জলপাইগুড়ি, 9 অক্টোবর : কোরোনায় আক্রান্ত অবসরপ্রাপ্ত শিক্ষক । বাড়িতেই আইসোলেশনে ছিলেন । শাসকষ্ট দেখা দেওয়ায় কোরোনা হাসপাতালে গিয়ে ভরতি হতে চাইছিলেন । কিন্তু পাচ্ছিলেন না অ্যাম্বুলেন্স বা কোনও গাড়ি । এই খবর শুনে এগিয়ে আসেন তাঁর একসময়ের ছাত্র নিত্যানন্দ বর্মণ ।
জলপাইগুড়ি নেতাজি বিদ্যাপীঠের অবসরপ্রাপ্ত ওই শিক্ষক 4 অক্টোবর কোরোনায় আক্রান্ত হন । এরপর চিকিৎসকের পরামর্শমতো হোম আইসোলেশনেই ছিলেন তিনি । কিন্তু দু'দিন থেকে তাঁর কাশি বেড়েই চলেছিল । এবং শ্বাসকষ্ট হচ্ছিল । এই পরিস্থিতিতে কোরোনা হাসপাতালে যেতে চাইছিলেন তিনি । কিন্তু অ্যাম্বুলেন্স পাচ্ছিলেন না । আজ সকাল থেকে অ্যাম্বুলেন্স, গাড়ি বা টোটো কিছু না পেয়ে পাড়ার লোকের মাধ্যমে যোগাযোগ করেন তাঁর ছাত্র তথা স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন জলপাইগুড়ির সহ সভাপতি নিত্যানন্দ বর্মণের সঙ্গে ।
নিত্যানন্দ বর্মণ বিভিন্ন জায়গায় অ্যাম্বুলেন্স বা ছোটো গাড়ি বা টোটোর জন্য যোগাযোগ করেন । কিন্তু কোথাও কোন গাড়ি না পেয়ে রেইনকোট পরেই তাঁকে বাইকে করে নিয়ে আসেন জলপাইগুড়ি বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনে কোরোনা হাসপাতালে । ছাত্রের এমন সাহায্য পেয়ে আপ্লুত অবসরপ্রাপ্ত শিক্ষক ।