ETV Bharat / state

Dhupguri Municipality : মশাবাহিত রোগ থেকে বাঁচতে কড়া পদক্ষেপ ধূপগুড়ি পৌরসভার - Dhupguri Municipality taking strict measures to prevent mosquito borne diseases

ধূপগুড়ি পৌরসভার মশাবাহিত রোগ থেকে বাঁচতে কড়া পদক্ষেপ গ্রহণ (Dhupguri Municipality taking strict measures to prevent mosquito-borne diseases) ৷ পুলিশকে সঙ্গে নিয়ে বাড়িতে বাড়িতে হানা ৷ পরিদর্শনে পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং ।

Dhupguri News
ধূপগুড়ি পৌর এলাকায় মশাবাহিত রোগের হাত থেকে বাঁচতে উদ্যোগ নেওয়া হয়েছে
author img

By

Published : Mar 30, 2022, 10:34 PM IST

জলপাইগুড়ি, 30 মার্চ : গরমের পরই আসন্ন বর্ষাকাল ৷ আর বর্ষাকালে পৌরসভাগুলির সবথেকে চিন্তা ও মাথাবেথার কারণ হয়ে দাঁড়ায় মশাবাহিত রোগ ৷ মশাবাহিত রোগের কারনে রাজ্যে মৃত্যুর হার নেহাতই কম নয় ৷ কলকাতা থেকে জেলার পৌরসভা সকলেই তাই আগাম শতর্কতা অবলম্বন করেন ৷

এবার ধূপগুড়ি পৌরসভাও মশাবাহিত রোগ থেকে বাঁচতে কড়া পদক্ষেপ গ্রহণ করছেন (Dhupguri Municipality taking strict measures to prevent mosquito-borne diseases) ৷ এদিন বাড়িতে পুরোনো টায়ার মজুত রয়েছে এমনই খবর পেয়ে পুলিশকে সঙ্গে নিয়ে ধূপগুড়ি পৌরসভার আধিকারীকগণ হানা দেয় বাড়িতে বাড়িতে । টায়ারের জমা জলে বাসা বাঁধতে পারে মশা । আর তার থেকেই পৌর এলাকায় ছড়াতে পারে ডেঙ্গু-সহ বিভিন্ন মশাবাহিত রোগ । এই আশঙ্কাতেই শক্ত হাতে ব্যবস্থা নিতে ধূপগুড়ি পৌরসভা এবার পুলিশকে সঙ্গে নিয়ে সেই সব বাড়িতে হানা দিল যেখানে এরকম টায়ার মজুত আছে ।

পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগরপল্লি এবং পঞ্চাননপল্লির দুটি বাড়িতে টায়ার মজুত করে রাখা হয়েছে বলে অভিযোগ পেয়েই সেখানে যায় পৌরসভা । প্রচুর পরিমাণে ছোট বড় আকারের মজুত টায়ারের মধ্যে জমে থাকা জলে বাসা বাঁধছে মশারা । এদিনও দেখা গেল বেশ কিছু টায়ারের মধ্যে জল জমে রয়েছে । এই বিষয়ে পৌরসভার স্বাস্থ্য বিভাগের কর্মীরা বারংবার ওই বাড়ির মালিককে টায়ার সরিয়ে নেওয়ার কথা বললেও তাদের কথায় কোনো কর্ণপাত করেননি বাড়ির মালিকেরা বলে অভিযোগ ।

ধূপগুড়ি পৌর এলাকায় মশাবাহিত রোগের হাত থেকে বাঁচতে উদ্যোগ নেওয়া হয়েছে

বিষয়টি পৌরসভার (Dhupguri Municipality) সংশ্লিষ্ট দফতরে জানানো হয় । বুধবার দুপুরে ধূপগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং, স্বাস্থ্য দফতরের কর্মী এবং ধূপগুড়ি থানার পুলিশকে নিয়ে ওই দুই বাড়িতে হাজির হন । এক ব্যক্তি টায়ার সরিয়ে নিলেও ওপর ব্যক্তি টায়ার সরাতে কোন ব্যবস্থা নেননি । ওই বাড়ির মালিককে দ্রুত টায়ার সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয় । যদি দ্রুত টায়ার সরিয়ে নেওয়া না হয় তবে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে পৌরসভা জানিয়েছে ।

আরও পড়ুন : Buying Scooter with 1 Rupee Coins : 70 হাজার 1 টাকার কয়েন দিয়ে স্কুটার কিনলেন যুবক, গলদঘর্ম শোরুমের কর্মচারীরা

ধূপগুড়ি পৌরসভার পক্ষ থেকে এদিন জানিয়ে দেওয়া হয় অভিযানের 12 ঘণ্টার মধ্যে টায়ার সরিয়ে ফেলা না হলে নেওয়া হবে আইনি ব্যবস্থা । পরিদর্শনে গিয়ে এমনি কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং (Vice-Chairman) ।

জলপাইগুড়ি, 30 মার্চ : গরমের পরই আসন্ন বর্ষাকাল ৷ আর বর্ষাকালে পৌরসভাগুলির সবথেকে চিন্তা ও মাথাবেথার কারণ হয়ে দাঁড়ায় মশাবাহিত রোগ ৷ মশাবাহিত রোগের কারনে রাজ্যে মৃত্যুর হার নেহাতই কম নয় ৷ কলকাতা থেকে জেলার পৌরসভা সকলেই তাই আগাম শতর্কতা অবলম্বন করেন ৷

এবার ধূপগুড়ি পৌরসভাও মশাবাহিত রোগ থেকে বাঁচতে কড়া পদক্ষেপ গ্রহণ করছেন (Dhupguri Municipality taking strict measures to prevent mosquito-borne diseases) ৷ এদিন বাড়িতে পুরোনো টায়ার মজুত রয়েছে এমনই খবর পেয়ে পুলিশকে সঙ্গে নিয়ে ধূপগুড়ি পৌরসভার আধিকারীকগণ হানা দেয় বাড়িতে বাড়িতে । টায়ারের জমা জলে বাসা বাঁধতে পারে মশা । আর তার থেকেই পৌর এলাকায় ছড়াতে পারে ডেঙ্গু-সহ বিভিন্ন মশাবাহিত রোগ । এই আশঙ্কাতেই শক্ত হাতে ব্যবস্থা নিতে ধূপগুড়ি পৌরসভা এবার পুলিশকে সঙ্গে নিয়ে সেই সব বাড়িতে হানা দিল যেখানে এরকম টায়ার মজুত আছে ।

পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগরপল্লি এবং পঞ্চাননপল্লির দুটি বাড়িতে টায়ার মজুত করে রাখা হয়েছে বলে অভিযোগ পেয়েই সেখানে যায় পৌরসভা । প্রচুর পরিমাণে ছোট বড় আকারের মজুত টায়ারের মধ্যে জমে থাকা জলে বাসা বাঁধছে মশারা । এদিনও দেখা গেল বেশ কিছু টায়ারের মধ্যে জল জমে রয়েছে । এই বিষয়ে পৌরসভার স্বাস্থ্য বিভাগের কর্মীরা বারংবার ওই বাড়ির মালিককে টায়ার সরিয়ে নেওয়ার কথা বললেও তাদের কথায় কোনো কর্ণপাত করেননি বাড়ির মালিকেরা বলে অভিযোগ ।

ধূপগুড়ি পৌর এলাকায় মশাবাহিত রোগের হাত থেকে বাঁচতে উদ্যোগ নেওয়া হয়েছে

বিষয়টি পৌরসভার (Dhupguri Municipality) সংশ্লিষ্ট দফতরে জানানো হয় । বুধবার দুপুরে ধূপগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং, স্বাস্থ্য দফতরের কর্মী এবং ধূপগুড়ি থানার পুলিশকে নিয়ে ওই দুই বাড়িতে হাজির হন । এক ব্যক্তি টায়ার সরিয়ে নিলেও ওপর ব্যক্তি টায়ার সরাতে কোন ব্যবস্থা নেননি । ওই বাড়ির মালিককে দ্রুত টায়ার সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয় । যদি দ্রুত টায়ার সরিয়ে নেওয়া না হয় তবে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে পৌরসভা জানিয়েছে ।

আরও পড়ুন : Buying Scooter with 1 Rupee Coins : 70 হাজার 1 টাকার কয়েন দিয়ে স্কুটার কিনলেন যুবক, গলদঘর্ম শোরুমের কর্মচারীরা

ধূপগুড়ি পৌরসভার পক্ষ থেকে এদিন জানিয়ে দেওয়া হয় অভিযানের 12 ঘণ্টার মধ্যে টায়ার সরিয়ে ফেলা না হলে নেওয়া হবে আইনি ব্যবস্থা । পরিদর্শনে গিয়ে এমনি কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং (Vice-Chairman) ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.