ETV Bharat / state

প্রতিবেশী দেশে ভূমিকম্প, কাঁপল উত্তরবঙ্গ-সহ কলকাতা - ভূমিকম্প

Earthquake in Bangladesh: বাংলাদেশে ভূমিকম্প ৷ উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। কম্পন অনুভূত হয়েছে কলকাতা, উত্তর 24 পরগনাতেও ৷ শনিবার সকাল 9টা 5 নাগাদ ভূমিকম্প অনুভূত হয় ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা 5.6 ৷

ফাইল ছবি
Earthquake in Bangladesh
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 2, 2023, 10:10 AM IST

Updated : Dec 2, 2023, 1:41 PM IST

জলপাইগুড়ি, 2 ডিসেম্বর: ফের ভূমিকম্প অনুভূত হল। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার সকাল 9.05 মিনিট নাগাদ এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা 5.6। ভূমিকম্পের উৎসস্থল ছিল প্রতিবেশী দেশ বাংলাদেশের কুমিল্লা থেকে 48 কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। তবে সেই উৎপত্তি স্থল বাংলাদেশ হলেও এপার বাংলার বিস্তীর্ণ অংশে মৃদু কম্পন অনুভূত হয়। উত্তরবঙ্গের পাশাপাশি কলকাতা, উত্তর 24 পরগনাও কেঁপে উঠেছে ৷

  • An earthquake with a magnitude of 5.6 on the Richter Scale hit Bangladesh, India at around 9:05 am today: National Center for Seismology pic.twitter.com/m58dBBIsED

    — ANI (@ANI) December 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আজ সকালের অনুভূত হওয়া ভূমিকম্পের গভীরতা ছিল 55 কিলোমিটার। দ্রাঘিমাংশ 10.90 ও অক্ষাংশ 90.57 বলে জানা গিয়েছে। ভূমিকম্পের ফলে তেমন কোনও ক্ষয়ক্ষতির খবর আসেনি। এদিন কম্পন অনুভূত হয়েছে টাকি, বসিরহাট, মধ্যমগ্রাম, বারাসত, দমদম, নিউটাউন, রাজারহাট এলাকাতে কম অনুভূত হয়েছে ৷ তবে আতঙ্কের পরিস্থিতি হয়নি। উত্তরবঙ্গে মাঝেমধ্যেই ভূমিকম্প অনুভূত হওয়ার ফলে স্বভাবতই আতঙ্ক ছড়ায়। ন্যাশনাল সেন্টার অফ সিসমোলজির তরফে জানা গিয়েছে, লাদাখেও ভূমিকম্প হয়েছে ৷ শনিবার সকাল সাড়ে আটটা নাগাদ কেঁপে উঠেছে কেন্দ্রশাসিত অঞ্চল ৷ কম্পনস্থলের উৎসের গভীরতা ছিল মাটি থেকে 10 কিলোমিটার নীচে ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা 3.4 ৷

সাম্প্রতিককালে ভূমিকম্পের সর্বাধিক এপিসেন্টার ছিল প্রতিবেশী দেশ নেপাল, ভুটান, বাংলাদেশ-সহ উত্তর-পূর্ব ভারতের একাংশ ৷ গত 2 অক্টোবর ভূমিকম্প অনুভূত হয়েছিল জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার-সহ রাজ্যের বিভিন্ন জেলায় ৷ সেদিনই সন্ধে 6.15 মিনিট 18 সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়েছিল। সে সময় রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা 5.3। সেবারের ওই ভূমিকম্পের উৎসস্থল ছিল মেঘালয়ের নর্থ গারো হিলস।

এদিন কলকাতার সঙ্গে হাওড়া ও হুগলিতেও মৃদু কম্পন হয়। এই নিয়ে চলতি বছরে 6 বার কলকাতায় ভূমিকম্প অনুভূত হল। 25 এপ্রিল, 5 মে, 17 সেপ্টেম্বর, 31 অক্টোবর, 26 নভেম্বর। বেশ কিছু দিন আগে শক্তিশালী ভূমিকম্প হয়েছিল নেপালে। তার জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সেই কম্পন অনুভূত হয় দিল্লি, পঞ্জাবেও।

আরও পড়ুন:

  1. দূরে থাক দূষণ, বার্তা দিচ্ছে ন্যাশনাল পলিউশন কন্ট্রোল ডে
  2. বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ! দুর্যোগ ঘনালেও বঙ্গে প্রভাব কম, শীত-প্রবেশে বাধা
  3. সিকিমে নিখোঁজ বীরভূমের একই পরিবারের শিশু ও মহিলা-সহ 8

জলপাইগুড়ি, 2 ডিসেম্বর: ফের ভূমিকম্প অনুভূত হল। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার সকাল 9.05 মিনিট নাগাদ এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা 5.6। ভূমিকম্পের উৎসস্থল ছিল প্রতিবেশী দেশ বাংলাদেশের কুমিল্লা থেকে 48 কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। তবে সেই উৎপত্তি স্থল বাংলাদেশ হলেও এপার বাংলার বিস্তীর্ণ অংশে মৃদু কম্পন অনুভূত হয়। উত্তরবঙ্গের পাশাপাশি কলকাতা, উত্তর 24 পরগনাও কেঁপে উঠেছে ৷

  • An earthquake with a magnitude of 5.6 on the Richter Scale hit Bangladesh, India at around 9:05 am today: National Center for Seismology pic.twitter.com/m58dBBIsED

    — ANI (@ANI) December 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আজ সকালের অনুভূত হওয়া ভূমিকম্পের গভীরতা ছিল 55 কিলোমিটার। দ্রাঘিমাংশ 10.90 ও অক্ষাংশ 90.57 বলে জানা গিয়েছে। ভূমিকম্পের ফলে তেমন কোনও ক্ষয়ক্ষতির খবর আসেনি। এদিন কম্পন অনুভূত হয়েছে টাকি, বসিরহাট, মধ্যমগ্রাম, বারাসত, দমদম, নিউটাউন, রাজারহাট এলাকাতে কম অনুভূত হয়েছে ৷ তবে আতঙ্কের পরিস্থিতি হয়নি। উত্তরবঙ্গে মাঝেমধ্যেই ভূমিকম্প অনুভূত হওয়ার ফলে স্বভাবতই আতঙ্ক ছড়ায়। ন্যাশনাল সেন্টার অফ সিসমোলজির তরফে জানা গিয়েছে, লাদাখেও ভূমিকম্প হয়েছে ৷ শনিবার সকাল সাড়ে আটটা নাগাদ কেঁপে উঠেছে কেন্দ্রশাসিত অঞ্চল ৷ কম্পনস্থলের উৎসের গভীরতা ছিল মাটি থেকে 10 কিলোমিটার নীচে ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা 3.4 ৷

সাম্প্রতিককালে ভূমিকম্পের সর্বাধিক এপিসেন্টার ছিল প্রতিবেশী দেশ নেপাল, ভুটান, বাংলাদেশ-সহ উত্তর-পূর্ব ভারতের একাংশ ৷ গত 2 অক্টোবর ভূমিকম্প অনুভূত হয়েছিল জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার-সহ রাজ্যের বিভিন্ন জেলায় ৷ সেদিনই সন্ধে 6.15 মিনিট 18 সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়েছিল। সে সময় রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা 5.3। সেবারের ওই ভূমিকম্পের উৎসস্থল ছিল মেঘালয়ের নর্থ গারো হিলস।

এদিন কলকাতার সঙ্গে হাওড়া ও হুগলিতেও মৃদু কম্পন হয়। এই নিয়ে চলতি বছরে 6 বার কলকাতায় ভূমিকম্প অনুভূত হল। 25 এপ্রিল, 5 মে, 17 সেপ্টেম্বর, 31 অক্টোবর, 26 নভেম্বর। বেশ কিছু দিন আগে শক্তিশালী ভূমিকম্প হয়েছিল নেপালে। তার জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সেই কম্পন অনুভূত হয় দিল্লি, পঞ্জাবেও।

আরও পড়ুন:

  1. দূরে থাক দূষণ, বার্তা দিচ্ছে ন্যাশনাল পলিউশন কন্ট্রোল ডে
  2. বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ! দুর্যোগ ঘনালেও বঙ্গে প্রভাব কম, শীত-প্রবেশে বাধা
  3. সিকিমে নিখোঁজ বীরভূমের একই পরিবারের শিশু ও মহিলা-সহ 8
Last Updated : Dec 2, 2023, 1:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.