ETV Bharat / state

রাজ্যে প্রথম অর্কিড ফেস্টিভ্যাল জলপাইগুড়িতে, হাজির মন্ত্রী থেকে উৎসাহী চাষিরা - Orchid Festival oraganised in Jalpaiguri

Orchid Festival in Jalpaiguri: রাজ্যে প্রথম দু'দিনব্যাপী অর্কিড ফেস্টিভ্যালের আয়োজন করা হল জলপাইগুড়িতে ৷ হাজির মন্ত্রী অরূপ রায় থেকে চাষিরা ৷ অর্কিড সম্পর্কে দেওয়া হচ্ছে পাঠ ৷

Orchid Festival
অর্কিড ফেস্টিভ্যাল
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 14, 2023, 7:19 PM IST

রাজ্যে প্রথম অর্কিড ফেস্টিভ্যাল জলপাইগুড়িতে

জলপাইগুড়ি, 14 ডিসেম্বর: রাজ্যে এই প্রথম ৷ অর্কিড গার্ডেনের পর অর্কিড ফেস্টিভ্যালের আয়োজন করা হল জলপাইগুড়িতে। ফেস্টিভ্যালের শুরু হয়েছে বুধবার থেকে, শেষ হবে আজ ৷ অর্কিড চাষিদের উৎসাহ দিতে এবং অর্কিড সম্পর্কে আরও জানানোর জন্যই এই উদ্যোগ রাজ্য সরকারের । অর্কিড চাষ করে বিকল্প কর্মসংস্থান হতে পারে মনে করছেন আয়োজকরা ৷ গতকাল এই অর্কিড ফেস্টিভ্যালের সূচনা করেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এবং হর্টিকালচার দফতরের মন্ত্রী অরূপ রায় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দফতরের অতিরিক্ত মুখ্য সচিব সুব্রত গুপ্ত,উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবব্রত বসু,সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন-সহ অন্যান্যরা ।

রাজ্যের হর্টিকালচার দফতরের উদ্যোগে পুজোর আগে জলপাইগুড়ি মোহিতনগর ফার্মে পর্যটকদের জন্য অর্কিড গার্ডেন খুলে দেওয়া হয়েছিল । থাইল্যান্ড থেকে সাতরকম প্রজাতির অর্কিড এনে জলপাইগুড়িতে গড়ে তোলা হয় এই অর্কিড গার্ডেন । রাজ্য সরকার বেসরকারি বিনিয়োগকারীর সঙ্গে যৌথভাবে এই উদ্যোগ নিয়েছে । এরপরে ফেস্টিভ্যালের আয়োজন করা হল ৷

জলপাইগুড়িতে দু'দিনব্যাপী এই অর্কিড ফেস্টিভ্যালে নানান প্রজাতির সেইসব অর্কিড দেখতে যেমন পারবেন, তেমনই কিনতে পারবেন পর্যটকরা । উত্তরের চাষিদের আর্থিকভাবে সাবলম্বী করা এবং অর্কিড চাষে উৎসাহিত করাই এই ফেস্টিভ্যালের লক্ষ্য । দার্জিলিং, কালিম্পং-সহ বিভিন্ন জায়গা থেকে পাহাড়ের অর্কিড চাষিরা জলপাইগুড়িতে এসেছেন এই ফেস্টিভ্যালে অংশ নিতে । কালিম্পংয়ের অর্কিড চাষি কল্পনা রাই ও রুত লেপচা বলেন, "এই প্রথম অর্কিড ফেস্টিভ্যালে আমরা অংশ নিলাম । খুব ভালো লাগছে আমাদের ৷ অর্কিডের মার্কেটিং হলে আমরা বিভিন্ন জায়গায় অর্কিড বিক্রি যেমন করতে পারব, তাতে করে আমরা রোজগারও হবে ।"

Orchid Festival in Jalpaiguri
রাজ্যে প্রথম অর্কিড ফেস্টিভ্যাল জলপাইগুড়িতে

উত্তরপূর্ব ভারতে অর্কিডের চাহিদা খুব বেশি । এছাড়াও বর্তমানে ডেকোরেশনের কাজে অর্কিডের চাহিদা রয়েছে । অর্কিডের চাহিদা অনুযায়ী যোগান দিতে চাইছে রাজ্য ৷ রাজ্যের হর্টিকালচার দফতরের অতিরিক্ত মুখ্য সচিব সুব্রত গুপ্তের কথায়, "উত্তরপূর্ব ভারতে অর্কিডের অনেক চাহিদা রয়েছে । আমরা মোহিতনগরে ফার্মে অর্কিড গার্ডেন পার্ক করেছি । আমরা এই প্রথমবার অর্কিড ফেস্টিভ্যাল করছি ৷ চাষিদেরকে অর্কিড চাষে উৎসাহিত করা হচ্ছে ।"

Orchid Festival in Jalpaiguri
ফেস্টিভ্যালে নানান প্রজাতির অর্কিড রয়েছে

রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও হর্টিকালচার দফতরের মন্ত্রী অরূপ রায় জানান, জলপাইগুড়িতে হর্টিকালচার দফতর থেকে বেসরকারি সংস্থাকে সঙ্গে নিয়ে অর্কিড পার্ক গড়ে তোলা হয়েছে । রাজ্যে এই প্রথম অর্কিড ফেস্টিভ্যাল করা হচ্ছে । তার পাশাপাশি চাষিদের প্রশিক্ষণ দিয়ে উৎসাহিত করা হবে অর্কিড চাষে । এখান থেকে অর্কিড সহায়ক মূল্যে বিক্রি করা হবে ।

Orchid Festival in Jalpaiguri
থাইল্যান্ড থেকে অর্কিড গাছগুলি আনা হয়েছে

বেসরকারি লগ্নিকারি উৎপল বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, "রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব সুব্রত গুপ্তের উদ্যোগেই ট্রপিকাল অর্কিড গার্ডেন করা হয়েছে । কয়েকমাসের মধ্যেই আমরা সেটিকে একটি রূপ দিতে পেরেছি । উত্তরপূর্ব ভারতের অর্কিডের চাহিদা অনেক ৷ সেই চাহিদা পূরন করাই আমাদের মূল লক্ষ্য । আমরা এখানে যেমন অর্কিড বিক্রি করব তেমনই চাষিদের অর্কিড চাষে উৎসাহিত করব । এই প্রথম রাজ্যে অর্কিড ফেস্টিভ্যাল করতে পেরে খুব ভালো লাগছে । এই বছরে আমরা থাইল্যান্ড থেকে অর্কিড গাছ এনেছি ।"

Orchid Festival in Jalpaiguri
জলপাইগুড়ি মোহিতনগর ফার্মে রয়েছে অর্কিড গার্ডেন

আরও পড়ুন:

  1. পুজোর আগেই রাজ্যে উদ্বোধন অর্কিড গার্ডেনের, উচ্ছ্বসিত পর্যটকরা
  2. হর্টিকালচার দফতরের উদ্যোগে জলপাইগুড়িতে অর্কিড চাষ, তৈরি হবে গার্ডেন ও ক্যাফেটেরিয়া
  3. বাড়ির ছাদেই নার্সারি, রং-বেরঙের অর্কিড

রাজ্যে প্রথম অর্কিড ফেস্টিভ্যাল জলপাইগুড়িতে

জলপাইগুড়ি, 14 ডিসেম্বর: রাজ্যে এই প্রথম ৷ অর্কিড গার্ডেনের পর অর্কিড ফেস্টিভ্যালের আয়োজন করা হল জলপাইগুড়িতে। ফেস্টিভ্যালের শুরু হয়েছে বুধবার থেকে, শেষ হবে আজ ৷ অর্কিড চাষিদের উৎসাহ দিতে এবং অর্কিড সম্পর্কে আরও জানানোর জন্যই এই উদ্যোগ রাজ্য সরকারের । অর্কিড চাষ করে বিকল্প কর্মসংস্থান হতে পারে মনে করছেন আয়োজকরা ৷ গতকাল এই অর্কিড ফেস্টিভ্যালের সূচনা করেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এবং হর্টিকালচার দফতরের মন্ত্রী অরূপ রায় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দফতরের অতিরিক্ত মুখ্য সচিব সুব্রত গুপ্ত,উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবব্রত বসু,সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন-সহ অন্যান্যরা ।

রাজ্যের হর্টিকালচার দফতরের উদ্যোগে পুজোর আগে জলপাইগুড়ি মোহিতনগর ফার্মে পর্যটকদের জন্য অর্কিড গার্ডেন খুলে দেওয়া হয়েছিল । থাইল্যান্ড থেকে সাতরকম প্রজাতির অর্কিড এনে জলপাইগুড়িতে গড়ে তোলা হয় এই অর্কিড গার্ডেন । রাজ্য সরকার বেসরকারি বিনিয়োগকারীর সঙ্গে যৌথভাবে এই উদ্যোগ নিয়েছে । এরপরে ফেস্টিভ্যালের আয়োজন করা হল ৷

জলপাইগুড়িতে দু'দিনব্যাপী এই অর্কিড ফেস্টিভ্যালে নানান প্রজাতির সেইসব অর্কিড দেখতে যেমন পারবেন, তেমনই কিনতে পারবেন পর্যটকরা । উত্তরের চাষিদের আর্থিকভাবে সাবলম্বী করা এবং অর্কিড চাষে উৎসাহিত করাই এই ফেস্টিভ্যালের লক্ষ্য । দার্জিলিং, কালিম্পং-সহ বিভিন্ন জায়গা থেকে পাহাড়ের অর্কিড চাষিরা জলপাইগুড়িতে এসেছেন এই ফেস্টিভ্যালে অংশ নিতে । কালিম্পংয়ের অর্কিড চাষি কল্পনা রাই ও রুত লেপচা বলেন, "এই প্রথম অর্কিড ফেস্টিভ্যালে আমরা অংশ নিলাম । খুব ভালো লাগছে আমাদের ৷ অর্কিডের মার্কেটিং হলে আমরা বিভিন্ন জায়গায় অর্কিড বিক্রি যেমন করতে পারব, তাতে করে আমরা রোজগারও হবে ।"

Orchid Festival in Jalpaiguri
রাজ্যে প্রথম অর্কিড ফেস্টিভ্যাল জলপাইগুড়িতে

উত্তরপূর্ব ভারতে অর্কিডের চাহিদা খুব বেশি । এছাড়াও বর্তমানে ডেকোরেশনের কাজে অর্কিডের চাহিদা রয়েছে । অর্কিডের চাহিদা অনুযায়ী যোগান দিতে চাইছে রাজ্য ৷ রাজ্যের হর্টিকালচার দফতরের অতিরিক্ত মুখ্য সচিব সুব্রত গুপ্তের কথায়, "উত্তরপূর্ব ভারতে অর্কিডের অনেক চাহিদা রয়েছে । আমরা মোহিতনগরে ফার্মে অর্কিড গার্ডেন পার্ক করেছি । আমরা এই প্রথমবার অর্কিড ফেস্টিভ্যাল করছি ৷ চাষিদেরকে অর্কিড চাষে উৎসাহিত করা হচ্ছে ।"

Orchid Festival in Jalpaiguri
ফেস্টিভ্যালে নানান প্রজাতির অর্কিড রয়েছে

রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও হর্টিকালচার দফতরের মন্ত্রী অরূপ রায় জানান, জলপাইগুড়িতে হর্টিকালচার দফতর থেকে বেসরকারি সংস্থাকে সঙ্গে নিয়ে অর্কিড পার্ক গড়ে তোলা হয়েছে । রাজ্যে এই প্রথম অর্কিড ফেস্টিভ্যাল করা হচ্ছে । তার পাশাপাশি চাষিদের প্রশিক্ষণ দিয়ে উৎসাহিত করা হবে অর্কিড চাষে । এখান থেকে অর্কিড সহায়ক মূল্যে বিক্রি করা হবে ।

Orchid Festival in Jalpaiguri
থাইল্যান্ড থেকে অর্কিড গাছগুলি আনা হয়েছে

বেসরকারি লগ্নিকারি উৎপল বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, "রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব সুব্রত গুপ্তের উদ্যোগেই ট্রপিকাল অর্কিড গার্ডেন করা হয়েছে । কয়েকমাসের মধ্যেই আমরা সেটিকে একটি রূপ দিতে পেরেছি । উত্তরপূর্ব ভারতের অর্কিডের চাহিদা অনেক ৷ সেই চাহিদা পূরন করাই আমাদের মূল লক্ষ্য । আমরা এখানে যেমন অর্কিড বিক্রি করব তেমনই চাষিদের অর্কিড চাষে উৎসাহিত করব । এই প্রথম রাজ্যে অর্কিড ফেস্টিভ্যাল করতে পেরে খুব ভালো লাগছে । এই বছরে আমরা থাইল্যান্ড থেকে অর্কিড গাছ এনেছি ।"

Orchid Festival in Jalpaiguri
জলপাইগুড়ি মোহিতনগর ফার্মে রয়েছে অর্কিড গার্ডেন

আরও পড়ুন:

  1. পুজোর আগেই রাজ্যে উদ্বোধন অর্কিড গার্ডেনের, উচ্ছ্বসিত পর্যটকরা
  2. হর্টিকালচার দফতরের উদ্যোগে জলপাইগুড়িতে অর্কিড চাষ, তৈরি হবে গার্ডেন ও ক্যাফেটেরিয়া
  3. বাড়ির ছাদেই নার্সারি, রং-বেরঙের অর্কিড
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.