ETV Bharat / state

দলীয় সাংসদের সঙ্গে বিতণ্ডা, সরিয়ে দেওয়া হল BJP মণ্ডল সভাপতিকে

সরিয়ে দেওয়া হল BJP-র শিলিগুড়ি 6 নম্বর মণ্ডল সভাপতি কাজল বিশ্বশর্মাকে ৷ সেই সঙ্গে ভেঙে দেওয়া হয়েছে মণ্ডল কমিটি ৷

জয়ন্ত রায়
author img

By

Published : Sep 7, 2019, 10:23 PM IST

শিলিগুড়ি, 7 সেপ্টেম্বর : সাংসদের সঙ্গে বিতণ্ডার জেরে সরিয়ে দেওয়া হল BJP-র শিলিগুড়ি 6 নম্বর মণ্ডল সভাপতি কাজল বিশ্বশর্মাকে ৷ সেই সঙ্গে ভেঙে দেওয়া হয়েছে মণ্ডল কমিটি ৷ গোটা ঘটনায় ক্ষুব্ধ BJP-র রাজ্য নেতৃত্ব । এই ঘটনায় জেলা নেতৃত্বের কাছে রিপোর্ট তলব করেছে দলের রাজ্য কমিটি ৷

গতকাল নিউ জলপাইগুড়ির একটি মন্দিরে যান জলপাইগুড়ির BJP সাংসদ জয়ন্ত রায় । সাংসদকে সামনে পেয়ে সেখানে কার্যত ছোটো মাপের সভা শুরু হয় । অনেকেই তাদের সমস্যা জানান সাংসকে । সাংসদও সবার সমস্যা শুনছিলেন ৷

সেই সময় শিলিগুড়ি 6 নম্বর মণ্ডল সভাপতি কাজল বিশ্বশর্মা সেখানে উপস্থিত হন ৷ তিনি পৌঁছে সাংসদের কাছে জানতে চান তিনি কেন তাঁর এলাকায় যাননি ৷ কেন তাঁকে অন্ধকারে রেখে সভা হচ্ছে, সেই প্রশ্নও করেন কাজল ৷ উপস্থিত কর্মীরা তখন কাজলকে থামাতে যান৷ এদিকে মণ্ডল সভাপতির আচরণে অপ্রস্তুত হয়ে সাংসদ জয়ন্ত রায় এলাকা ছেড়ে চলে যান ।

পরে গোটা বিষয়টি জানতে পেরে দলের রাজ্য নেতৃত্ব প্রচণ্ড ক্ষুব্ধ হয় ৷ পদ থেকে সরিয়ে দেওয়া হয় কাজলবাবুকে ৷ ভেঙে দেওয়া হয় মণ্ডল কমিটি ৷

শিলিগুড়ি, 7 সেপ্টেম্বর : সাংসদের সঙ্গে বিতণ্ডার জেরে সরিয়ে দেওয়া হল BJP-র শিলিগুড়ি 6 নম্বর মণ্ডল সভাপতি কাজল বিশ্বশর্মাকে ৷ সেই সঙ্গে ভেঙে দেওয়া হয়েছে মণ্ডল কমিটি ৷ গোটা ঘটনায় ক্ষুব্ধ BJP-র রাজ্য নেতৃত্ব । এই ঘটনায় জেলা নেতৃত্বের কাছে রিপোর্ট তলব করেছে দলের রাজ্য কমিটি ৷

গতকাল নিউ জলপাইগুড়ির একটি মন্দিরে যান জলপাইগুড়ির BJP সাংসদ জয়ন্ত রায় । সাংসদকে সামনে পেয়ে সেখানে কার্যত ছোটো মাপের সভা শুরু হয় । অনেকেই তাদের সমস্যা জানান সাংসকে । সাংসদও সবার সমস্যা শুনছিলেন ৷

সেই সময় শিলিগুড়ি 6 নম্বর মণ্ডল সভাপতি কাজল বিশ্বশর্মা সেখানে উপস্থিত হন ৷ তিনি পৌঁছে সাংসদের কাছে জানতে চান তিনি কেন তাঁর এলাকায় যাননি ৷ কেন তাঁকে অন্ধকারে রেখে সভা হচ্ছে, সেই প্রশ্নও করেন কাজল ৷ উপস্থিত কর্মীরা তখন কাজলকে থামাতে যান৷ এদিকে মণ্ডল সভাপতির আচরণে অপ্রস্তুত হয়ে সাংসদ জয়ন্ত রায় এলাকা ছেড়ে চলে যান ।

পরে গোটা বিষয়টি জানতে পেরে দলের রাজ্য নেতৃত্ব প্রচণ্ড ক্ষুব্ধ হয় ৷ পদ থেকে সরিয়ে দেওয়া হয় কাজলবাবুকে ৷ ভেঙে দেওয়া হয় মণ্ডল কমিটি ৷

Intro:exclusive
দলের অন্দরেই মতবিরোধ। মন্ডল সভাপতিকে না জানিয়ে এলাকায় সভা করতে এলেন সাংসদ। খবর পেয়ে দলবল নিয়ে ঘটনাস্থলে এসে কার্যত সাংসদের সভা ভুন্ডুল করলেন মন্ডল সভাপতি সবয়ং। ঘটনাটি ঘটেছে নিউ জলপাইগুড়িতে। এরপর সভাস্থল ছাড়েন বিজেপি সাংসদ জয়ন্ত রায়।Body:এদিন নিউ জলপাইগুড়ি এলাকায় একটি মন্দিরে যান বিজেপি সাংসদ জয়ন্ত রায়।সাংসদকে সামনে পেয়ে কার্যত ছোট সভা শুরু হয়। অনেকেই তাদের নানা সমস্যা জানান। সাংসদ সব খুটিয়ে শুনতে থাকেন। কিন্তু সভার তাল কাটে স্থানিয় মন্ডল সভাপতি কাজল বিশবশর্মার আগমনে। আচমকা তিনি এলাকায় পৌছে সাংসদকে কার্যত কৈফিয়ত তলব করে বলেন না জানিয়ে কেন এলাকায় এসেছেন তিনি? কেনই বা মন্ডল সভাপতি হিসেবে তাকে অন্ধকারে রেখে সভা হচ্ছে? এর জেরে কার্যত ভন্ডুল হয় সভা। মন্ডল সভাপতির আচরনে অপ্রস্তুত সাংসদ জয়িন্ত রায় এরপর এলাকা ছাড়েন।Conclusion:এ নিয়ে রাতে যোগাযোগ করা হলে সাংসদ জয়ন্ত রায় বলেন আমার নির্বাচনী কেন্দ্রে আমি যেতেই পারি। যা হয়েছে প্রকাশ্যেই হয়েছে। যা বলার দলকে বলব।
এ নিয়ে মন্ডল সভাপতি কাজলবাবু বলেন গন্ডগোল হয় নি। বিক্ষোভ দেখাই নি। আসলে আমরা জানিতাম না উনি এসেছেন। তাই সাংসদকে অনুরোধ করেছি আমাদের জানুয়ে এলাকায় এলে আরো বিড় আকারে সভা করা যেত।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.