ETV Bharat / state

Paddy Purchased: ধান কেনার লক্ষ্যমাত্রা বাড়ানো হলেও রেজিস্ট্রেশনের জন্য ক্যাম্পে আসছেন না কৃষকরা - Jalpaiguri District Administration

জেলা প্রশাসনের তরফে ধান কেনার লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে জলপাইগুড়িতে ৷ কিন্তু রেজিস্ট্রেশনের জন্য ক্যাম্পে আসছেন না কৃষকরা ৷

Etv Bharat
ধান
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 9, 2023, 7:10 PM IST

জলপাইগুড়ি, 9 নভেম্বর: জেলার কৃষকদের কাছ থেকে ধান কেনার লক্ষ্যমাত্রা বাড়াল জলপাইগুড়ি জেলা প্রশাসন । ধান কেনার লক্ষ্যমাত্রা বাড়ানো হলেও রেজিস্ট্রেশনের জন্য ক্যাম্পে আসছেন না কৃষকরা । জেলায় কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের জন্য এবার ক্যাম্পের সংখ্যা বাড়ানো হচ্ছে । গত বছর 65 হাজার কৃষকদের কাছ থেকে ধান কেনা হলেও এবার এখনও পর্যন্ত মাত্র 17 হাজার কৃষক রেজিস্ট্রেশন করেছে । আরও কৃষকরা যাতে রেজিস্ট্রেশন করতে ক্যাম্পে আসেন তার জন্য স্পেশাল ড্রাইভ নেওয়া হচ্ছে ।

ধান ক্রয় নিয়ে জেলার খাদ্য দফতর ও ধান মিল মালিকদের নিয়ে বৈঠক করলেন জেলাশাসক শামা পারভিন । এদিন জেলাশাসক শামা পারভিন জানান জেলায় বিভিন্ন এলাকায় ধান কেনার ক্যাম্প করার পাশাপাশি বিভিন্ন সোসাইটি, স্বনির্ভর গোষ্ঠীকে দিয়েই ধান কেনানো হবে । প্রত্যন্ত এলাকার জন্য মোবাইল ক্যাম্প করে ধান কেনার ব্যবস্থা করা হচ্ছে । না সেখানে ক্রয় করা হবে । এখনও ধান যেহেতু কৃষকরা ঘরে তোলেনি তাই ধান ক্রয় ঠিকমত হচ্ছে না । কৃষকদের কাছ থেকে রেজিস্ট্রেশন করা হবে । এখন পর্যন্ত 17 হাজার কৃষক ধান বিক্রির জন্য রেজিস্ট্রেশন করেছেন ৷ গত বছর 65 হাজার টার্গেট ছিল । এবার 75 হাজার টার্গেট নেওয়া হয়েছে । গত বছর 21টা সেন্ট্রাল পার্চেজিং সেন্টার ছিল । এবার দুটো বেড়েছে । মোবাইল ক্রয় সেন্টার করা হবে । গত বছর ধান ক্রয়ের সোসাইটি ছিল 44টি ৷ এবার তা বাড়িয়ে 55 করা হয়েছে ।

জেলা খাদ্য বিভাগের আধিকারিক দাওয়া ওয়াংগেল লামা বলেন,"আমরা জেলায় রেজিস্ট্রেশন করানোর জন্য উদ্যোগী হয়েছি । ধান কেনার কাজ শুরু হলেও এখনও কৃষকরা ধান নিয়ে আসছে না । কারণ এখনও ধান কৃষকরা ঘরে তোলেনি ।আমরা চেষ্টা করছি যাতে কৃষকদের সংখ্যা বাড়ানো যায় । সমস্ত কৃষক যাতে ধান বিক্রি করে সহায়ক মূল্য পায় তা দেখা হচ্ছে । কোনওভাবেই এই ধান কেনাবেচার মাঝে ফরেরা বা দালালরা ঢুকতে না পারে সেটাও দেখা হচ্ছে । এবার দুই লক্ষ 21 হাজার মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে ।

জলপাইগুড়ি, 9 নভেম্বর: জেলার কৃষকদের কাছ থেকে ধান কেনার লক্ষ্যমাত্রা বাড়াল জলপাইগুড়ি জেলা প্রশাসন । ধান কেনার লক্ষ্যমাত্রা বাড়ানো হলেও রেজিস্ট্রেশনের জন্য ক্যাম্পে আসছেন না কৃষকরা । জেলায় কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের জন্য এবার ক্যাম্পের সংখ্যা বাড়ানো হচ্ছে । গত বছর 65 হাজার কৃষকদের কাছ থেকে ধান কেনা হলেও এবার এখনও পর্যন্ত মাত্র 17 হাজার কৃষক রেজিস্ট্রেশন করেছে । আরও কৃষকরা যাতে রেজিস্ট্রেশন করতে ক্যাম্পে আসেন তার জন্য স্পেশাল ড্রাইভ নেওয়া হচ্ছে ।

ধান ক্রয় নিয়ে জেলার খাদ্য দফতর ও ধান মিল মালিকদের নিয়ে বৈঠক করলেন জেলাশাসক শামা পারভিন । এদিন জেলাশাসক শামা পারভিন জানান জেলায় বিভিন্ন এলাকায় ধান কেনার ক্যাম্প করার পাশাপাশি বিভিন্ন সোসাইটি, স্বনির্ভর গোষ্ঠীকে দিয়েই ধান কেনানো হবে । প্রত্যন্ত এলাকার জন্য মোবাইল ক্যাম্প করে ধান কেনার ব্যবস্থা করা হচ্ছে । না সেখানে ক্রয় করা হবে । এখনও ধান যেহেতু কৃষকরা ঘরে তোলেনি তাই ধান ক্রয় ঠিকমত হচ্ছে না । কৃষকদের কাছ থেকে রেজিস্ট্রেশন করা হবে । এখন পর্যন্ত 17 হাজার কৃষক ধান বিক্রির জন্য রেজিস্ট্রেশন করেছেন ৷ গত বছর 65 হাজার টার্গেট ছিল । এবার 75 হাজার টার্গেট নেওয়া হয়েছে । গত বছর 21টা সেন্ট্রাল পার্চেজিং সেন্টার ছিল । এবার দুটো বেড়েছে । মোবাইল ক্রয় সেন্টার করা হবে । গত বছর ধান ক্রয়ের সোসাইটি ছিল 44টি ৷ এবার তা বাড়িয়ে 55 করা হয়েছে ।

জেলা খাদ্য বিভাগের আধিকারিক দাওয়া ওয়াংগেল লামা বলেন,"আমরা জেলায় রেজিস্ট্রেশন করানোর জন্য উদ্যোগী হয়েছি । ধান কেনার কাজ শুরু হলেও এখনও কৃষকরা ধান নিয়ে আসছে না । কারণ এখনও ধান কৃষকরা ঘরে তোলেনি ।আমরা চেষ্টা করছি যাতে কৃষকদের সংখ্যা বাড়ানো যায় । সমস্ত কৃষক যাতে ধান বিক্রি করে সহায়ক মূল্য পায় তা দেখা হচ্ছে । কোনওভাবেই এই ধান কেনাবেচার মাঝে ফরেরা বা দালালরা ঢুকতে না পারে সেটাও দেখা হচ্ছে । এবার দুই লক্ষ 21 হাজার মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে ।

আরও পড়ুন : ধান সংগ্রহে দুর্নীতি ঠেকাতে অভিনব পন্থা খাদ্য ও সরবরাহ দফতরের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.