ETV Bharat / state

ধুপগুড়িতে বাজারে আগুন, পুড়ে ছাই 7টি দোকান - ধুপগুড়ি

ধুুুুপগুড়িতে আগুনে পুড়ে গেল বাজারের সাতটি দোকান । দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে ।

ঘটনাস্থানের ছবি
author img

By

Published : Jun 19, 2019, 6:44 AM IST

Updated : Jun 19, 2019, 12:07 PM IST

ধুপগুড়ি, 19 জুন : আগুনে পুড়ে গেল বাজারের সাতটি দোকান । দুর্ঘটনাটি ধুপগুড়ির জলঢাকা সেতু সংলগ্ন জলঢাকা বাজারের । ঘটনাস্থানে দমকলের দুটি ইঞ্জিন । চলছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা ।

আগুনে পুড়ল দোকান

আজ মধ্যরাতে বাজারের একটি দোকানে আগুন লাগে । মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় দমকলের 2 টি ইঞ্জিন । পৌঁছেছে পুলিশও । 5টি দোকান আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে ।

দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে ।

ধুপগুড়ি, 19 জুন : আগুনে পুড়ে গেল বাজারের সাতটি দোকান । দুর্ঘটনাটি ধুপগুড়ির জলঢাকা সেতু সংলগ্ন জলঢাকা বাজারের । ঘটনাস্থানে দমকলের দুটি ইঞ্জিন । চলছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা ।

আগুনে পুড়ল দোকান

আজ মধ্যরাতে বাজারের একটি দোকানে আগুন লাগে । মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় দমকলের 2 টি ইঞ্জিন । পৌঁছেছে পুলিশও । 5টি দোকান আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে ।

দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে ।

Intro:Body:মাঝ রাতে ধুপগুড়ি জলঢাকা সেতু সংলগ্ন জলঢাকা বাজারে আগুন।আগুনে ভস্মীভূত পাঁচটি দোকান, আংশিক ক্ষতিগ্রস্ত আরো কয়েকটি।ঘটনাস্থলে ধুপগুড়ি থানার পুলিশ এবং দমকলের দুইটি ইঞ্জিন।আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে প্রায় এক ঘন্টা থেকে।জানা যায় এদিন রাত ২ টা নাগাদ আচমকাই জলঢাকা বাজারের একটি দোকানে আগুন জ্বলতে দেখা যায়।মুহুর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী দোকান গুলিতে।স্থানীয়রা দেখতে পেয়ে তড়িঘড়ি খবর দেন ধুপগুড়ি থানায় এবং দমকল কেন্দ্রে।খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের দুইটি ইঞ্জিন।পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী।প্রায় একঘন্টা থেকে দমকল কর্মীরা চেষ্টা চালালেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এখনো পর্যন্ত। আনন্দ পাল, দুলাল পাল, রাজেশ সরকার,ক্ষিতিশ সরকার,টুবাই সরকার নামে পাঁচ দোকান মালিকে দোকান এদিন ভস্মীভূত হয়ে যায়।





Conclusion:
Last Updated : Jun 19, 2019, 12:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.