ETV Bharat / state

মার্বেল ক্যাট থেকে ক্লাউডেড লেপার্ড, 7 ধরনের বিরল প্রাণীর দেখা মেলে নেওড়ায়

author img

By

Published : Oct 28, 2019, 2:44 PM IST

Updated : Oct 28, 2019, 3:38 PM IST

জলপাইগুড়ির গরুমারা বন্যপ্রাণী বিভাগের অন্তর্গত নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান । এই গভীর জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার থেকে শুরু করে সাত ধরনের বিড়াল গোত্রের বন্যপ্রাণীর সন্ধান মিলেছে । যা বিরল ।

ছবি

জলপাইগুড়ি, 28 অক্টোবর : দেশের আদিম অরণ্যগুলির অন্যতম নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান । সেখানেই সন্ধান মিলল নানা অজানা প্রজাতির উদ্ভিদ, মাছি ও স্তন্যপায়ী প্রাণীর । সমীক্ষা ও উদ্যানের ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে সাত ধরনের বিড়াল গোত্রের বন্যপ্রাণীর । তথ্য বলছে, অরুণাচল প্রদেশের নামদাফা জাতীয় উদ্যানের পর একমাত্র নেওড়া জাতীয় উদ্যানেই এই বৈচিত্র্য ।

জলপাইগুড়ির গরুমারা বন্যপ্রাণী বিভাগের অন্তর্গত নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান । সাধারণ মানুষের পক্ষে এই জঙ্গলের কোর এলাকায় প্রবেশ খুবই দুষ্কর । ইতিমধ্যেই এই গভীর জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার থেকে শুরু করে সাত ধরনের বিড়াল গোত্রের বন্যপ্রাণীর সন্ধান মিলেছে । যা বিরল । বনদপ্তরের তথ্য অনুযায়ী, এমন সাত ধরনের বিড়াল প্রজাতির বন্যপ্রাণী পাওয়া যায় একমাত্র অরুণাচল প্রদেশের নামদাফা জাতীয় উদ্যানে । তারপরই পশ্চিমবঙ্গের নেওড়াভ্যালি জাতীয় উদ্যান । জাতীয় উদ্যানের ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে সাত ধরনের বিড়াল প্রজাতির বন্যপ্রাণীর ছবি ।

image
সাত ধরনের বিড়াল গোত্রের বন্যপ্রাণীর সন্ধান মিলেছে

এছাড়াও জীববৈচিত্রের সমীক্ষায় বিভিন্ন প্রজাতির মাকড়শা,ব্যাঙ,পিঁপড়ে, প্রজাপতি,অর্কিড সহ নাম না জানা বিভিন্ন ফুলের সন্ধান পাওয়া গেছে । এই জাতীয় উদ্যানেই একধরনের জবা ফুলের সন্ধান পাওয়া গেছে, যা গন্ধযুক্ত ।

image
5 রকমের ব্যাঙের সন্ধানও পাওয়া গেছে

সম্প্রতি নেওড়াভ্যালি জাতীয় উদ্যানে 15 জন বিশেষজ্ঞের একটি দল সমীক্ষা করে । এর সঙ্গে বনবিভাগের কর্মীরাও যুক্ত ছিলেন । জাতীয় উদ্যানের প্রায় 10 হাজার 800 ফুট উচ্চতার দুর্গম এলাকাতেও চালানো হয়েছে সমীক্ষা । জীববৈচিত্র্যের উপর অনুসন্ধানমূলক পরীক্ষা নিরীক্ষায় নানা ধরনের কীটপতঙ্গ থেকে শুরু করে উদ্ভিদ, বন্যপ্রাণীরও সন্ধান পাওয়া গেছে । সমীক্ষা দলের অনুমান আরও নাম না জানা অনেক কিছুই এই জাতীয় উদ্যানে রয়েছে । তবে বাধ সেধেছে এই উদ্যানের অবস্থান । এমন একটা জায়গায় এই জাতীয় উদ্যান অবস্থিত যে, ট্রেক করে যাওয়াটা সমস্যার । পাশাপাশি কোনও নেটওয়ার্কও থাকে না ।

image
সমীক্ষা দল

এই বিষয়ে, উত্তরবঙ্গের বন্যপ্রাণী বিভাগের মুখ্য বনপাল উজ্জ্বল ঘোষ বলেন, " 188 বর্গ কিলোমিটার এই জাতীয় উদ্যান শুধু রাজ্যের নয়, দেশের অন্যতম ঘন জঙ্গল । বনবিভাগ থেকে এই জঙ্গলে জীববৈচিত্র্যের সংরক্ষণের জন্য ও কী কী রয়েছে তার একটা সমীক্ষা করা হয়েছে । আমাদের জরিপ সমীক্ষায় বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিশেষজ্ঞরাও এসেছিলেন । 2015 সাল থেকে আমাদের যে সমস্ত ক্যামেরা লাগানো আছে জঙ্গলে । সেখানেই সাত ধরনের বিড়াল গোত্রের বন্যপ্রাণী পাওয়া গেছে । রয়্যাল বেঙ্গল টাইগার,লেপার্ড, লেপার্ড ক্যাট, জঙ্গল ক্যাট, মার্বেল ক্যাট, ক্লাউডেড লেপার্ড ও গোল্ডেন ক্যাট পাওয়া গেছে । অরুণাচলের নামদাফা জাতীয় উদ্যানের পর একমাত্র নেওড়াভ্যালিতেই এই বৈচিত্র্য ।"

দেখুন ভিডিয়ো

এছাড়াও, নেওড়ায় 15টি প্রজাতির মাছি, 5 রকমের ব্যাঙের সন্ধানও পাওয়া গেছে । নানা রকমের অর্কিড ও মথও রয়েছে এখানে ।

জলপাইগুড়ি, 28 অক্টোবর : দেশের আদিম অরণ্যগুলির অন্যতম নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান । সেখানেই সন্ধান মিলল নানা অজানা প্রজাতির উদ্ভিদ, মাছি ও স্তন্যপায়ী প্রাণীর । সমীক্ষা ও উদ্যানের ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে সাত ধরনের বিড়াল গোত্রের বন্যপ্রাণীর । তথ্য বলছে, অরুণাচল প্রদেশের নামদাফা জাতীয় উদ্যানের পর একমাত্র নেওড়া জাতীয় উদ্যানেই এই বৈচিত্র্য ।

জলপাইগুড়ির গরুমারা বন্যপ্রাণী বিভাগের অন্তর্গত নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান । সাধারণ মানুষের পক্ষে এই জঙ্গলের কোর এলাকায় প্রবেশ খুবই দুষ্কর । ইতিমধ্যেই এই গভীর জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার থেকে শুরু করে সাত ধরনের বিড়াল গোত্রের বন্যপ্রাণীর সন্ধান মিলেছে । যা বিরল । বনদপ্তরের তথ্য অনুযায়ী, এমন সাত ধরনের বিড়াল প্রজাতির বন্যপ্রাণী পাওয়া যায় একমাত্র অরুণাচল প্রদেশের নামদাফা জাতীয় উদ্যানে । তারপরই পশ্চিমবঙ্গের নেওড়াভ্যালি জাতীয় উদ্যান । জাতীয় উদ্যানের ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে সাত ধরনের বিড়াল প্রজাতির বন্যপ্রাণীর ছবি ।

image
সাত ধরনের বিড়াল গোত্রের বন্যপ্রাণীর সন্ধান মিলেছে

এছাড়াও জীববৈচিত্রের সমীক্ষায় বিভিন্ন প্রজাতির মাকড়শা,ব্যাঙ,পিঁপড়ে, প্রজাপতি,অর্কিড সহ নাম না জানা বিভিন্ন ফুলের সন্ধান পাওয়া গেছে । এই জাতীয় উদ্যানেই একধরনের জবা ফুলের সন্ধান পাওয়া গেছে, যা গন্ধযুক্ত ।

image
5 রকমের ব্যাঙের সন্ধানও পাওয়া গেছে

সম্প্রতি নেওড়াভ্যালি জাতীয় উদ্যানে 15 জন বিশেষজ্ঞের একটি দল সমীক্ষা করে । এর সঙ্গে বনবিভাগের কর্মীরাও যুক্ত ছিলেন । জাতীয় উদ্যানের প্রায় 10 হাজার 800 ফুট উচ্চতার দুর্গম এলাকাতেও চালানো হয়েছে সমীক্ষা । জীববৈচিত্র্যের উপর অনুসন্ধানমূলক পরীক্ষা নিরীক্ষায় নানা ধরনের কীটপতঙ্গ থেকে শুরু করে উদ্ভিদ, বন্যপ্রাণীরও সন্ধান পাওয়া গেছে । সমীক্ষা দলের অনুমান আরও নাম না জানা অনেক কিছুই এই জাতীয় উদ্যানে রয়েছে । তবে বাধ সেধেছে এই উদ্যানের অবস্থান । এমন একটা জায়গায় এই জাতীয় উদ্যান অবস্থিত যে, ট্রেক করে যাওয়াটা সমস্যার । পাশাপাশি কোনও নেটওয়ার্কও থাকে না ।

image
সমীক্ষা দল

এই বিষয়ে, উত্তরবঙ্গের বন্যপ্রাণী বিভাগের মুখ্য বনপাল উজ্জ্বল ঘোষ বলেন, " 188 বর্গ কিলোমিটার এই জাতীয় উদ্যান শুধু রাজ্যের নয়, দেশের অন্যতম ঘন জঙ্গল । বনবিভাগ থেকে এই জঙ্গলে জীববৈচিত্র্যের সংরক্ষণের জন্য ও কী কী রয়েছে তার একটা সমীক্ষা করা হয়েছে । আমাদের জরিপ সমীক্ষায় বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিশেষজ্ঞরাও এসেছিলেন । 2015 সাল থেকে আমাদের যে সমস্ত ক্যামেরা লাগানো আছে জঙ্গলে । সেখানেই সাত ধরনের বিড়াল গোত্রের বন্যপ্রাণী পাওয়া গেছে । রয়্যাল বেঙ্গল টাইগার,লেপার্ড, লেপার্ড ক্যাট, জঙ্গল ক্যাট, মার্বেল ক্যাট, ক্লাউডেড লেপার্ড ও গোল্ডেন ক্যাট পাওয়া গেছে । অরুণাচলের নামদাফা জাতীয় উদ্যানের পর একমাত্র নেওড়াভ্যালিতেই এই বৈচিত্র্য ।"

দেখুন ভিডিয়ো

এছাড়াও, নেওড়ায় 15টি প্রজাতির মাছি, 5 রকমের ব্যাঙের সন্ধানও পাওয়া গেছে । নানা রকমের অর্কিড ও মথও রয়েছে এখানে ।

Intro:জলপাইগুড়ি : অজানা অনেক উদ্ভিদ, মাছি, বন্যপ্রাণীর সন্ধ্যান দিল নেওড়াভ্যালী জাতীয় উদ্যান। ভারত বর্ষের মধ্যে ভার্জিন ফরেষ্টের মধ্যে অন্যতম নেওড়াভ্যালী জাতীয় উদ্যান।জলপাইগুড়ি গরুমারা বন্যপ্রাণী বিভাগের অন্তর্গত নেওড়া ভ্যালী জাতীয় উদ্যান নাম না জানা অনেক বনজ উদ্ভিদ বন্যপ্রাণী ও কীটপতঙ্গের স্বর্গ রাজ্য। সাধারন মানুষের পক্ষে এই জঙ্গলে ঢোকাটা খুবই দুস্কর। ইতিমধ্যেই দেশের এই গভীর জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার থেকে শুরু করে সাত ধরনের বেড়াল প্রজাতির বন্যপ্রাণীর সন্ধ্যান মিলেছে। যা খুবই বিরল। সব জায়গায় এমন সাত ধরনের বেড়াল প্রজাতির বন্যপ্রাণী পাওয়া যায় আন।ভারতের একমাত্র অরুনাচল প্রদেশের নামদাফা জাতীয় উদ্যানের পর পশ্চিমবঙ্গের নেওড়াভ্যালি জাতীয় উদ্যানে ট্র‍্যাপ ক্যামেরায় ৭ ধরনের বেড়াল প্রজাতির বন্যপ্রানীর ছবি উঠেছে।এছাড়াও জীববৈচিত্রের সমীক্ষায় বিভিন্ন প্রজাতির মাকড়শা,ব্যাঙ, পিপড়ে, প্রজাপতি,অর্কিড সহ নাম না জানা নানান ফুলের সন্ধ্যান পাওয়া গেছে।এই জাতীয় উদ্যানে লাল রংয়ের ওয়াইল্ড জবা ফুলের সন্ধ্যান পাওয়া গিয়েছে।যে জবা ফুলে গন্ধ ছড়ায়।যা খুবই বিরল।Body:নেওড়াভ্যালী জাতীয় উদ্যানে ১৫ জন বিশেষজ্ঞদের দল সম্প্রতি একটি সমীক্ষা করেছে তাতে বনবিভাগের কর্মিরাও ছিলেন। জাতীয় উদ্যানের প্রায় ১০ হাজার ৮০০ ফুট উচ্চতার দুর্গম পাহাড়ী উচ্চতায় সমীক্ষা করা হয়েছে।রাজ্যের একমাত্র ভার্জিন ফরেস্ট জলপাইগুড়ি গরুমারা বন্যপ্রাণী বিভাগের নেওড়াভ্যালী ন্যাশনাল পার্কে বায়োডারভাইসিটি বা জীব বৈচিত্রের উপর অনুসন্ধানমুলক নানান ধরনের কীটপতঙ্গ থেকে শুরু করে বনজ উদ্ভিদ, বন্যপ্রাণীর সন্ধ্যান পাবার পর সমীক্ষা দলের অনুমান আরও নাম না জানা অনেক কিছুই এই জাতীয় উদ্যানে রয়েছে । তবে এমন একটা জায়গায় এই জাতীয় উদ্যান অবস্থিত যে সব জায়গায় ট্রেকিং করে যাওয়াটা সম্ভব নয় কোন নেটওয়ার্ক থাকে না ফকে কাজ করাটা খুব চাপের।
Conclusion:উত্তরবঙ্গের বন্যপ্রাণী বিভাগের মুখ্য বনপাল উজ্জ্বল ঘোষ জানান, ১৮৮ বর্গ কিলোমিটার এই জাতীয় উদ্যান রাজ্যের শুধু না দেশের একটা গভীর ঘন জঙ্গল।এই জাতীয় উদ্যানের প্রচুর প্রানী ও উদ্ভিদের সহবস্থান আছে।আমরা বনবিভাগ থেকে এই জঙ্গলে জীব বৈচিত্রের একটা সংরক্ষনের জন্য ও কি কি আছে তার একটা সার্ভে আছে।আমাদের সমীক্ষায় আমরা দেখেছি অনেক প্রানী ও উদ্ভিদের সন্ধ্যান পাওয়া গেছে যা আগে পাওয়া যায় নি।যেমন ব্যাঙ,মাছি,পিঁপড়ের নতুন প্রজাতির সন্ধ্যান পাওয়া গেছে।তাদের বিচার বিশ্লেষণ করছেন। বনকর্মিরাও বিষয়টি নিয়ে নতুন দিক খুলে গেছে। আমাদের সার্ভেতে বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিশেষজ্ঞরা এসেছিলেন নেওড়াভ্যালীতে তারা বিরল প্রজাতির জবা পেয়েছেন।ওয়াইল্ড জবা যে জবা ফুলে গন্ধ আছে। এছাড়া ২০১৫ সাল থেকে আমাদের যে সমস্ত ক্যামেরা লাগানো আছে। নেওড়ায় পাতা ফাঁদ ক্যামেরায় সাত রকমের বেড়াল
প্রজাতির বন্যপ্রাণী পাওয়া গেছে।যেমন রয়্যাল বেঙ্গল টাইগার,লেপার্ড,লেপার্ড ক্যাট,জঙ্গল ক্যাট,মার্বেল ক্যাট,ক্লাউডেড লেপার্ড ও গোল্ডেন ক্যাট পাওয়া গেছে । সম্ভবত অরুনাচলের নামদাফা জাতীয় উদ্যানের পর একমাত্র নেওড়া ভ্যালীতেই এই সাত রকমের বেড়াল প্রজাতির বন্যপ্রাণী রেকর্ড করা গেছে বলে উজ্জ্বল ঘোষ জানান। উজ্জ্বল ঘোষ জানান, নেওড়ায় ১৫ টি প্রজাতির মাছি,৫ রকমের ব্যাঙ এর মধ্যে ৩ টির প্রজাতি নাম জানা যায় নি।এছাড়া নানান রকমের অর্কিড, মথ রয়েছে।

দেশের ফরেস্ট পলিসিতে জীববৈচিত্র সংরক্ষনে নেওড়াভ্যালী জাতীয় উদ্যান নতুন বার্তা দেবে বলে মনে করেন উত্তরবঙ্গের মুখ্য বনপাল উজ্জ্বল ঘোষ
Last Updated : Oct 28, 2019, 3:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.