ETV Bharat / state

District Administration instruction: হিমঘর কর্তৃপক্ষকে 20 জন করে সিকিউরিটি গার্ড বহালের নির্দেশ জেলা প্রশাসনের

আলু তোলার মরশুম হয়েছে ৷ হিম ঘরের মালিকদের যাতে কােনও সমস্যা না হয় তার জন্য হিমঘর কর্তৃপক্ষকে 20 জন করে সিকিউরিটি গার্ড রাখার পরামর্শল দিল জেলা প্রাশাসন (cold storage owners instructed to deploy 20 securities guards) ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 18, 2023, 5:06 PM IST

জলপাইগুড়ি, 18 মার্চ: হিমঘরে সমস্যা এড়াতে হিমঘর কর্তৃপক্ষকে 20 জন করে সিকিউরিটি গার্ড রাখার নির্দেশ দিল জেলা প্রশাসন (district administration instructed cold storage owners) । কয়েকদিন আগেই আলুর বন্ড টোকেন দেওয়াকে কেন্দ্র করে জলপাইগুড়ি সদর ব্লকের হিমঘরে পদপৃষ্ঠ হওয়ার ঘটনা ঘটে । এমনকি পুলিশ ও কৃষকদের খণ্ডযুদ্ধ বাঁধে । এরপরেই হিমঘর কর্তৃপক্ষকে সিকিউরিটি গার্ড রাখার নির্দেশ দেওয়া হয় । শনিবার থেকে আলু হিমঘরে ঢোকানোর কাজ হচ্ছে । তাই জেলায় 23টি হিমঘরে পুলিশ মোতায়েন করা হয়েছে (District administration instruction)।

জেলায় হিমঘরের তুলনায় আলুর উৎপাদন বেশি হবার ফলে পর্যাপ্ত আলুর বন্ড না-পেয়ে বিপাকে পড়েছেন জলপাইগুড়ি আলুচাষীরা । কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের নির্দেশে সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করল হিমঘর কর্তৃপক্ষ । এতদিন হিমঘরে কোনও সমস্যা হলেই পুলিশকে কৃষকদের লাইন ঠিক করা থেকে শুরু করে আইনশৃঙ্খলার বিষয়ে পুলিশকেই দেখতে হচ্ছিল। হিমঘর কর্তৃপক্ষ কোনও দায়িত্ব নিচ্ছিল না । এবার থেকে জেলা প্রশাসন হিমঘরে 20 জন করে নিরাপত্তারক্ষী রেখে কাজ করা নির্দেশ দেওয়া হয়েছে। সেই মোতায়েক হিমঘর কর্তৃপক্ষ পদক্ষেপ নিয়েছে ।

জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো বলেন, জলপাইগুড়ি জেলায় যে সমস্ত এলাকায় হিমঘর রয়েছে সেখানে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। যাতে কীরকম সমস্যা না হয় আমরা কড়া হাতে তা নিয়ন্ত্রণ করব।

আরও পড়ুন: আবহাওয়ার খামখেয়ালিপনায় আলু চাষে ক্ষতি, ধসা রোগের আশংকায় চাষিরা

গতবছরের তুলনায় এই বছর আলুর ফলন ভালো হয়েছে । আর তাতেই সমস্যায় পরেছেন আলু চাষীরা । হিমঘরে আলু রাখার বন্ড না পেয়ে আলু তুলতে পারছেন না কৃষকরা । ফলে মাঠে পড়ে রয়েছে আলুর সারি সারি বস্তা ৷ উল্লেখ্য, একজন কৃষক একটি বন্ডে একশো প‍্যাকেট আলু রাখতে পারবেন হিমঘরে । তবে চলতি বছরে আলুর যা উৎপাদন হয়েছে তাতে একজনের 100 প্যাকেট আলু রেখে সমস্যার সমাধান হবে না ।

এই বিষয়েই সদর ব্লকের রাহুত বাগান এলাকার এক কৃষক তুলসি রায় বলেন, " আগে ভাগেই জমি থেকে আলু উঠাচ্ছি । উল্লেখ্য 17তারিখ থেকে হিমঘরে আলুর রাখা শুরু হবে । হিমঘরে আমার আলু মজুত রাখার দিন পড়েছে 20 তারিখ । আমি একশো প‍্যাকেটের বন্ড পেয়েছি । 4 বিঘা আলু চাষ করেছি । বিঘা প্রতি আলু করতে চাষ করতে খরচ হয়েছে 30 থেকে 31 হাজার টাকা । এখন মাঠে দুই বিঘা আলু বিক্রি হচ্ছে 50 হাজার টাকায় । এই পরিস্থিতিতে লাভের মুখ তো দূর অস্ত, ক্ষতির সম্মুখীন হতে হবে । তার উপর হিমঘরে আলু মজুত রাখতে পাচ্ছি না । বাড়িতে আলু মজুত রাখার কোনও পরিকাঠামো নেই । ফলে আলু বাড়িতে রাখলেও আলু নষ্ট হবেই ।"

জলপাইগুড়ি, 18 মার্চ: হিমঘরে সমস্যা এড়াতে হিমঘর কর্তৃপক্ষকে 20 জন করে সিকিউরিটি গার্ড রাখার নির্দেশ দিল জেলা প্রশাসন (district administration instructed cold storage owners) । কয়েকদিন আগেই আলুর বন্ড টোকেন দেওয়াকে কেন্দ্র করে জলপাইগুড়ি সদর ব্লকের হিমঘরে পদপৃষ্ঠ হওয়ার ঘটনা ঘটে । এমনকি পুলিশ ও কৃষকদের খণ্ডযুদ্ধ বাঁধে । এরপরেই হিমঘর কর্তৃপক্ষকে সিকিউরিটি গার্ড রাখার নির্দেশ দেওয়া হয় । শনিবার থেকে আলু হিমঘরে ঢোকানোর কাজ হচ্ছে । তাই জেলায় 23টি হিমঘরে পুলিশ মোতায়েন করা হয়েছে (District administration instruction)।

জেলায় হিমঘরের তুলনায় আলুর উৎপাদন বেশি হবার ফলে পর্যাপ্ত আলুর বন্ড না-পেয়ে বিপাকে পড়েছেন জলপাইগুড়ি আলুচাষীরা । কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের নির্দেশে সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করল হিমঘর কর্তৃপক্ষ । এতদিন হিমঘরে কোনও সমস্যা হলেই পুলিশকে কৃষকদের লাইন ঠিক করা থেকে শুরু করে আইনশৃঙ্খলার বিষয়ে পুলিশকেই দেখতে হচ্ছিল। হিমঘর কর্তৃপক্ষ কোনও দায়িত্ব নিচ্ছিল না । এবার থেকে জেলা প্রশাসন হিমঘরে 20 জন করে নিরাপত্তারক্ষী রেখে কাজ করা নির্দেশ দেওয়া হয়েছে। সেই মোতায়েক হিমঘর কর্তৃপক্ষ পদক্ষেপ নিয়েছে ।

জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো বলেন, জলপাইগুড়ি জেলায় যে সমস্ত এলাকায় হিমঘর রয়েছে সেখানে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। যাতে কীরকম সমস্যা না হয় আমরা কড়া হাতে তা নিয়ন্ত্রণ করব।

আরও পড়ুন: আবহাওয়ার খামখেয়ালিপনায় আলু চাষে ক্ষতি, ধসা রোগের আশংকায় চাষিরা

গতবছরের তুলনায় এই বছর আলুর ফলন ভালো হয়েছে । আর তাতেই সমস্যায় পরেছেন আলু চাষীরা । হিমঘরে আলু রাখার বন্ড না পেয়ে আলু তুলতে পারছেন না কৃষকরা । ফলে মাঠে পড়ে রয়েছে আলুর সারি সারি বস্তা ৷ উল্লেখ্য, একজন কৃষক একটি বন্ডে একশো প‍্যাকেট আলু রাখতে পারবেন হিমঘরে । তবে চলতি বছরে আলুর যা উৎপাদন হয়েছে তাতে একজনের 100 প্যাকেট আলু রেখে সমস্যার সমাধান হবে না ।

এই বিষয়েই সদর ব্লকের রাহুত বাগান এলাকার এক কৃষক তুলসি রায় বলেন, " আগে ভাগেই জমি থেকে আলু উঠাচ্ছি । উল্লেখ্য 17তারিখ থেকে হিমঘরে আলুর রাখা শুরু হবে । হিমঘরে আমার আলু মজুত রাখার দিন পড়েছে 20 তারিখ । আমি একশো প‍্যাকেটের বন্ড পেয়েছি । 4 বিঘা আলু চাষ করেছি । বিঘা প্রতি আলু করতে চাষ করতে খরচ হয়েছে 30 থেকে 31 হাজার টাকা । এখন মাঠে দুই বিঘা আলু বিক্রি হচ্ছে 50 হাজার টাকায় । এই পরিস্থিতিতে লাভের মুখ তো দূর অস্ত, ক্ষতির সম্মুখীন হতে হবে । তার উপর হিমঘরে আলু মজুত রাখতে পাচ্ছি না । বাড়িতে আলু মজুত রাখার কোনও পরিকাঠামো নেই । ফলে আলু বাড়িতে রাখলেও আলু নষ্ট হবেই ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.