ETV Bharat / state

ফের হয়রানির শিকার কোরোনায় আক্রান্তের পরিবার - হয়রানির শিকার কোরোনায় আক্রান্তের পরিবার

বিগত 4-5 দিন ধরে কাশি ও শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন ওই বৃদ্ধ । 3 অগাস্ট রাজগঞ্জ মগরাডাঙ্গী স্বাস্থ্য কেন্দ্রে যান তিনি । সে-সময়ে চিকিৎসক তাঁকে বাড়িতে থাকার পরামর্শ দেন । তখন কোরোনার পরীক্ষা করার কথা বলা হয়নি ।

COVID 19 Jalpaiguri
জলপাইগুড়িতে কোরোনার খবর
author img

By

Published : Aug 6, 2020, 10:38 PM IST

জলপাইগুড়ি, 6 অগাস্ট : কোরোনায় মৃত্যুর পর ফের হয়রানির শিকার মৃতের পরিবার । প্রায় 12 ঘণ্টা ধরে বাড়িতেই পড়ে রইল দেহ । অভিযোগ রয়েছে, হাসপাতালে গেলেও কোরোনা পরীক্ষা করা হয়নি । মারা যাওয়ার পর দেহ শ্মশানে নিয়ে যেতে গেলে বাঁধা দেয় স্থানীয়রা । দাহ করার আগে কোরোনা পরীক্ষা করার জন্য বলা হয় । এরপর কোরোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজ়িটিভ আসে । রাজগঞ্জ ব্লকের ভুটকির হাট এলাকার ঘটনা ।

বিগত 4-5 দিন ধরে কাশি ও শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন ওই বৃদ্ধ । 3 অগাস্ট রাজগঞ্জ মগরাডাঙ্গী স্বাস্থ্য কেন্দ্রে যান তিনি । সে-সময়ে চিকিৎসক তাঁকে বাড়িতে থাকার পরামর্শ দেন । তিনিও সেইমতো বাড়িতেই ছিলেন । গতরাতে তাঁর শ্বাসকষ্ট বাড়তে শুরু করে এবং রাতেই মৃত্যু হয় ।

12 ঘণ্টা বাড়িতেই পরে থাকল কোরোনা আক্রান্তের দেহ

স্থানীয় পঞ্চায়েত ও স্বাস্থ্যবিভাগের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা মৃতের পরিবারকে জানিয়ে দেন মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়ার জন্য । কিন্তু আজ দেহ নিয়ে স্থানীয় শ্মশানে যাওয়া হলে বাঁধা দেয় এলাকার বাসিন্দারা । কোরোনা পরীক্ষা না করিয়ে দাহ করা যাবে না বলে জানিয়ে দেয় শ্মশান সংলগ্ন গ্রামের বাসিন্দারা । এরপর গ্রামবাসীদের চাপে পরে দুপুরে মৃত বৃদ্ধের কোরোনা টেস্ট করা হলে তাঁর কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসে ।

পুলিশকর্মীরা এলাকায় যেতেই বিক্ষোভে ফেটে পরে গ্রামের বাসিন্দারা । পরে স্বাস্থ্যবিভাগের কর্মীরা এসে দেহ নিয়ে যায় । বৃদ্ধের ছেলে ও তাঁর স্ত্রীর কোরোনা পরীক্ষা করা হলে তাঁদের রিপোর্ট নেগেটিভ আসে বলে জানা গেছে । রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় জানিয়েছেন, মৃতদেহ সরকারিভাবে সাহুডাঙ্গী শ্মশানে পোড়ানো হবে ।

জলপাইগুড়ি, 6 অগাস্ট : কোরোনায় মৃত্যুর পর ফের হয়রানির শিকার মৃতের পরিবার । প্রায় 12 ঘণ্টা ধরে বাড়িতেই পড়ে রইল দেহ । অভিযোগ রয়েছে, হাসপাতালে গেলেও কোরোনা পরীক্ষা করা হয়নি । মারা যাওয়ার পর দেহ শ্মশানে নিয়ে যেতে গেলে বাঁধা দেয় স্থানীয়রা । দাহ করার আগে কোরোনা পরীক্ষা করার জন্য বলা হয় । এরপর কোরোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজ়িটিভ আসে । রাজগঞ্জ ব্লকের ভুটকির হাট এলাকার ঘটনা ।

বিগত 4-5 দিন ধরে কাশি ও শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন ওই বৃদ্ধ । 3 অগাস্ট রাজগঞ্জ মগরাডাঙ্গী স্বাস্থ্য কেন্দ্রে যান তিনি । সে-সময়ে চিকিৎসক তাঁকে বাড়িতে থাকার পরামর্শ দেন । তিনিও সেইমতো বাড়িতেই ছিলেন । গতরাতে তাঁর শ্বাসকষ্ট বাড়তে শুরু করে এবং রাতেই মৃত্যু হয় ।

12 ঘণ্টা বাড়িতেই পরে থাকল কোরোনা আক্রান্তের দেহ

স্থানীয় পঞ্চায়েত ও স্বাস্থ্যবিভাগের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা মৃতের পরিবারকে জানিয়ে দেন মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়ার জন্য । কিন্তু আজ দেহ নিয়ে স্থানীয় শ্মশানে যাওয়া হলে বাঁধা দেয় এলাকার বাসিন্দারা । কোরোনা পরীক্ষা না করিয়ে দাহ করা যাবে না বলে জানিয়ে দেয় শ্মশান সংলগ্ন গ্রামের বাসিন্দারা । এরপর গ্রামবাসীদের চাপে পরে দুপুরে মৃত বৃদ্ধের কোরোনা টেস্ট করা হলে তাঁর কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসে ।

পুলিশকর্মীরা এলাকায় যেতেই বিক্ষোভে ফেটে পরে গ্রামের বাসিন্দারা । পরে স্বাস্থ্যবিভাগের কর্মীরা এসে দেহ নিয়ে যায় । বৃদ্ধের ছেলে ও তাঁর স্ত্রীর কোরোনা পরীক্ষা করা হলে তাঁদের রিপোর্ট নেগেটিভ আসে বলে জানা গেছে । রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় জানিয়েছেন, মৃতদেহ সরকারিভাবে সাহুডাঙ্গী শ্মশানে পোড়ানো হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.