ETV Bharat / state

আত্মনির্ভরতার লক্ষ্যে 122 কোটি টাকা ঋণ দেওয়ার ঘোষণা জলপাইগুড়ি সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের - জলপাইগুড়ির খবর

জলপাইগুড়ি সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী জানান, "2500 স্বনির্ভর গোষ্ঠীকে আমরা ঋণ দেব । আত্মনির্ভরতার লক্ষ্যে ঋণ দেওয়া হবে 2000 বেকার যুবক যুবতিদের । লকডাউনের মাঝে কৃষকরা বিপাকে পড়েছিল । তাই তাঁদের এখন ঋণ শোধ করার জন্য চাপ দেওয়া হচ্ছে না ।"

Jalpaiguri Central Co-operative Bank
Jalpaiguri Central Co-operative Bank
author img

By

Published : Sep 29, 2020, 6:55 PM IST

জলপাইগুড়ি, 29 সেপ্টেম্বর : কৃষকদের 122 কোটি টাকা ঋণ দেবে সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক । এখনই ঋণ আদায়ের জন্য চাপ দেওয়া হবে না কৃষকদের । আত্মনির্ভরতার লক্ষ্যে 2000 বেকার যুবক যুবতিদের ঋণ দেওয়া হবে । 90 হাজার কৃষককে দাদন দেবে সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাঙ্ক । জলপাইগুড়ি সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাঙ্কের 81তম বার্ষিক সাধারণ সভায় জানালেন ব্যাঙ্কের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী ।

আজ জলপাইগুড়ি সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী জানান, "2500 স্বনির্ভর গোষ্ঠীকে আমরা ঋণ দেব । লকডাউনের মাঝে কৃষকরা বিপাকে পড়েছিল । তাই তাঁদের এখন ঋণ শোধ করার জন্য চাপ দেওয়া হচ্ছে না । পুজোর পর তাঁদের ঋণ শোধের জন্য বলা হবে । পাশাপাশি আলিপুরদুয়ার জেলাকে এরিয়া অব মেম্বারশিপের আওতায় এনে কৃষি ঋণ প্রদানের ব্যবস্থা করা হবে । আলিপুরদুয়ারের সব ব্লকেই সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক কাজ করবে । হোম ট্যুরিজ়ম করার ক্ষেত্রে ঋণ দেওয়া হলেও সেই ঋণ এখনই আদায় করা হচ্ছে না । কারণ এই লকডাউনের ফলে তাঁদেরও সমস্যা হয়েছে । তাই আমরা ধীরে ধীরে তাঁদের থেকে ঋণ আদায় করব ।"

জানা গেছে, গত বছর 112 কোটি টাকা ঋণ দেওয়া হয়েছিল । এবারও 122 কোটি টাকা দেওয়া হবে । সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ককে নাবার্ডের থেকে 55 কোটি টাকা দেওয়া হয়েছে । এবার কারও ঋণ মুকুব করা হচ্ছে না । 2019-2020 সালে 90 কোটি টাকা অকৃষি ঋণ আদায় হয়েছে । এই আর্থিক বছরে 43 লাখ 65 হাজার টাকা লাভ হয়েছে বলে সৌরভ চক্রবর্তী জানান । গ্রামেগঞ্জে পরিষেবা দেওয়ার জন্য 180টি মাইক্রো ATM মেশিন কেনা হয়েছে । 2652টি স্বনির্ভর গোষ্ঠীর মধ্যে 1839টি স্বনির্ভর গোষ্ঠীকে 881.29 লাখ টাকা ঋণ দেওয়া হয়েছে ।

জলপাইগুড়ি, 29 সেপ্টেম্বর : কৃষকদের 122 কোটি টাকা ঋণ দেবে সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক । এখনই ঋণ আদায়ের জন্য চাপ দেওয়া হবে না কৃষকদের । আত্মনির্ভরতার লক্ষ্যে 2000 বেকার যুবক যুবতিদের ঋণ দেওয়া হবে । 90 হাজার কৃষককে দাদন দেবে সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাঙ্ক । জলপাইগুড়ি সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাঙ্কের 81তম বার্ষিক সাধারণ সভায় জানালেন ব্যাঙ্কের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী ।

আজ জলপাইগুড়ি সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী জানান, "2500 স্বনির্ভর গোষ্ঠীকে আমরা ঋণ দেব । লকডাউনের মাঝে কৃষকরা বিপাকে পড়েছিল । তাই তাঁদের এখন ঋণ শোধ করার জন্য চাপ দেওয়া হচ্ছে না । পুজোর পর তাঁদের ঋণ শোধের জন্য বলা হবে । পাশাপাশি আলিপুরদুয়ার জেলাকে এরিয়া অব মেম্বারশিপের আওতায় এনে কৃষি ঋণ প্রদানের ব্যবস্থা করা হবে । আলিপুরদুয়ারের সব ব্লকেই সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক কাজ করবে । হোম ট্যুরিজ়ম করার ক্ষেত্রে ঋণ দেওয়া হলেও সেই ঋণ এখনই আদায় করা হচ্ছে না । কারণ এই লকডাউনের ফলে তাঁদেরও সমস্যা হয়েছে । তাই আমরা ধীরে ধীরে তাঁদের থেকে ঋণ আদায় করব ।"

জানা গেছে, গত বছর 112 কোটি টাকা ঋণ দেওয়া হয়েছিল । এবারও 122 কোটি টাকা দেওয়া হবে । সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ককে নাবার্ডের থেকে 55 কোটি টাকা দেওয়া হয়েছে । এবার কারও ঋণ মুকুব করা হচ্ছে না । 2019-2020 সালে 90 কোটি টাকা অকৃষি ঋণ আদায় হয়েছে । এই আর্থিক বছরে 43 লাখ 65 হাজার টাকা লাভ হয়েছে বলে সৌরভ চক্রবর্তী জানান । গ্রামেগঞ্জে পরিষেবা দেওয়ার জন্য 180টি মাইক্রো ATM মেশিন কেনা হয়েছে । 2652টি স্বনির্ভর গোষ্ঠীর মধ্যে 1839টি স্বনির্ভর গোষ্ঠীকে 881.29 লাখ টাকা ঋণ দেওয়া হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.