জলপাইগুড়ি, 6 ডিসেম্বর : ট্রাক থেকে প্রায় দেড় কোটি টাকা মূল্যের মাদক উদ্ধার করল জলপাইগুড়ি থানায় পুলিশ ৷ গোপন সুত্রে খবর পেয়ে পুলিশ জলপাইগুড়ি-শিলিগুড়িগামী 27 নম্বর জাতীয় সড়কে গো-শালা মোড়ে তল্লাশি শুরু করে । সন্দেহ হওয়ায় একটি ট্রাককে দাঁড়াতে বলে পুলিশ । কিন্তু পুলিশের আদেশ না মেনেই পালানোর চেষ্টা করে ট্রাকটি । ট্রাকটিকে তাড়া করে থামায় পুলিশ । কিন্তু ট্রাক ছেড়ে পালায় চালক । সেই গাড়িতে তল্লাশি চালিয়ে 52 কেজি আফিম ও এক কেজি ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ । অসম থেকে বিহার হয়ে রাজস্থানে দিকে যাচ্ছিল ট্রাকটি ।
পুলিশ জানিয়েছে, ট্রাকে বস্তাবন্দী করে নিয়ে যাওয়া হচ্ছিল মাদক । বস্তার ভিতর থেকে 52 প্যাকেট আফিম উদ্ধার হয় । এক প্যাকেট ব্রাউন সুগারও পাওয়া যায় । ট্রাকটি বাজেয়াপ্ত করা হয় ৷ জলপাইগুড়ির ম্যাজিস্ট্রেট রত্না চক্রবর্তী বলেন, "ট্রাক থেকে প্রায় এক কোটি 52 লাখ টাকা মূল্যের মাদক উদ্ধার হয়েছে । ট্রাকচালক পুলিশকে দেখেই পালিয়ে গিয়েছে । ঘটনায় তদন্ত শুরু হয়েছে ।"