ETV Bharat / state

Dilip Warns TMC: রাজ্যের মন্ত্রীদের গাছে বেঁধে রাখার হুঁশিয়ারি, তৃণমূলের ঘেরাও রাজনীতির বিরুদ্ধে পালটা সরব দিলীপ - উত্তরবঙ্গ

বিজেপির (BJP) বিরুদ্ধে ঘেরাও রাজনীতি শুরু করেছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ তার পালটা জবাব দিয়েছেন বিজেপির দিলীপ ঘোষ ৷ তিনি রাজ্যের মন্ত্রীদের গাছে বেঁধে রাখার হুঁশিয়ারি দিয়েছেন ৷

Dilip Warns TMC
Dilip Warns TMC
author img

By

Published : Feb 25, 2023, 5:56 PM IST

তৃণমূলের ঘেরাও রাজনীতির বিরুদ্ধে পালটা সরব দিলীপ ঘোষ

জলপাইগুড়ি, 25 ফেব্রুয়ারি: বিজেপির বিরুদ্ধে ঘেরাও রাজনীতি শুরু করেছে তৃণমূল কংগ্রেস ৷ তাই বিজেপির সাংসদ ও বিধায়কদের বাড়ি ঘেরাওয়ের নির্দেশও দেওয়া হয়েছে ঘাসফুল শিবিরের শীর্ষস্তর থেকে ৷ এই নিয়ে এবার তৃণমূলের বিরুদ্ধে পালটা তোপ দাগলেন বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh Warns TMC) ৷ বললেন, ‘‘যারা চোর, তারা চুরি চাপা দেওয়ার জন্য ছ্যাঁচড়া রাজনীতি করে । যদি বাধ্য করেন তাহলে রাস্তাতে পুলিশ ধরে আটকাব আর তৃণমূলের মন্ত্রীদের গাছে বেঁধে রেখে দেব ।’’

বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি এখন উত্তরবঙ্গে রয়েছেন (Dilip Ghosh in North Bengal) ৷ গত কয়েকদিন তিনি কোচবিহারের একাধিক জায়গায় দলের কর্মিসভায় অংশ নেন ৷ শনিবার তিনি দেখা করেন জলপাইগুড়ির বানারহাটে বিজেপির কর্মী-সমর্থকদের সঙ্গে দেখা করেন ৷ সেখানেই তিনি তৃণমূলের বাড়ি ঘেরাওয়ের রাজনীতির পালটা জবাব দেন ৷ তাঁর বক্তব্য, ‘‘তৃণমূল কংগ্রেসে বিজেপির মন্ত্রীদের বাড়ি ঘেরাও করছেন । এটা ছোটলোকের রাজনীতি ।’’

এদিন এই ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে পালটা হুঁশিয়ারিও দিয়েছেন দিলীপ ঘোষ ৷ তিনি বলেন, ‘‘আমাদেরও লোক রয়েছে ।প্রয়োজনে রাজ্যের মন্ত্রীদের বাড়ি ঘেরাও করতে পারি । আমরাও মন্ত্রীদের গাছে বেঁধে রাখতে পারি । কিন্তু আমরা এমনটা করব না ।’’ একই সঙ্গে তিনি জানান, পঞ্চায়েত ভোটের জন্য বিজেপি প্রস্তুত রয়েছে ৷

2021 সালের বিধানসভা নির্বাচনের পর থেকেই উত্তরবঙ্গকে আলাদা রাজ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি উঠেছে বহুবার ৷ বিজেপির একাধিক সাংসদ, বিধায়ক ও নেতাদের মুখে এই দাবি শোনা গিয়েছে ৷ তবে বিজেপির তরফে বারবার স্পষ্ট করা হয়েছে যে তারা বঙ্গভঙ্গের পক্ষে নয় ৷ সম্প্রতি দিলীপ ঘোষ নিজেই সেই কথা বলেছেন ৷ তার পরও পশ্চিমবঙ্গ বিধানসভায় বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব তৈরি হযেছে ৷ যা নিয়ে দিলীপের বক্তব্য, ‘‘এসব নাটক হচ্ছে উত্তরবঙ্গের মানুষকে দেশ বিরোধী করার চেষ্টা করা হচ্ছে । উত্তরবঙ্গের মানুষকে এর জবাব দেওয়া উচিত ।’’

এদিকে শুক্রবার রাতে দিলীপ বানারহাটের হলদিবাড়ি চা বাগানে রাত্রিযাপন করেন ৷ শনিবার বানারহাটে আসেন দলীয় কর্মীদের সঙ্গে দেখা করে তাঁদের সমস্যার কথা শোনার জন্য । এরপর সেখান থেকে নাগরাকাটা বিধানসভা ও ক্রান্তিতে যান দলীয় কর্মসূচিতে যোগ দিতে ।

আরও পড়ুন: চাকরির নামে যাঁরা টাকা নিয়েছেন, তাঁদের গাছে বাঁধার নিদান দিলীপের

তৃণমূলের ঘেরাও রাজনীতির বিরুদ্ধে পালটা সরব দিলীপ ঘোষ

জলপাইগুড়ি, 25 ফেব্রুয়ারি: বিজেপির বিরুদ্ধে ঘেরাও রাজনীতি শুরু করেছে তৃণমূল কংগ্রেস ৷ তাই বিজেপির সাংসদ ও বিধায়কদের বাড়ি ঘেরাওয়ের নির্দেশও দেওয়া হয়েছে ঘাসফুল শিবিরের শীর্ষস্তর থেকে ৷ এই নিয়ে এবার তৃণমূলের বিরুদ্ধে পালটা তোপ দাগলেন বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh Warns TMC) ৷ বললেন, ‘‘যারা চোর, তারা চুরি চাপা দেওয়ার জন্য ছ্যাঁচড়া রাজনীতি করে । যদি বাধ্য করেন তাহলে রাস্তাতে পুলিশ ধরে আটকাব আর তৃণমূলের মন্ত্রীদের গাছে বেঁধে রেখে দেব ।’’

বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি এখন উত্তরবঙ্গে রয়েছেন (Dilip Ghosh in North Bengal) ৷ গত কয়েকদিন তিনি কোচবিহারের একাধিক জায়গায় দলের কর্মিসভায় অংশ নেন ৷ শনিবার তিনি দেখা করেন জলপাইগুড়ির বানারহাটে বিজেপির কর্মী-সমর্থকদের সঙ্গে দেখা করেন ৷ সেখানেই তিনি তৃণমূলের বাড়ি ঘেরাওয়ের রাজনীতির পালটা জবাব দেন ৷ তাঁর বক্তব্য, ‘‘তৃণমূল কংগ্রেসে বিজেপির মন্ত্রীদের বাড়ি ঘেরাও করছেন । এটা ছোটলোকের রাজনীতি ।’’

এদিন এই ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে পালটা হুঁশিয়ারিও দিয়েছেন দিলীপ ঘোষ ৷ তিনি বলেন, ‘‘আমাদেরও লোক রয়েছে ।প্রয়োজনে রাজ্যের মন্ত্রীদের বাড়ি ঘেরাও করতে পারি । আমরাও মন্ত্রীদের গাছে বেঁধে রাখতে পারি । কিন্তু আমরা এমনটা করব না ।’’ একই সঙ্গে তিনি জানান, পঞ্চায়েত ভোটের জন্য বিজেপি প্রস্তুত রয়েছে ৷

2021 সালের বিধানসভা নির্বাচনের পর থেকেই উত্তরবঙ্গকে আলাদা রাজ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি উঠেছে বহুবার ৷ বিজেপির একাধিক সাংসদ, বিধায়ক ও নেতাদের মুখে এই দাবি শোনা গিয়েছে ৷ তবে বিজেপির তরফে বারবার স্পষ্ট করা হয়েছে যে তারা বঙ্গভঙ্গের পক্ষে নয় ৷ সম্প্রতি দিলীপ ঘোষ নিজেই সেই কথা বলেছেন ৷ তার পরও পশ্চিমবঙ্গ বিধানসভায় বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব তৈরি হযেছে ৷ যা নিয়ে দিলীপের বক্তব্য, ‘‘এসব নাটক হচ্ছে উত্তরবঙ্গের মানুষকে দেশ বিরোধী করার চেষ্টা করা হচ্ছে । উত্তরবঙ্গের মানুষকে এর জবাব দেওয়া উচিত ।’’

এদিকে শুক্রবার রাতে দিলীপ বানারহাটের হলদিবাড়ি চা বাগানে রাত্রিযাপন করেন ৷ শনিবার বানারহাটে আসেন দলীয় কর্মীদের সঙ্গে দেখা করে তাঁদের সমস্যার কথা শোনার জন্য । এরপর সেখান থেকে নাগরাকাটা বিধানসভা ও ক্রান্তিতে যান দলীয় কর্মসূচিতে যোগ দিতে ।

আরও পড়ুন: চাকরির নামে যাঁরা টাকা নিয়েছেন, তাঁদের গাছে বাঁধার নিদান দিলীপের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.