ETV Bharat / state

দাম বাড়াতে হবে, তাই কলপ করাতে সেলুনে পাঁঠা ! - change color

মানুষকে তো সাদা চুল কালো করতে দেখেছেন । কিন্তু কোনও পশুকে দেখেছেন ? তার ওপর সেই পশু যদি হয় আস্ত একটি পাঁঠা !

কলপ করানো হচ্ছে পাঁঠাকে
author img

By

Published : May 11, 2019, 10:22 PM IST

জলপাইগুড়ি, 11 মে : এটা বিয়ের বাজার নয়, মাছ-মাংসের বাজার। এই বাজারে ফর্সা নয়, কালো রঙের কদর ও দর বেশি। তাই গায়ের ধবধবে সাদা রঙ কালো করতে যেতে হচ্ছে সেলুনে। না, কোনও দ্বিপদ অর্থাৎ মানুষের কথা বলা হচ্ছে না। বলা হচ্ছে বিশেষ এক চতুষ্পদের কথা, যাকে আমরা পাঁঠা নামে চিনি । সেলুনে পাঁঠার সেই কলপ করার দৃশ্য ধরা পড়েছে ETV ভারতের ক্যামেরায় ৷

দেখুন ভিডিয়ো

রাজগঞ্জ ব্লকের আমবাড়ি এলাকার একটি সেলুন ৷ হঠাৎ দেখা গেল দু'জন ব্যক্তি ব্যাগে করে একটি পাঁঠা নিয়ে এল সেখানে। তারপর সেলুনের নাপিত অনেক যত্ন করে সেই পাঁঠার সাদা লোম কলপ করে দিলেন।

কেন কলপ ?

আসলে স্থানীয় বাজারে কালো পাঁঠার দাম বেশি । কিন্তু সেই পাঁঠারই বয়স বেড়ে গেলে গায়ের লোম সাদা হতে শুরু করে । তখন সেই পাঁঠার বাজারদর কমে যায় । আর তাই এই চাতুরির আশ্রয় । খোঁজ নিয়ে জানা গেল অনেক ব্যবসায়ী নাকি বুড়ো সাদা পাঁঠাকে কচি হিসেবে বিক্রি করতে তার গায়ের সাদা লোম কলপে কালো করে । তারপর সেই পাঁঠা বাজারে চড়া দামে বিক্রি করে । অতএব পাঠকরা এবার সতর্ক হন । ছুটির দিনের দুপুরে কচি পাঁঠার মাংস ভেবে যা মুখে তুলছেন তা আদৌ কচি তো ?

জলপাইগুড়ি, 11 মে : এটা বিয়ের বাজার নয়, মাছ-মাংসের বাজার। এই বাজারে ফর্সা নয়, কালো রঙের কদর ও দর বেশি। তাই গায়ের ধবধবে সাদা রঙ কালো করতে যেতে হচ্ছে সেলুনে। না, কোনও দ্বিপদ অর্থাৎ মানুষের কথা বলা হচ্ছে না। বলা হচ্ছে বিশেষ এক চতুষ্পদের কথা, যাকে আমরা পাঁঠা নামে চিনি । সেলুনে পাঁঠার সেই কলপ করার দৃশ্য ধরা পড়েছে ETV ভারতের ক্যামেরায় ৷

দেখুন ভিডিয়ো

রাজগঞ্জ ব্লকের আমবাড়ি এলাকার একটি সেলুন ৷ হঠাৎ দেখা গেল দু'জন ব্যক্তি ব্যাগে করে একটি পাঁঠা নিয়ে এল সেখানে। তারপর সেলুনের নাপিত অনেক যত্ন করে সেই পাঁঠার সাদা লোম কলপ করে দিলেন।

কেন কলপ ?

আসলে স্থানীয় বাজারে কালো পাঁঠার দাম বেশি । কিন্তু সেই পাঁঠারই বয়স বেড়ে গেলে গায়ের লোম সাদা হতে শুরু করে । তখন সেই পাঁঠার বাজারদর কমে যায় । আর তাই এই চাতুরির আশ্রয় । খোঁজ নিয়ে জানা গেল অনেক ব্যবসায়ী নাকি বুড়ো সাদা পাঁঠাকে কচি হিসেবে বিক্রি করতে তার গায়ের সাদা লোম কলপে কালো করে । তারপর সেই পাঁঠা বাজারে চড়া দামে বিক্রি করে । অতএব পাঠকরা এবার সতর্ক হন । ছুটির দিনের দুপুরে কচি পাঁঠার মাংস ভেবে যা মুখে তুলছেন তা আদৌ কচি তো ?

Intro:জলপাইগুড়িঃঃ চুল দাড়ি সাদা হলে কালো কলপ করা হয়।কিন্তু পাঠার চুল সাদা হলে কলপ করার কথা কখনো শুনেছেন।হ্যাঁ এমনটাই হচ্ছে। সাদা পাঠার লোম কলপ করে কালো করা হচ্ছে। সাদা পাঠা হলে দাম কম। তাই শুধুমাত্র বিক্রির জন্যই সাদা পাঠাকে কালো রঙের কলপ করে চড়া দামে বিক্রি করা হচ্ছে।এমনটাই অভিযোগ।

অনেকে মনোস্কামনা পুর্ন হলে কালো পাঠা ছেড়ে দেন অথবা কেউ বলি দিয়ে থাকেন।তার জন্য কালো পাঠাই বিক্রি হয় চড়া দামে।কিন্তু কালো পাঠা তেমন পাওয়া না গেল সাদা পাঠাকেই কালো কলপ করে বিক্রি করা হচ্ছে।এমনটাই ক্যামেরায় ধরা পড়ল। গ্রামেগঞ্জের হাট বাজারে অনেকেই কালো পাঠা খুঁজে বেড়ান কালি পুজোতে বা অন্য পুজোতে মানদ এর জন্য বলি দেওয়ার জন্য।কিন্তু সেই কালো পাঠা কি আদৌ কাল থাকে তার জানার উপায় থাকে না অনেকেরই।কিন্তু আজ কালো পাঠা বিক্রির এক অভিনব উপায় চোখে পড়ল আমাদের ক্যামেরায়।

দেখা গেল বাজারে বিক্রি করতে নিয়ে যাওয়ার জন্য কালো পাঠার মাথায় সাদা লোম কালো নেই।তাই সেলুনে এসে সাদার উপরে কালো রং করা হল।এরপর বাজারে নিয়ে গিয়ে কালো পাঁঠা বলে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে, এই দৃশ্য চোখে পরল রাজগঞ্জ ব্লকের আমবাড়ি এক সেলুনে।আর এই দৃশ্য দেখে হতবাক অনেকেই।কারন সেলুনে এসে পাঠার সাদা লোম কলপ করা হচ্ছে এটা কেউ স্বপ্নেও ভাবেনি। কলপ শুকিয়ে গেলে বাজারে অনেকেই কালো পাঠা বলে কিনে নেবে কিন্তু সে পাঠা যে আদৌ কাল নয় তা জানার উপায় তার নেই।



Body:WB_JAL_11MAY_PATHA_MAKE_UP_ABHIJIT_7203427Conclusion:WB_JAL_11MAY_PATHA_MAKE_UP_ABHIJIT_7203427

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.