শিলিগুড়ি, 9 সেপ্টেম্বর : উত্তরবঙ্গে খেলাধুলোর উন্নয়নে স্পোর্টস বোর্ড গঠন করে চেয়ারম্যান পদে শ্যাম থাপাকে বসিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বোর্ড চেয়ারম্যান হিসেবে কাজকর্ম করতে না পেরে পদ ছাড়তে চাইলেন প্রাক্তন এই ফুটবলার ৷
রবিবার সন্ধ্যায় শিলিগুড়িতে এসে উত্তরবঙ্গ স্পোর্টস বোর্ডের চেয়ারম্যান শ্যাম থাপা বলেন, "উত্তরবঙ্গে ফুটবল অ্যাকাডেমি করতে চাইছি । কিন্তু পারছি না । কাজই যদি করতে না পারি পদে থেকে লাভ কী?" কারও নাম উল্লেখ না করে তিনি বলেন, "নানা স্তরে সহযোগিতার অভাব । তাই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সাইয়ের ছেড়ে যাওয়া ঘরগুলো ব্যবহার করে রেসিডেন্সিয়াল ফুটবল অ্যাকাডেমি গড়ার চেষ্টাও সফল হয়নি ।" নিজের ক্ষোভ সম্পর্কে এবার ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লাকেও জানাতে চান তিনি ।
রবিবার ইন্দিরা গান্ধি স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে 23তম 16 দলীয় দিনরাতের ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন শ্যাম থাপা । সেখানেই উত্তরবঙ্গের খেলাধুলো নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে নিজের হতাশার কথা জানান তিনি ।