ETV Bharat / state

জলপাইগুড়ি শহরে মাস্ক বিলি প্রেস ক্লাবের সদস্যদের - corona

আজ সকালে জলপাাইগুড়ি প্রেস ক্লাবের সদস্যরা জলপাইগুড়ি শহরে পথচারীদের মধ্যে মাস্ক এবং সাবান বিলি করেন।

press club
মাস্ক বিলি
author img

By

Published : May 10, 2020, 8:32 PM IST

জলপাইগুড়ি, 10 মে : কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দেশজুড়ে লকডাউন চলছে । বাড়ি থেকে বের হতে গেলে মাস্ক পরাও বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার । তবুও মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছেন অনেকে । এবার সচেতেনতা বাড়াতে এগিয়ে এল জলপাইগুড়ি প্রেস ক্লাব। আজ তাদের তরফে বিলি করা হল মাস্ক ।

আজ সকালে প্রেস ক্লাবের সদস্যরা জলপাইগুড়ি শহরে পথচারীদের মধ্যে মাস্ক এবং সাবান বিলি করেন । এমনকী সংবাদপত্র বিক্রেতাদের মধ্যেও মাস্ক বিলি করা হয় । এই কর্মসূচি চলে দুপুর পর্যন্ত ।

জলপাইগুড়ি প্রেস ক্লাবের সম্পাদক শান্তনু কর বলেন, "বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা প্রচারের বিষয়টি জরুরি হয়ে পরেছে। যে কারণে আমরা সাংবাদিকতার ফাঁকে সচেতনতা প্রচারের পাশাপাশি মাস্ক বিলি করি । আজ দেড় হাজার মাস্ক এবং সাবান বিলি করা হয়। আগামীদিনে আমরা আরও 5 হাজার মাস্ক এবং সাবান বিলি করব।"

জলপাইগুড়ি, 10 মে : কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দেশজুড়ে লকডাউন চলছে । বাড়ি থেকে বের হতে গেলে মাস্ক পরাও বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার । তবুও মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছেন অনেকে । এবার সচেতেনতা বাড়াতে এগিয়ে এল জলপাইগুড়ি প্রেস ক্লাব। আজ তাদের তরফে বিলি করা হল মাস্ক ।

আজ সকালে প্রেস ক্লাবের সদস্যরা জলপাইগুড়ি শহরে পথচারীদের মধ্যে মাস্ক এবং সাবান বিলি করেন । এমনকী সংবাদপত্র বিক্রেতাদের মধ্যেও মাস্ক বিলি করা হয় । এই কর্মসূচি চলে দুপুর পর্যন্ত ।

জলপাইগুড়ি প্রেস ক্লাবের সম্পাদক শান্তনু কর বলেন, "বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা প্রচারের বিষয়টি জরুরি হয়ে পরেছে। যে কারণে আমরা সাংবাদিকতার ফাঁকে সচেতনতা প্রচারের পাশাপাশি মাস্ক বিলি করি । আজ দেড় হাজার মাস্ক এবং সাবান বিলি করা হয়। আগামীদিনে আমরা আরও 5 হাজার মাস্ক এবং সাবান বিলি করব।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.