জলপাইগুড়ি, 8 এপ্রিল : লিফট খারাপ, ঠিক নেই সব ভেন্টিলেটার । তাই আপাতত বাতিল হল COVID-19 এর জন্য নির্ধারিত নার্সিংহোম । কোরোনা রোগীদের জন্য রাজবাড়িপাড়ার নার্সিংহোমকে COVID-19 চিকিৎসাকেন্দ্র হিসেবে আপাতত নিচ্ছে না জলপাইগুড়ি জেলা প্রশাসন । নার্সিংহোম কর্তৃপক্ষকে আগের কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিলেন জলপাইগুড়ির জেলা শাসক অভিষেক তিওয়ারি । বদলে বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনকেই কোরোনা হাসপাতালে পরিণত করা হচ্ছে ।
জলপাইগুড়িতে কোরোনা হাসপাতাল তৈরি করার জন্য প্রথমে এই ক্রীড়াঙ্গনকেই বেছে নেওয়া হয়েছিল । কাজও শুরু হয়ে গেছিল। কিন্তু সমস্যা থাকায় পড়ে রাজবাড়িপাড়া এলাকার একটি নার্সিংহোমকে বেছে নেওয়া হয় । দু'সপ্তাহ আগে নার্সিংহোমটি খালি করে দেওয়া হয় । কিন্তু এতেও কিছু সমস্যা দেখা দেয় । প্রথমত, নার্সিংহোমের বড় লিফট খারাপ হয়ে পড়ে রয়েছে । যে লিফট আছে তাতে হবে না । ফলে, নার্সিংহোমের দোতলায় রোগী ওঠা নামা করাটা কষ্টের । পাশাপাশি নার্সিংহোমের ভেন্টিলেটারে সমস্যা রয়েছে । তাই আপাতত এই নার্সিংহোমকে আগের মতোই কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।
বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনই হতে চলেছে কোরোনা হাসপাতাল । জেলা শাসকের এই নির্দেশের পর ফের দু'টি ব্লকে কাজ শুরু হয়েছে । আপাতত কোরোনায় আক্রান্ত সন্দেহে আসা রোগীদের শিলিগুড়ির কাছে ফাটাপুকুর এলাকার লায়ন্স ক্লাবের একটি হাসপাতালে রাখা হচ্ছে ।
এদিকে সবজি বাজারটিকে বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনের ঢিল ছোঁড়া দূরত্বে করলা নদীর পাশে নিয়ে যাওয়া হয়েছে সম্প্রতি । ফলে ক্রীড়াঙ্গনকে COVID-19 হাসপাতাল করায় সবজি বাজারটি সেখানেই থাকবে কি না তা নিয়ে প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগকে খতিয়ে দেখার অনুরোধ করেছেন সাংসদ জয়ন্তকুমার রায় ।