ETV Bharat / state

Train Driver Saved Elephant Life: ট্রেন চালকের সতর্কতায় লাইন পেরোনোর সময় প্রাণে বাঁচল হাতি - Elephant

দূর থেকে লক্ষ্য করেছিলেন লাইনের পাশে দাঁড়িয়ে রয়েছে একটি হাতি ৷ সে লাইন পেরোনোর অপেক্ষায় ছিল ৷ তাই দেখে ট্রেনের গতি কমিয়ে দিয়ে হাতির লাইন পেরোনো পর্যন্ত অপেক্ষা করেন চালক ৷ গজরাজ লাইন পেরিয়ে যেতেই ফের চলতে শুরু করে ট্রেন ৷ এভাবেই একটি হাতির প্রাণ বাঁচালেন ট্রেন চালক ৷

Etv Bharat
লাইন পেরোচ্ছে হাতি
author img

By

Published : Aug 16, 2023, 9:53 PM IST

জলপাইগুড়ি, 16 অগস্ট: রেললাইনে হাতি । ব্রেক কষে তার প্রাণ বাঁচিয়ে বাহবা কুড়োলেন ট্রেন চালক । ট্রেনের ধাক্কায় পর পর হাতির মৃত্যুর ঘটনায় রেল দফতরের বিরুদ্ধে আঙুল উঠেছিল । তারপরই হোয়াটস অ্যাপের মাধ্যমের যোগাযোগ করে চলছিল বন দফতর ও রেল ৷ রেললাইনে হাতির উপস্থিতি টের পেতে নয়া প্রযুক্তিও আনা হয় ৷ এর মধ্যেই বুধবার রেললাইনে হাতি চলে আসায় ট্রেন দাঁড় করিয়ে বন্যপ্রাণীটিকে বাঁচালেন ট্রেন চালক । ট্রেন চালকের ভূমিকায় খুশি বন দফতর থেকে শুরু করে বন্যপ্রাণী প্রেমী সংগঠনগুলো ।

আলিপুরদুয়ার ডিভিশনাল রেলওয়ে বিভাগ থেকে জানানো হয় আজ 75741 আপ শিলিগুড়ি থেকে ধুবরিগামী প্যাসেঞ্জার ট্রেনের লোকো পাইলট জিতেন্দ্র কুমার ও ডি কুমার লক্ষ্য করেন রেলওয়ে ট্র‍্যাকের পাশেই একটি দাঁতাল হাতি দাঁড়িয়ে রয়েছে । হাতির করিডোর থাকায় ট্রেনটি ধীরেই চালানো হচ্ছিল । ফলে ট্রেনটিকে ব্রেক কষে দাঁড় করানো সম্ভব হয় । ধীরে ধীরে হাতিটি রেল লাইনের ওপরে উঠে আসে । সেই সময় এই প্যাসেঞ্জার ট্রেনের হর্ন বাজিয়ে ট্রেনের চালক হাতিকে রেললাইন থেকে সরিয়ে দিয়ে ফের ট্রেন চালান । বেশ কিছুক্ষণ হাতিটি লাইনে থাকার কারণে ট্রেনটিকে দাঁড় করানো হয় জঙ্গলের মাঝে ।

আরও পড়ুন : ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু ঠেকাতে রেলের নয়া প্রযুক্তি, বরাদ্দ 77 কোটি

জানা গিয়েছে, নাগরাকাটা ও চালসার মাঝে 70/9 কিলোমিটার রেলওয়ে ট্র‍্যাকের ওপর হাতিটি একপাশের জঙ্গল থেকে অন্যপাশের জঙ্গলে পারাপার করছিল । আলিপুরদুয়ার রেলওয়ে ডিভিশন সূত্রে জানানো হয়েছে, জঙ্গলের মাঝে প্রতিনিয়ত হাতি রেললাইনের ওপর দিয়ে পারাপার করে । ট্রেন চালকরা স্পিড লিমিট সঠিক রেখে বন্যপ্রাণীর দুর্ঘটনা রুখে দিয়ে প্রমাণ করলেন ওয়াইল্ডলাইফ ক্রসিং জোনে ট্রেনের গতিবেগ কম থাকলে এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে ।

গত 10 অগস্ট চাপড়ামারি অভয়ারণ্যে নাগরাকাটা ও চালসার মাঝে রেললাইনে জঙ্গলে মাঝে ট্রেনে কাটা পরে এক অন্তঃসত্ত্বা হাতি । ট্রেনের ধাক্কায় এতটাই আঘাত লেগেছিল যে তার পেট থেকে বেরিয়ে আসে গর্ভস্থ বাচ্চাটি । ডলোমাইট বোঝাই মালগাড়ির ধাক্কায় বেঘোরে প্রাণ হারায় মা ও তার বাচ্চা ৷ তারপরই রেলের গতির কারণেই হাতির মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে । এরই মাঝে একবার ট্রেনের গতি কমিয়ে হাতির প্রাণ বাঁচিয়ে রেল প্রমাণ করল হাতি চলাচল করার করিডোরগুলিতে একটু সতর্ক থেকে গাড়ির গতিবেগ কমালেই এই বন্যপ্রাণগুলি বাঁচানো সম্ভব ।

আরও পড়ুন : ট্রেনের ধাক্কায় গর্ভবতী হাতির মৃত্যু, পেট থেকে ছিটকে গেল শাবক

জলপাইগুড়ি, 16 অগস্ট: রেললাইনে হাতি । ব্রেক কষে তার প্রাণ বাঁচিয়ে বাহবা কুড়োলেন ট্রেন চালক । ট্রেনের ধাক্কায় পর পর হাতির মৃত্যুর ঘটনায় রেল দফতরের বিরুদ্ধে আঙুল উঠেছিল । তারপরই হোয়াটস অ্যাপের মাধ্যমের যোগাযোগ করে চলছিল বন দফতর ও রেল ৷ রেললাইনে হাতির উপস্থিতি টের পেতে নয়া প্রযুক্তিও আনা হয় ৷ এর মধ্যেই বুধবার রেললাইনে হাতি চলে আসায় ট্রেন দাঁড় করিয়ে বন্যপ্রাণীটিকে বাঁচালেন ট্রেন চালক । ট্রেন চালকের ভূমিকায় খুশি বন দফতর থেকে শুরু করে বন্যপ্রাণী প্রেমী সংগঠনগুলো ।

আলিপুরদুয়ার ডিভিশনাল রেলওয়ে বিভাগ থেকে জানানো হয় আজ 75741 আপ শিলিগুড়ি থেকে ধুবরিগামী প্যাসেঞ্জার ট্রেনের লোকো পাইলট জিতেন্দ্র কুমার ও ডি কুমার লক্ষ্য করেন রেলওয়ে ট্র‍্যাকের পাশেই একটি দাঁতাল হাতি দাঁড়িয়ে রয়েছে । হাতির করিডোর থাকায় ট্রেনটি ধীরেই চালানো হচ্ছিল । ফলে ট্রেনটিকে ব্রেক কষে দাঁড় করানো সম্ভব হয় । ধীরে ধীরে হাতিটি রেল লাইনের ওপরে উঠে আসে । সেই সময় এই প্যাসেঞ্জার ট্রেনের হর্ন বাজিয়ে ট্রেনের চালক হাতিকে রেললাইন থেকে সরিয়ে দিয়ে ফের ট্রেন চালান । বেশ কিছুক্ষণ হাতিটি লাইনে থাকার কারণে ট্রেনটিকে দাঁড় করানো হয় জঙ্গলের মাঝে ।

আরও পড়ুন : ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু ঠেকাতে রেলের নয়া প্রযুক্তি, বরাদ্দ 77 কোটি

জানা গিয়েছে, নাগরাকাটা ও চালসার মাঝে 70/9 কিলোমিটার রেলওয়ে ট্র‍্যাকের ওপর হাতিটি একপাশের জঙ্গল থেকে অন্যপাশের জঙ্গলে পারাপার করছিল । আলিপুরদুয়ার রেলওয়ে ডিভিশন সূত্রে জানানো হয়েছে, জঙ্গলের মাঝে প্রতিনিয়ত হাতি রেললাইনের ওপর দিয়ে পারাপার করে । ট্রেন চালকরা স্পিড লিমিট সঠিক রেখে বন্যপ্রাণীর দুর্ঘটনা রুখে দিয়ে প্রমাণ করলেন ওয়াইল্ডলাইফ ক্রসিং জোনে ট্রেনের গতিবেগ কম থাকলে এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে ।

গত 10 অগস্ট চাপড়ামারি অভয়ারণ্যে নাগরাকাটা ও চালসার মাঝে রেললাইনে জঙ্গলে মাঝে ট্রেনে কাটা পরে এক অন্তঃসত্ত্বা হাতি । ট্রেনের ধাক্কায় এতটাই আঘাত লেগেছিল যে তার পেট থেকে বেরিয়ে আসে গর্ভস্থ বাচ্চাটি । ডলোমাইট বোঝাই মালগাড়ির ধাক্কায় বেঘোরে প্রাণ হারায় মা ও তার বাচ্চা ৷ তারপরই রেলের গতির কারণেই হাতির মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে । এরই মাঝে একবার ট্রেনের গতি কমিয়ে হাতির প্রাণ বাঁচিয়ে রেল প্রমাণ করল হাতি চলাচল করার করিডোরগুলিতে একটু সতর্ক থেকে গাড়ির গতিবেগ কমালেই এই বন্যপ্রাণগুলি বাঁচানো সম্ভব ।

আরও পড়ুন : ট্রেনের ধাক্কায় গর্ভবতী হাতির মৃত্যু, পেট থেকে ছিটকে গেল শাবক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.