ETV Bharat / state

Couple Died by Suicide: বিয়ের এক বছর যেতে না যেতেই যুগলের আত্মহত্যা - দম্পতির আত্মহত্যা

যুগলের আত্মহত্যা ঘিরে চাঞ্চল্য জলপাইগুড়িতে ৷ এক বছর আগেই বিয়ে হয়েছিল তাঁদের ৷ আত্মহত্যার কারণ নিয়ে ধোঁয়াশা পরিজনদের মধ্যেও ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : May 26, 2023, 10:53 PM IST

জলপাইগুড়ি, 26 মে: বিয়ের এক বছর যেতে না যেতেই স্বামী-স্ত্রীর আত্মহত্যা ৷ বিষ খেয়ে দম্পতির আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের মান্তদরি গ্রামপঞ্চায়েত এলাকায় । মৃত দম্পতির নাম জিয়ারুল মহম্মদ (19) এবং আলিমা খাতুন (18) । জানা গিয়েছে, ভালোবেসে একবছর আগে জিয়ারুল এবং আলিমা খাতুন বিয়ে করেছিলেন । তাদের মধ্যে কোনও সমস্যা দেখা যায়নি । কিন্তু হঠাৎ করে আত্মঘাতী হওয়ায় ঘটনায় রহস্য দানা বেঁধেছে ।কী কারণে আত্মহত্যা তা নিয়েই ধোঁয়াশা তৈরি হয়েছে । জোড়া মৃত্য়ুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া ৷

জানা গিয়েছে, মৃত জিয়ারুল মহম্মদ মান্তদরি গ্রামপঞ্চায়েতের মেনঘরা গ্রামের বাসিন্দা । তিনি রাজমিস্ত্রীর কাজ করতেন । পাশের পানিকৌরি গ্রাম পঞ্চায়েতের পয়াচরি গ্রামে থাকতেন আলিমা খাতুন । বেশ কয়েকবছর ধরেই তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল ৷ গত বছরই তারা বিয়ে করেছিল ।

এই প্রসঙ্গেই মৃত জিয়ারুলের দিদি নতিবা খাতুন বলেন, "গত বুধবার ভাই স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ি গিয়েছিল । সেখান থেকে ফিরে আসার পরে সব কিছুই স্বাভাবিক ছিল । রাতে খাওয়া দাওয়া সেরে সবাই শুতে যায় । মাঝরাতে হঠাৎ চিৎকার শুনতে পাই ৷ বেরিয়ে দেখি ভাই ও ভাইয়ের বৌ বিষ খেয়েছে ।" তাদের আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় । চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয়েছে দু‘জনের । বিয়ের এক বছরের মধ্যে স্বামী ও স্ত্রীর মধ্যে কোনও সমস্যা চোখে পরেনি । কিন্তু কেন এমন ঘটনা ঘটাল তা নিয়ে সকলেই ধোঁয়াশায় বলে জানিয়েছেন মৃৃত যুগলের ওই আত্মীয় ৷

আরও পড়ুন: বিটেক ছাত্রীর ঝুলন্ত দেহ, পুরনো প্রেমিককে দুষছে পরিবার

এদিকে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের মিলন পল্লি পুলিশ ফাঁড়ির ওসি হিরু কান্তি রায় বলেন, "আমাদের কাছে আত্মহত্যার কোনও অভিযোগ আসেনি । তবে খোঁজ নেওয়া হচ্ছে ।"

জলপাইগুড়ি, 26 মে: বিয়ের এক বছর যেতে না যেতেই স্বামী-স্ত্রীর আত্মহত্যা ৷ বিষ খেয়ে দম্পতির আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের মান্তদরি গ্রামপঞ্চায়েত এলাকায় । মৃত দম্পতির নাম জিয়ারুল মহম্মদ (19) এবং আলিমা খাতুন (18) । জানা গিয়েছে, ভালোবেসে একবছর আগে জিয়ারুল এবং আলিমা খাতুন বিয়ে করেছিলেন । তাদের মধ্যে কোনও সমস্যা দেখা যায়নি । কিন্তু হঠাৎ করে আত্মঘাতী হওয়ায় ঘটনায় রহস্য দানা বেঁধেছে ।কী কারণে আত্মহত্যা তা নিয়েই ধোঁয়াশা তৈরি হয়েছে । জোড়া মৃত্য়ুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া ৷

জানা গিয়েছে, মৃত জিয়ারুল মহম্মদ মান্তদরি গ্রামপঞ্চায়েতের মেনঘরা গ্রামের বাসিন্দা । তিনি রাজমিস্ত্রীর কাজ করতেন । পাশের পানিকৌরি গ্রাম পঞ্চায়েতের পয়াচরি গ্রামে থাকতেন আলিমা খাতুন । বেশ কয়েকবছর ধরেই তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল ৷ গত বছরই তারা বিয়ে করেছিল ।

এই প্রসঙ্গেই মৃত জিয়ারুলের দিদি নতিবা খাতুন বলেন, "গত বুধবার ভাই স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ি গিয়েছিল । সেখান থেকে ফিরে আসার পরে সব কিছুই স্বাভাবিক ছিল । রাতে খাওয়া দাওয়া সেরে সবাই শুতে যায় । মাঝরাতে হঠাৎ চিৎকার শুনতে পাই ৷ বেরিয়ে দেখি ভাই ও ভাইয়ের বৌ বিষ খেয়েছে ।" তাদের আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় । চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয়েছে দু‘জনের । বিয়ের এক বছরের মধ্যে স্বামী ও স্ত্রীর মধ্যে কোনও সমস্যা চোখে পরেনি । কিন্তু কেন এমন ঘটনা ঘটাল তা নিয়ে সকলেই ধোঁয়াশায় বলে জানিয়েছেন মৃৃত যুগলের ওই আত্মীয় ৷

আরও পড়ুন: বিটেক ছাত্রীর ঝুলন্ত দেহ, পুরনো প্রেমিককে দুষছে পরিবার

এদিকে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের মিলন পল্লি পুলিশ ফাঁড়ির ওসি হিরু কান্তি রায় বলেন, "আমাদের কাছে আত্মহত্যার কোনও অভিযোগ আসেনি । তবে খোঁজ নেওয়া হচ্ছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.