ETV Bharat / state

স্বামীকে খুনই করা হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রীকে বললেন মৃত বিধায়কের স্ত্রী

author img

By

Published : Jul 13, 2020, 6:30 PM IST

আজই দেহ উদ্ধার হয় BJP বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের । এরপরই তাঁর বাড়ি গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেন দেবশ্রী চৌধুরি ৷

Debashree Chowdhury at died MLA Debendranath roy house
BJP বিধায়কের স্ত্রী

রায়গঞ্জ, 13 জুলাই: প্রয়াত BJP বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের বাড়ি গিয়ে তাঁর পরিবারের সঙ্গে দেখা করলেন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরি ৷ পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি ৷ দেবেন্দ্রনাথ রায়ের স্ত্রী চাঁদিমা রায় দাবি করেন, "আমার স্বামী আত্মহত্যা করতে পারে না । যারা ডেকে নিয়ে গিয়েছিল তারাই ওকে খুন করেছে ৷ "

আজই BJP বিধায়কের ঝুলন্ত দেহ উদ্ধার হয় রায়গঞ্জের হেমতাবাদে ৷ বাড়ি থেকে কিছুটা দূরে একটি দোকানের বারান্দায় বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের (65) দেহ উদ্ধার হয় ৷ তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ । ঘটনায় CBI তদন্তের দাবি জানিয়েছে BJP । একইসঙ্গে আগামীকাল জেলায় 12 ঘণ্টা বনধের ডাক দেওয়া হয়েছে ।

প্রয়াত BJP বিধায়কের বাড়িতে দেবশ্রী চৌধুরি ৷

পরিবারের সদস্যদের বক্তব্য, বিধায়ক দেবেন্দ্রনাথ রায়কে গতকাল গভীর রাতে কয়েকজন ডেকে নিয়ে যায় । এরপর আজ ভোরে হেমতাবাদ থানার বালিয়ামোড় এলাকায় একটি দোকানের বারান্দায় তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা ।

সোমবার সকালে দেবশ্রী চৌধুরি বিধায়কের বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন দেবেন্দ্রনাথ রায়ের স্ত্রী চাঁদিমা রায় ৷ তাঁর কথায়, আত্মহত্যা নয়, বিধায়ককে খুন করা হয়েছে ৷

তিনি বলেন, "আমার স্বামীর পায়ে কাদা ছিল না ৷ এত দূর হেঁটে গিয়ে আত্মহত্যা করলে পায়ে কাদা থাকার কথা । তা ছাড়া পায়ে সমস্যা থাকায় বেশি দূর হাঁটাচলা করতেও পারত না । যারা রাতে ডেকে নিয়ে গেছে তারাই খুন করেছে ।"

রায়গঞ্জ, 13 জুলাই: প্রয়াত BJP বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের বাড়ি গিয়ে তাঁর পরিবারের সঙ্গে দেখা করলেন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরি ৷ পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি ৷ দেবেন্দ্রনাথ রায়ের স্ত্রী চাঁদিমা রায় দাবি করেন, "আমার স্বামী আত্মহত্যা করতে পারে না । যারা ডেকে নিয়ে গিয়েছিল তারাই ওকে খুন করেছে ৷ "

আজই BJP বিধায়কের ঝুলন্ত দেহ উদ্ধার হয় রায়গঞ্জের হেমতাবাদে ৷ বাড়ি থেকে কিছুটা দূরে একটি দোকানের বারান্দায় বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের (65) দেহ উদ্ধার হয় ৷ তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ । ঘটনায় CBI তদন্তের দাবি জানিয়েছে BJP । একইসঙ্গে আগামীকাল জেলায় 12 ঘণ্টা বনধের ডাক দেওয়া হয়েছে ।

প্রয়াত BJP বিধায়কের বাড়িতে দেবশ্রী চৌধুরি ৷

পরিবারের সদস্যদের বক্তব্য, বিধায়ক দেবেন্দ্রনাথ রায়কে গতকাল গভীর রাতে কয়েকজন ডেকে নিয়ে যায় । এরপর আজ ভোরে হেমতাবাদ থানার বালিয়ামোড় এলাকায় একটি দোকানের বারান্দায় তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা ।

সোমবার সকালে দেবশ্রী চৌধুরি বিধায়কের বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন দেবেন্দ্রনাথ রায়ের স্ত্রী চাঁদিমা রায় ৷ তাঁর কথায়, আত্মহত্যা নয়, বিধায়ককে খুন করা হয়েছে ৷

তিনি বলেন, "আমার স্বামীর পায়ে কাদা ছিল না ৷ এত দূর হেঁটে গিয়ে আত্মহত্যা করলে পায়ে কাদা থাকার কথা । তা ছাড়া পায়ে সমস্যা থাকায় বেশি দূর হাঁটাচলা করতেও পারত না । যারা রাতে ডেকে নিয়ে গেছে তারাই খুন করেছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.