আজ 70টি মামলার শুনানি ছিল সার্কিট বেঞ্চে ।

ফাইল ফোটো
author img

By

Published : Apr 25, 2019, 3:29 PM IST

জলপাইগুড়ি, 25 এপ্রিল : মোর্চা সুপ্রিমো বিমল গুরুং যাতে কোনওভাবেই জামিন না পান, সেজন্য দার্জিলিঙের সমস্ত তদন্তকারী অফিসারদের নিয়ে আজ বৈঠকে করলেন সরকারি আইনজীবীরা । সার্কিট হাউজ়ে এই বৈঠক হয় । 40 জন পুলিশ অফিসারকে নিয়ে 10 জন আইনজীবী বৈঠক করেন ।

আজ সার্কিট বেঞ্চের অ্যাডিশনাল PP অদিতি শঙ্কর চক্রবর্তী জানান, আজকের বৈঠকে তদন্তকারী আধিকারিকদের সঙ্গে মামলাগুলোর বিষয়বস্তু নিয়ে আলোচনা হয় । আদালতে কোন তথ্য তুলে ধরা যেতে পারে, সে বিষয়েও আলোচনা হয় । বেশিরভাগ মামলার চার্জশিট তৈরি হয়ে গেছে বলে জানান, অদিতি শঙ্কর চক্রবর্তী। আজ গুরুঙের বিরুদ্ধে 70টি মামলা সার্কিট বেঞ্চে ওঠার কথা ছিল । কিন্তু আইনজীবীদের কর্মবিরতি থাকায় শুনানি হয়নি ।

বিমল গুরুঙের নামে 132টি মামলা রয়েছে । তবে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে 91টি মামলা দায়ের হয়েছে । সেই মামলার জামিনের আবেদন করেন মোর্চা নেতা বিমল গুরুং । মামলার শুনানি থাকার জন্য সার্কিট বেঞ্চ চত্বর কঠোর পুলিশি নিরাপত্তায় মোড়া ছিল ।

জলপাইগুড়ি, 25 এপ্রিল : মোর্চা সুপ্রিমো বিমল গুরুং যাতে কোনওভাবেই জামিন না পান, সেজন্য দার্জিলিঙের সমস্ত তদন্তকারী অফিসারদের নিয়ে আজ বৈঠকে করলেন সরকারি আইনজীবীরা । সার্কিট হাউজ়ে এই বৈঠক হয় । 40 জন পুলিশ অফিসারকে নিয়ে 10 জন আইনজীবী বৈঠক করেন ।

আজ সার্কিট বেঞ্চের অ্যাডিশনাল PP অদিতি শঙ্কর চক্রবর্তী জানান, আজকের বৈঠকে তদন্তকারী আধিকারিকদের সঙ্গে মামলাগুলোর বিষয়বস্তু নিয়ে আলোচনা হয় । আদালতে কোন তথ্য তুলে ধরা যেতে পারে, সে বিষয়েও আলোচনা হয় । বেশিরভাগ মামলার চার্জশিট তৈরি হয়ে গেছে বলে জানান, অদিতি শঙ্কর চক্রবর্তী। আজ গুরুঙের বিরুদ্ধে 70টি মামলা সার্কিট বেঞ্চে ওঠার কথা ছিল । কিন্তু আইনজীবীদের কর্মবিরতি থাকায় শুনানি হয়নি ।

বিমল গুরুঙের নামে 132টি মামলা রয়েছে । তবে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে 91টি মামলা দায়ের হয়েছে । সেই মামলার জামিনের আবেদন করেন মোর্চা নেতা বিমল গুরুং । মামলার শুনানি থাকার জন্য সার্কিট বেঞ্চ চত্বর কঠোর পুলিশি নিরাপত্তায় মোড়া ছিল ।

Intro:টেন্ডার সংক্রান্ত বিষয়ে নীতিগত পরিবর্তন আনতে চলেছে কলকাতা পুরসভা। এবিষয়ে আজ পুর কমিশনারদের সঙ্গে একটি বৈঠক করেন কলকাতার মহানগরীক। সেই বৈঠকেই তৈরি করা হয় নতুন একটি উচ্চপর্যায়ের কমিটি। যারা এই সংক্রান্ত বিষয়গুলোতে কাজ করবে। ।


Body:আজকের এই বৈঠকের পর ফিরহাদ হাকিম সিদ্ধান্ত নেন, কলকাতা পুরসভার টেন্ডার প্রসেস পুরোনো নিয়ম কানুনের বশবর্তী হয়ে থাকার কারণে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বহু বেসরকারি সংস্থা টেন্ডারে অংশ নিচ্ছে না। তাই এদিনের এই বৈঠকের মধ্যে দিয়ে টেন্ডার প্রক্রিয়াকে আরও সময় উপযোগী করে তোলার জন্য নির্দ্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি, বাজার দরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ টেন্ডার প্রক্রিয়া রাখার কথা বলা হয়েছে। অর্থাৎ কাজের অনুপাতে দরের সামঞ্জস্য রয়েছে কিনা তা দেখবে নবগঠিত ওই উচ্চ পর্যায়ের কমিটি। কমিটিতে রাখা হয়েছে, ডিজি সিভিল, ডিজি রোড, এডিশনাল কমিশনার। মূলত কলকাতা পুরসভার টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে গেলে প্রত্যেক কন্ট্রাক্টারকে কারেন্ট সিডিউল অনুযায়ী কাজ করতে হবে।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.