জলপাইগুড়ি, 21 মার্চ: একসময় পায়রার মাধ্যমেই বার্তা পাঠানো হত । কবুতরের ভরসাতেই গোপন তথ্য আদানপ্রদান করতেন তাবড় তাবড় লোকেরা । গুপ্তচরবৃত্তিতেও কাজে লাগানো হত পায়রাকে । সেই পায়রাতেই এবার নাজেহাল জলপাইগুড়ি । পা'য়ে বাঁধা রিংয়ে মোবাইল নম্বর ৷ এমনই একটি পায়রাকে পাকড়াও করা হল সদর ব্লকে ।
তবে কি গুপ্তচর বৃত্তির জন্যই পায়রাটি ছাড়া হয়েছে ? এই নিয়েই সন্দেহ দাঁনা বেঁধেছে জলপাইগুড়িতে (Jalpaiguri News)। ক'দিন থেকে জলপাইগুড়ি সদর ব্লকের প্রধানপাড়ায় গিরিরাজ প্রজাতির পায়রা পাওয়া গিয়েছে । সেখানেই একটি পায়রার পায়ে বাঁধা একটি রিং। যাতে লেখা রয়েছে একটি নাম ও মোবাইল নম্বর (Jalpaiguri People Suspect Spy after Watching a Pigeon)।
যদিও বাসিন্দাদের গুপ্তচর বৃত্তির সন্দেহকে কোনওভাবে উড়িয়ে দিচ্ছে না পুলিশ । বিগত দু'দিন থেকে সদর ব্লকের প্রধানপাড়ায় এই পায়রাটি নজরে পড়ে বাসিন্দাদের । পায়রাটি একটি দোকানের চালে বসেছিল । মনে করা হচ্ছে পাখিটি অসুস্থ । যার ফলে খুব বেশি উড়তে পারছে না ৷ হাতের নাগালেই থাকছে ৷ ধরাও যাচ্ছে । ব্যবসায়ী দুলাল সরকার প্রথমে পাখিটিকে ধরে ফেলেন । তারপরেই দেখা যায় তার পায়ে রিং ও তাতে ফোন নম্বর লেখা । জানা গিয়েছে, ফোন নম্বরটি হিমাচল প্রদেশের এমডি আকবর নামে কোনও এক ব্যক্তির । কিন্তু এই এলাকার সাথে কোনও যোগ নেই ওই ব্যক্তির ।
জানা গিয়েছে, এটি একটি গিরিরাজ প্রজাতির পায়রা । এই প্রজাতির পায়রা এক সময় গুপ্তচর বৃত্তির কাজে ব্যবহার করা হত । স্থানীয়দের সন্দেহ পায়রাটিকে হয়তো তথ্য পাচারের কাজে ব্যবহার করা হচ্ছে । এক জায়গা থেকে আরেক জায়গায় গোপন তথ্য পৌঁছে দেওয়ার আগে মাঝপথে অসুস্থ হয়ে পড়ায় ধরা পড়ে যায় ।
স্থানীয় বাসিন্দা পরিমল বিশ্বাস জানান, পায়রার পায়ে জড়ানো আংটির গায়ে এমডি আকবর নামে এক ব্যক্তির নাম ও নম্বর রয়েছে । মোবাইল নম্বরটি ডায়াল করলে তা হিমাচল প্রদেশের দেখাচ্ছে । স্থানীয়দের সন্দেহ পায়রাটি হিমাচল প্রদেশ থেকে উড়ে এসেছে । তবে পায়রার মতো পাখির হিমাচল প্রদেশ থেকে জলপাইগুড়ি 1 হাজার 245 কিলোমিটার পথ পাড়ি দেওয়া নিয়েও প্রশ্ন রয়েছে । যদিও এতে আশ্চর্য হচ্ছেন না পক্ষী বিশেষজ্ঞরা ।
এই বিষয়ে জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সম্পাদক ডঃ রাজা রাউত জানান, মুঘল আমলে প্যাসেঞ্জার পিজিয়ন প্রজাতির পায়রাকে গুপ্তচর হিসেবে কাজে লাগানো হত । এই প্রজাতির পায়রা প্রায় 2 হাজার 500 কিলোমিটার উড়ে যেতে পারত । যদিও প্যাসেঞ্জার পিজিয়ন প্রজাতির পায়রা বর্তমানে লুপ্ত হয়ে গিয়েছে । গিরিরাজ প্রজাতির পায়রা দেড় হাজার কিলোমিটার রাস্তা উড়ে যেতে পারে । তবে গুপ্তচর বৃত্তির বিষয়টি কতটা যুক্তিযুক্ত তা নিয়ে সন্দিহান রয়েছে তাঁর ।
আরও পড়ুন : কেরল থেকে 700 কিমি উড়ে কর্ণাটকে পালকের বাড়ি হাজির 'আশ্চর্য্য' পায়রা