জলপাইগুড়ি, 29 জুন: এক নাগাড়ে বৃষ্টিতে কার্যত বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে জলপাইগুড়ি সদর ব্লকের গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমবাড়ি এলাকায় । গড়ালবাড়ির গ্রাম পঞ্চায়েতের প্রায় একাধিক বাড়িতে জল ঢুকে গিয়েছে ৷ জলের তলায় চলে গিয়েছে এলাকার চারটি মুরগি ফার্ম (Four Poultry Farms Under Water in Torrential Rains in Jalpaiguri)৷ মরে গিয়েছে প্রায় 10 হাজার মুরগি ৷ শুধু তাই নয়, ঘরে মজুত করে রাখা শস্যও ডুবে গিয়েছে জলে ৷
খবর পেয়ে বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেন জলপাইগুড়ি জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি তথা পূর্ত কর্মাধ্যক্ষ নূরজাহান বেগম ৷ এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্যের আশ্বাস দেন তিনি । এদিন তাঁর সঙ্গে ছিলেন গড়ালবাড়ি এলাকার পঞ্চায়েত উপপ্রধান শাহজাহান আলম ।
আরও পড়ুন : রাতভর বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে ঢুকছে নদীর জল, জলমগ্ন জলপাইগুড়ি
পূর্ত কর্মাধ্যক্ষ নূরজাহান বেগম জানান, পঞ্চায়েতের মাধ্যমে জেলা পরিষদে আবেদন করলে ক্ষতিগ্রস্থদের সরকারি সাহায্য প্রদান করা হবে ৷ গড়ালবাড়ির মুরগি ফার্মের মালিক সুশান্ত অধিকারি জানান, বৃষ্টির পাশাপাশি নদীর জল ঢুকে সর্বনাশ হয়ে গেল ৷ প্রায় দেড় হাজার মুরগি মারা গিয়েছে । কয়েক লক্ষ টাকা ক্ষতি হয়ে গেল । কোম্পানি থেকে মুরগি কিনে ফার্ম করেছিলাম । হঠাৎ জল ঢুকে কয়েক হাজার মুরগি মারা গেল । এখন কী করব বুঝে উঠতে পারছি না । সরকার সাহায্য করলে ভালো হয় ।
আরও পড়ুন : বানভাসিদের উদ্ধারে হাত লাগালেন পৌরসভার ভাইস চেয়ারম্যান