ETV Bharat / state

পারিবারিক বিবাদ, দুই মেয়েকে নিয়ে আত্মঘাতী ব্যক্তি - পুলিশ

স্বামী-স্ত্রীর মধ্যে বচসার জের ৷ শ্বশুরও নাকি মারধর করেছিলেন জামাইকে ৷ অভিযোগ, এরপরই স্ত্রীকে বাপের বাড়িতে রেখে এসে সন্তানদের নিয়ে গলায় দড়ি দেন রতন রায় নামে বছর তিরিশের এক ব্যক্তি ৷

পারিবারিক বিবাদ, দুই মেয়েকে নিয়ে আত্মঘাতী ব্যক্তি
author img

By

Published : Sep 28, 2019, 5:32 PM IST

ধুপগুড়ি, 28 সেপ্টেম্বর : পারিবারিক অশান্তির জের ৷ দুই সন্তানকে নিয়ে আত্মঘাতী বাবা ৷ স্বামী-স্ত্রীর মধ্যে বচসার জের ৷ শ্বশুরও নাকি মারধর করেছিলেন জামাইকে ৷ অভিযোগ, এরপরই স্ত্রীকে বাপের বাড়িতে রেখে এসে সন্তানদের নিয়ে গলায় দড়ি দেন রতন রায় নামে বছর তিরিশের এক ব্যক্তি ৷

ঘটনাটি ধুপগুড়ি ব্লকের মাগুরমারি 2 নং গ্রাম পঞ্চায়েতের ময়নাতলি লাল স্কুল এলাকার ৷ শনিবার সকালে রতন রায় (30) এবং তাঁর দুই মেয়ে রীতিকা রায় (5) ও রূম্পা রায় (3) - এর মৃতদেহ উদ্ধার হয় । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় ধুপগুড়ি থানার পুলিশ । ছিলেন ধুপগুড়ি থানার IC সুবীর কর্মকার নিজেও ।

অভিযোগ, এরপরই স্ত্রীকে বাপের বাড়িতে রেখে এসে সন্তানদের নিয়ে গলায় দড়ি দেন রতন রায় নামে বছর তিরিশের এক ব্যক্তি ৷

মৃতের পরিবার ও প্রতিবেশীদের অভিযোগ, স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ ছিল । সম্প্রতি রতনের শ্বশুর তাঁকে মারধর করেছিল । এই অভিযোগ প্রতিবেশী ও রতনের পিসির । এরপর রতন তাঁর স্ত্রীকে বাপের বাড়ি রানিরহাট এলাকায় রেখে আসেন শুক্রবার । গতকাল রাতে স্বাভাবিকভাবেই খাওয়া-দাওয়া করে ঘরে ঢুকেছিল রতন ও তাঁর দুই মেয়ে । কিন্তু আজ সকাল পেরিয়ে দুপুর হয়ে গেলেও দরজা না খোলায় পরিবারের লোকজনের সন্দেহ হয় । এরপর দরজা ভেঙে দেখা যায় তিনজন একই দড়িতে ঝুলন্ত অবস্থায় রয়েছে । খবর দেওয়া হয় ধুপগুড়ি থানায় । পুলিশ প্রাথমিক তদন্ত সেরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠিয়ে দেয় ।

ধুপগুড়ি, 28 সেপ্টেম্বর : পারিবারিক অশান্তির জের ৷ দুই সন্তানকে নিয়ে আত্মঘাতী বাবা ৷ স্বামী-স্ত্রীর মধ্যে বচসার জের ৷ শ্বশুরও নাকি মারধর করেছিলেন জামাইকে ৷ অভিযোগ, এরপরই স্ত্রীকে বাপের বাড়িতে রেখে এসে সন্তানদের নিয়ে গলায় দড়ি দেন রতন রায় নামে বছর তিরিশের এক ব্যক্তি ৷

ঘটনাটি ধুপগুড়ি ব্লকের মাগুরমারি 2 নং গ্রাম পঞ্চায়েতের ময়নাতলি লাল স্কুল এলাকার ৷ শনিবার সকালে রতন রায় (30) এবং তাঁর দুই মেয়ে রীতিকা রায় (5) ও রূম্পা রায় (3) - এর মৃতদেহ উদ্ধার হয় । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় ধুপগুড়ি থানার পুলিশ । ছিলেন ধুপগুড়ি থানার IC সুবীর কর্মকার নিজেও ।

অভিযোগ, এরপরই স্ত্রীকে বাপের বাড়িতে রেখে এসে সন্তানদের নিয়ে গলায় দড়ি দেন রতন রায় নামে বছর তিরিশের এক ব্যক্তি ৷

মৃতের পরিবার ও প্রতিবেশীদের অভিযোগ, স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ ছিল । সম্প্রতি রতনের শ্বশুর তাঁকে মারধর করেছিল । এই অভিযোগ প্রতিবেশী ও রতনের পিসির । এরপর রতন তাঁর স্ত্রীকে বাপের বাড়ি রানিরহাট এলাকায় রেখে আসেন শুক্রবার । গতকাল রাতে স্বাভাবিকভাবেই খাওয়া-দাওয়া করে ঘরে ঢুকেছিল রতন ও তাঁর দুই মেয়ে । কিন্তু আজ সকাল পেরিয়ে দুপুর হয়ে গেলেও দরজা না খোলায় পরিবারের লোকজনের সন্দেহ হয় । এরপর দরজা ভেঙে দেখা যায় তিনজন একই দড়িতে ঝুলন্ত অবস্থায় রয়েছে । খবর দেওয়া হয় ধুপগুড়ি থানায় । পুলিশ প্রাথমিক তদন্ত সেরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠিয়ে দেয় ।

Intro:nullBody:স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ,শ্বশুড়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ জামাইকে।অভিমানে স্ত্রীকে বাপের বাড়িতে রেখে এসে দুই সন্তানকে নিয়ে এক সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী বাবা।ঘটনাটি ধূপগুড়ি ব্লকের মাগুরমারী ২ নং গ্রাম পঞ্চায়েতের ময়নাতলি লাল স্কুল এলাকায় শনিবার সকালে।মৃত ব্যক্তির নাম রতন রায়(৩০) এবং দুই মেয়ে রীতিকা রায়(৫) ও রূম্পা রায়(৩)।একটি দড়িতে দুই সন্তানের গলায় বেধে অপর প্রান্তে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় রতন।ঘটনায় চাঞ্চল্য এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ধূপগুড়ি থানার পুলিশ। পৌছান ধুপগুড়ি থানার আই সি সুবীর কর্মকার নিজেও।মৃতের পরিবারের লোকজন ও প্রতিবেশীদের অভিযোগ, ওদের স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ ছিল।তবে শুনেছি সম্প্রতি রতনের শ্বশুড় রতনকে মারধর করেছে বলে অভিযোগ করেন প্রতিবেশী ও রতনের পিসি।তাতেই রতন তার স্ত্রীকে স্ত্রীর বাপের বাড়ি রানীরহাট এলাকায় রেখে আসেন শুক্রবার।রাতে স্বাভাবিক ভাবে খাওয়া দাওয়া করে ঘরে ঢুকেছিলেন রতন ও তার দুই মেয়ে।এরপর সকাল পেরিয়ে দুপুর হয়ে যাওয়ায় ঘর না খোলায় পরিবারের লোকজন দেখতে পায় তিনজন এক দড়িতে ঝুলন্ত অবস্থায় রয়েছে।খবর দেওয়া হয় ধূপগুড়ি থানায়।পুলিশ ঘটনাস্থলে পৌছে প্রাথমিক তদন্ত সেরে মৃতদেহ গুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠিয়ে দেয়।
Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.