ETV Bharat / state

Tree Planting: গাছ লাগানোর এগ্রিমেন্টে সই করলে পাওয়া যাবে বিল্ডিং প্ল্যানের অনুমতি - Tree Planting

এবার থেকে ফ্ল্যাটবাড়ি করতে হলে লাগাতে হবে গাছ, তবেই মিলবে বিল্ডিং পাশের অনুমতি পত্র ৷ এমনটাই জানালেন জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় (Agreement for Planting Trees) ৷

Tree Planting
ফ্ল্যাটবাড়ি করতে হলে গাছ লাগানোর এগ্রিমেন্ট করবে পুরসভা
author img

By

Published : Jul 16, 2022, 9:20 PM IST

জলপাইগুড়ি, 16 জুলাই: সবুজায়নের পরেই কংক্রিটের সভ্যতাকে মান্যতা পুরসভার । নগরায়নের ফলে গাছ কাটা হচ্ছে । ইতিমধ্যেই তীব্র দাবদাহে নাজেহাল জলপাইগুড়ি (Agreement for Planting Trees)। গাছ কেটে তৈরি হচ্ছে ফ্ল্যাট বাড়ি । এবার থেকে ফ্ল্যাটবাড়ি করতে হলে গাছ লাগানোর এগ্রিমেন্ট ছাড়া বিল্ডিং প্ল্যান পাশ হবে না । এমনই বললেন পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় ৷ গত কয়েকদিন থেকে জলপাইগুড়িতে তিব্র দাবদাহে বিপাকে শহরবাসী । তাই গাছ লাগানোর বার্তা পুরসভার ।

এদিন সৈকত চট্টোপাধ্যায় বলেন, "আমাদের সবুজের শহরে দিনের পর দিন সবুজ ধ্বংস হচ্ছে । তাই গাছ আমাদের লাগাতেই হবে । সেই কারণে আমরা এখন থেকে বিল্ডিং প্ল্যান পাশ করার আগে এগ্রিমেন্ট করব গাছ লাগানোর । ফ্ল্যাট করতে হলে একটা করে গাছ লাগিয়ে বড় করার দায়িত্ব নিতে হবে । অন্যদিক হাই রাইজ বিল্ডিংয়ের ক্ষেত্রে অন্তত 5টি গাছ লাগাতে হবে ৷ সেই গাছকে বড় করতে হবে ।"

আরও পড়ুন : বৃক্ষরোপণ ও জল সঞ্চয়ের বার্তা নিয়ে সাইকেলে হাজার কিমি পাড়ি ঝাড়গ্রামের যুবকের

ফ্ল্যাটবাড়ি করতে হলে গাছ লাগানোর এগ্রিমেন্ট করবে পুরসভা

তিনি আরও বলেন, "শহরে চারতলা বিল্ডিং করতে হলে তাদের 5টি গাছ লাগাতেই হবে । এর ওপরে বিল্ডিং হলে আরও বেশি গাছ লাগাতে হবে । ফ্ল্যাট বাড়ির চারপাশে সবুজায়ন করার এগ্রিমেন্ট থাকবে পুরসভার সঙ্গে । তা না-হলে বিল্ডিংয়ের প্ল্যান আমরা পাশ করব না । শহরকে আমাদের বাঁচাতেই হবে । রেসিডেন্সিয়াল বিল্ডিং ও কর্মাশিয়াল বিল্ডিংয়ের ক্ষেত্রে বেশি করে গাছ লাগাতে হবে ৷

জলপাইগুড়ি পুরসভার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জলপাইগুড়ি বনবিভাগের ডিএফও (Divisional forest officer) বিকাশ বিজয় । তিনি জানান, বিল্ডিং পাশের ক্ষেত্রে পুরসভা গাছ লাগানোর যে সিদ্ধান্ত নিয়েছে খুবই ভালো উদ্যোগ ।

জলপাইগুড়ি, 16 জুলাই: সবুজায়নের পরেই কংক্রিটের সভ্যতাকে মান্যতা পুরসভার । নগরায়নের ফলে গাছ কাটা হচ্ছে । ইতিমধ্যেই তীব্র দাবদাহে নাজেহাল জলপাইগুড়ি (Agreement for Planting Trees)। গাছ কেটে তৈরি হচ্ছে ফ্ল্যাট বাড়ি । এবার থেকে ফ্ল্যাটবাড়ি করতে হলে গাছ লাগানোর এগ্রিমেন্ট ছাড়া বিল্ডিং প্ল্যান পাশ হবে না । এমনই বললেন পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় ৷ গত কয়েকদিন থেকে জলপাইগুড়িতে তিব্র দাবদাহে বিপাকে শহরবাসী । তাই গাছ লাগানোর বার্তা পুরসভার ।

এদিন সৈকত চট্টোপাধ্যায় বলেন, "আমাদের সবুজের শহরে দিনের পর দিন সবুজ ধ্বংস হচ্ছে । তাই গাছ আমাদের লাগাতেই হবে । সেই কারণে আমরা এখন থেকে বিল্ডিং প্ল্যান পাশ করার আগে এগ্রিমেন্ট করব গাছ লাগানোর । ফ্ল্যাট করতে হলে একটা করে গাছ লাগিয়ে বড় করার দায়িত্ব নিতে হবে । অন্যদিক হাই রাইজ বিল্ডিংয়ের ক্ষেত্রে অন্তত 5টি গাছ লাগাতে হবে ৷ সেই গাছকে বড় করতে হবে ।"

আরও পড়ুন : বৃক্ষরোপণ ও জল সঞ্চয়ের বার্তা নিয়ে সাইকেলে হাজার কিমি পাড়ি ঝাড়গ্রামের যুবকের

ফ্ল্যাটবাড়ি করতে হলে গাছ লাগানোর এগ্রিমেন্ট করবে পুরসভা

তিনি আরও বলেন, "শহরে চারতলা বিল্ডিং করতে হলে তাদের 5টি গাছ লাগাতেই হবে । এর ওপরে বিল্ডিং হলে আরও বেশি গাছ লাগাতে হবে । ফ্ল্যাট বাড়ির চারপাশে সবুজায়ন করার এগ্রিমেন্ট থাকবে পুরসভার সঙ্গে । তা না-হলে বিল্ডিংয়ের প্ল্যান আমরা পাশ করব না । শহরকে আমাদের বাঁচাতেই হবে । রেসিডেন্সিয়াল বিল্ডিং ও কর্মাশিয়াল বিল্ডিংয়ের ক্ষেত্রে বেশি করে গাছ লাগাতে হবে ৷

জলপাইগুড়ি পুরসভার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জলপাইগুড়ি বনবিভাগের ডিএফও (Divisional forest officer) বিকাশ বিজয় । তিনি জানান, বিল্ডিং পাশের ক্ষেত্রে পুরসভা গাছ লাগানোর যে সিদ্ধান্ত নিয়েছে খুবই ভালো উদ্যোগ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.