জলপাইগুড়ি, 30 অগাস্ট : খুশির খবর গোরুমারা জাতীয় উদ্যানে । গতকাল ভোরে মোতিরানি নামে কুনকি হাতি সন্তানের জন্ম দেয় । এই নিয়ে রাজ্যে পোষ্য হাতির সংখ্যা বেড়ে হল 111টি । এরপর থেকেই আনন্দের আবহ বনবিভাগে । তাদের তরফে জানানো হয়েছে , মা ও সন্তান দু'জনেই ভালো আছে ।
রাজ্যের প্রধান মুখ্য বনপাল বিনোদ কুমার যাদব বলেন, "গতকাল ভোর সাড়ে চারটে নাগাদ মোতিরানির সন্তানের জন্ম হয় । আমাদের গোরুমারা জাতীয় উদ্যানের হাতি কিরণরাজ ও মোতিরানির সন্তানের আগমনে আমরা খুশি । বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় শাবক হাতিটির নাম রাখবেন । বনদপ্তরের কাছে কুনকি হাতি ছিল 110টি । এখন সেই সংখ্যা বেড়ে হল 111 । এর আগেও গোরুমারায় কুনকি হাতি সূর্য ও আমনের সন্তানের জন্ম হয় । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম রেখেছিলেন বর্ষণ । "
গোরুমারা জাতীয় উদ্যানের মেদলা ক্যাম্পে মোতিরানি থাকলেও গর্ভবতী হওয়ার পর তাকে এলিফ্যান্ট ক্যাম্পে নিয়ে আসা হয় । বর্তমানে সেখানেই থাকবে মোতিরানি । জানিয়েছেন রাজ্যের প্রধান মুখ্য বনপাল বিনোদ কুমার যাদব ।