জলপাইগুড়ি, 17 অক্টোবর: আবারও বিতর্কে জড়াল ইন্ডিয়ান মেডিক্যাল আসোসিয়েশন (IMA)। সমাজপাড়ার কালীপুজো বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল আইএমএ কর্তৃপক্ষের বিরুদ্ধে । 75 বছর ধরেই ব্রাক্ষ্ম সমাজের মাঠেই কালীপুজো হয়ে আসছে বলে জানান স্থানীয়রা ।
দুর্গাপুজো করা নিয়ে এর আগে আপত্তি করেছিল আইএমএ । আলোচনার মাধ্যমে পুজোর অনুমতি দিলেও এবার ফের কালীপুজো করতে দেওয়া হবে না বলে কমিটির ব্যানার খুলতে পুলিশ পাঠালো আইএমএ কর্তৃপক্ষ বলে অভিযোগ । সরাসরি এই অভিযোগের তীর জলপাইগুড়ির চোখের চিকিৎসক সুশান্ত রায়ের বিরুদ্ধে ।
সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল এলাকায় । পুজো কমিটির দাবি, 75 বছর থেকে শ্যামা পুজো হয়ে আসছে সমাজ পাড়ার, সেটা ব্রাহ্ম সমাজের মাঠেই । বর্তমানে সেই মাঠের মালিকানা আইএমএ দাবি করে মাঠ ঘেরাও এর সিদ্ধান্ত নিয়েছিল দুর্গা পুজোর আগে । স্থানীয়দের সঙ্গে আলোচনা করে আইএমএ (Indian Medical Association) আশ্বাস দিয়েছিল সমাজ পাড়ার মাঠে দুর্গাপুজো, কালীপুজো-সহ বিভিন্ন অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হবে । কিন্তু পরবর্তীতে আর লিখিত দেওয়া হয়নি বলে অভিযোগ । এখন কালীপুজোর প্রস্তুতি চলছিল আর পুলিশ এসে মাঠ থেকে ব্যানার খুলে দিতে বলেছে বলে দাবি করেছে পুজো কমিটি (IMA accused of stalling Samajpara Kali Puja in 75 year) ।
স্থানীয় বাসিন্দা কৃষ্ণা ঘোষ বলেন, "আমাদের জন্মের আগে থেকে এই মাঠে পুজো হয় । হঠাৎ করে পুজো আইএমএ পুজো বন্ধ করতে চাইছে ৷ এটা হতে দিতে পারা যায় না । এটা আমাদের 75 বছরের পুজো । আইএমএ আগে প্রাচীর দেওয়ার আগে বলেছিল আমাদের লিখিত দেবে ৷ আমরা পুজো, সাংস্কৃতিক অনুষ্ঠান-সহ বাচ্চারা খেলোধুলো সব করতে পারবে এই মাঠে। কিন্তু এখন আর সেই লিখিত চিঠি দিচ্ছে না ।"
অন্যদিকে, আইএমএ সম্পাদক সুশান্ত রায় বলেন, "ইন্ডিয়ান মেডিক্যাল আসোসিয়েশনের মিটিং ছাড়া পুজোর অনুমতি দেওয়া যায় না । আমি তাঁদের আগেই বলেছি ।"
আরও পড়ুন: দুর্গাপুজোর মাঠে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের প্রাচীর দেওয়াতে বাঁধা স্থানীয়দের
স্থানীয় কাউন্সিলর সন্দীপ মাহাতো বলেন, "আইএমএ কর্তৃপক্ষ আগে যে কথা দিয়েছিল তারা সে কথার খেলাপ করছে । খোলা মাঠে আগে সব অনুষ্ঠান পুজো, খেলা সবই হত । দুর্গাপুজোর আগে তারা প্রাচীর দিল । আমাদের বলেছিল সারাবছর যা অনুষ্ঠান আগে হতো, সব অনুমতি তারা দেবে । কিন্তু তারাই তাদের কথার খেলাপ করছে । আমরা এর প্রতিবাদ জানাই । পুলিশ এসে পুজোর ব্যানার খুলতে বলেছে । আশা করি আলোচনার মাধ্যমে সমস্যা মিটে যাবে ।"