শিলিগুড়ি, 7 সেপ্টেম্বর : সাংসদের সঙ্গে বিতণ্ডার জেরে সরিয়ে দেওয়া হল BJP-র শিলিগুড়ি 6 নম্বর মণ্ডল সভাপতি কাজল বিশ্বশর্মাকে ৷ সেই সঙ্গে ভেঙে দেওয়া হয়েছে মণ্ডল কমিটি ৷ গোটা ঘটনায় ক্ষুব্ধ BJP-র রাজ্য নেতৃত্ব । এই ঘটনায় জেলা নেতৃত্বের কাছে রিপোর্ট তলব করেছে দলের রাজ্য কমিটি ৷
গতকাল নিউ জলপাইগুড়ির একটি মন্দিরে যান জলপাইগুড়ির BJP সাংসদ জয়ন্ত রায় । সাংসদকে সামনে পেয়ে সেখানে কার্যত ছোটো মাপের সভা শুরু হয় । অনেকেই তাদের সমস্যা জানান সাংসকে । সাংসদও সবার সমস্যা শুনছিলেন ৷
সেই সময় শিলিগুড়ি 6 নম্বর মণ্ডল সভাপতি কাজল বিশ্বশর্মা সেখানে উপস্থিত হন ৷ তিনি পৌঁছে সাংসদের কাছে জানতে চান তিনি কেন তাঁর এলাকায় যাননি ৷ কেন তাঁকে অন্ধকারে রেখে সভা হচ্ছে, সেই প্রশ্নও করেন কাজল ৷ উপস্থিত কর্মীরা তখন কাজলকে থামাতে যান৷ এদিকে মণ্ডল সভাপতির আচরণে অপ্রস্তুত হয়ে সাংসদ জয়ন্ত রায় এলাকা ছেড়ে চলে যান ।
পরে গোটা বিষয়টি জানতে পেরে দলের রাজ্য নেতৃত্ব প্রচণ্ড ক্ষুব্ধ হয় ৷ পদ থেকে সরিয়ে দেওয়া হয় কাজলবাবুকে ৷ ভেঙে দেওয়া হয় মণ্ডল কমিটি ৷