ETV Bharat / state

ধুপগুড়ি হাসপাতাল পরিদর্শন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়ের - dhupguri

আচমকা ধুপগুড়ি গ্রামীণ হাসপাতাল পরিদর্শন করলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় । হাসপাতাল পরিদর্শনের পর তিনি জানান, বিধানসভায় রাজ্যে BJP ক্ষমতায় আসার পরই ধুপগুড়িবাসীর স্টেট জেনেরাল হাসপাতালের দাবির পথ আরও মসৃণ হবে ।

রোগীদের সঙ্গে কথা বলছেন জয়ন্ত রায়
author img

By

Published : Aug 19, 2019, 3:02 PM IST

Updated : Aug 19, 2019, 3:12 PM IST

ধুপগুড়ি, 19 অগাস্ট : আচমকা ধুপগুড়ি গ্রামীণ হাসপাতাল পরিদর্শন করলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় । হাসপাতাল পরিদর্শনের পর তিনি জানান, বিধানসভায় রাজ্যে BJP ক্ষমতায় আসার পরই ধুপগুড়িবাসীর স্টেট জেনেরাল হাসপাতালের দাবির পথ আরও মসৃণ হবে ।

আজ সকালে আচমকা হাসপাতাল পরিদর্শনে আসেন জয়ন্ত রায় । হাসপাতালের ঢুকেই তিনি আউটডোর ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন । এরপর ব্লক স্বাস্থ্য আধিকারিকের (BMOH) সঙ্গে কথা বলতে যান । হাসপাতালের অ্যাম্বুলেন্স পরিষেবা, হাসপাতাল চত্বরে দালাল চক্রের সক্রিয়তার বিষয়গুলি তুলে ধরেন BMOH-র কাছে । সাংসদকেও হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসকের অভাব থেকে শুরু করে বিভিন্ন দাবি জানান ।

শুনুন বক্তব্য

পরে তিনি বলেন, BMOH-কে জানিয়েছি সব । হাসপাতালের সমস্যা নিয়ে আমি আমার সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাব । বিভিন্ন সংবাদমাধ্যমে ধুপগুড়ি হাসপাতালের নানা সমস্যা বারবার উঠে আসছে । সেগুলি দেখেই এই পরিদর্শন । এই হাসপাতালে রোগী অনুযায়ী হাসপাতালে চিকিৎসক নেই । পর্যাপ্ত চিকিৎসকের অভাব রয়েছে । তার মধ্যেও চারজন চিকিৎসক দিয়ে হাসপাতালের কাজ চলছে । নিজেও চিকিৎসক হিসেবে কাজ করে এসেছি, তাতে আগামীদিনে এই ভাবে চার জন দিয়ে পরিষেবা দেওয়া অসম্ভব । এছাড়াও হাসপাতাল চত্বরে দালাল চক্রের অভিযোগ শুনেছি । গরিব মানুষ যদি হাসপাতালে চিকিৎসা করাতে এসে দালালের খপ্পরে পড়ে যায় তাহলে তো বিপদ ।"

ধুপগুড়ি, 19 অগাস্ট : আচমকা ধুপগুড়ি গ্রামীণ হাসপাতাল পরিদর্শন করলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় । হাসপাতাল পরিদর্শনের পর তিনি জানান, বিধানসভায় রাজ্যে BJP ক্ষমতায় আসার পরই ধুপগুড়িবাসীর স্টেট জেনেরাল হাসপাতালের দাবির পথ আরও মসৃণ হবে ।

আজ সকালে আচমকা হাসপাতাল পরিদর্শনে আসেন জয়ন্ত রায় । হাসপাতালের ঢুকেই তিনি আউটডোর ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন । এরপর ব্লক স্বাস্থ্য আধিকারিকের (BMOH) সঙ্গে কথা বলতে যান । হাসপাতালের অ্যাম্বুলেন্স পরিষেবা, হাসপাতাল চত্বরে দালাল চক্রের সক্রিয়তার বিষয়গুলি তুলে ধরেন BMOH-র কাছে । সাংসদকেও হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসকের অভাব থেকে শুরু করে বিভিন্ন দাবি জানান ।

শুনুন বক্তব্য

পরে তিনি বলেন, BMOH-কে জানিয়েছি সব । হাসপাতালের সমস্যা নিয়ে আমি আমার সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাব । বিভিন্ন সংবাদমাধ্যমে ধুপগুড়ি হাসপাতালের নানা সমস্যা বারবার উঠে আসছে । সেগুলি দেখেই এই পরিদর্শন । এই হাসপাতালে রোগী অনুযায়ী হাসপাতালে চিকিৎসক নেই । পর্যাপ্ত চিকিৎসকের অভাব রয়েছে । তার মধ্যেও চারজন চিকিৎসক দিয়ে হাসপাতালের কাজ চলছে । নিজেও চিকিৎসক হিসেবে কাজ করে এসেছি, তাতে আগামীদিনে এই ভাবে চার জন দিয়ে পরিষেবা দেওয়া অসম্ভব । এছাড়াও হাসপাতাল চত্বরে দালাল চক্রের অভিযোগ শুনেছি । গরিব মানুষ যদি হাসপাতালে চিকিৎসা করাতে এসে দালালের খপ্পরে পড়ে যায় তাহলে তো বিপদ ।"

Intro:Body:২১ এর বিধানসভায় রাজ্যে ক্ষমতায় আসার পরই ধুপগুড়ি বাসীর স্টেট জেনারেল হাসপাতালের দাবির পথ আরো মসৃন হবে।আচমকা ধূপগুড়ি গ্রামীন হাসপাতাল পরিদর্শনে এসে বললেন জলপাইগুড়ি লোকসভার সাংসদ ডাঃজয়ন্ত রায়।সোমবার সকালে জলপাইগুড়ি লোকসভা আসনের সাংসদ আচমকা হাসপাতাল পরিদর্শনে আসেন।তিনি এদিন আরো বলেন,বিভিন্ন সংবাদ মাধ্যমে ধূপগুড়ি হাসপাতালের বিভিন্ন সমস্যা মূলক ঘটনা বারবার উঠে আসছে।সেগুলো দেখে নিজের খোজ নেওয়ার ইচ্ছাতেই এই পরিদর্শন।এই হাসপাতালে রোগী অনুযায়ী হাসপাতালে চিকিৎসক নেই বলেও তিনি উল্লেখ করে আশঙ্কা প্রকাশ করেন।পর্যাপ্ত চিকিৎসকের অভাব রয়েছে।তার মধ্যেও চারজন চিকিৎসক দিয়ে হাসপাতালের কাজ চলছে।নিজেও চিকিৎসক হিসেবে কাজ করে এসেছি,তাতে আগামী দিনে এই ভাবে চার জন দিয়ে পরিষেবা দেওয়া অসম্ভব।এছাড়াও হাসপাতাল চত্বরে দালাল চক্রের অভিযোগ শুনেছি।গরীব মানুষ যদি হাসপাতালে চিকিৎসা করাতে এসে দালালের খপ্পরে পড়ে যায় তাহলে তো বিপদ বলে দাবি করেন জয়ন্ত বাবু।
হাসপাতালের গন্ডিতে ঢুকেই তিনি হাসপাতালের আউটডোর ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন।আউটডোর ঘুরে দেখেই তিনি ব্লক স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে কথা বলতে তার অফিসে যান।ব্লক স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে কথা বলতে গিয়ে সাংসদ বিভিন্ন রকম অভিযোগ হাসপাতালের অ্যাম্বুলেন্স পরিষেবা,৮২ শয্যা থাকলে তা সরকারি ভাবে কোনো অনুমোদন নেই,হাসপাতাল চত্বরে দালাল চক্রের সক্রিয়তা নিয়ে বিষয়গুলি তুলে ধরেন।পাশাপাশি সাংসদকে কাছে পেয়ে বি এম ও এইচ হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসকের অভাব থেকে শুরু করে বিভিন্ন অভিযোগকে উথাপন করেন।শেষে তিনি হাসপাতালে সাধারন পুরুষ বিভাগ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে যাওয়ার পথে তিনি সংবাদ মাধ্যমের সামনে বলেন, বি এম ও এইচ কে জানিয়েছি,হাসপাতালের সমস্যা নিয়ে আমি আমার সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাব।আমি আপনাদের পাশে রয়েছি। Conclusion:
Last Updated : Aug 19, 2019, 3:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.