ETV Bharat / state

কোরোনা-আতঙ্ক : আগামীকাল থেকে বন্ধ হচ্ছে জলপাইগুড়ির রাজবাড়ি পার্ক - Rajbari Park At Jalpaiguri

পার্কে খোলা থাকলেও লোক হচ্ছিল না। তাই আগামীকাল থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে জলপাইগুড়ির রাজবাড়ি পার্ক ৷

রাজবাড়ি পার্ক
রাজবাড়ি পার্ক
author img

By

Published : Mar 17, 2020, 4:41 PM IST

Updated : Mar 17, 2020, 6:10 PM IST

জলপাইগুড়ি, 17 মার্চ : রাজ্যের সব জাতীয় উদ্যান, অভয়ারণ্য সহ পার্ক বন্ধ করে দেওয়া হলেও খোলা ছিল জলপাইগুড়ির রাজবাড়ি পার্ক । কিন্তু পার্ক খোলা থাকলেও তেমন লোকের আনাগোনা ছিল না । তাই আগামীকাল থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে জলপাইগুড়ির রাজবাড়ি দিঘিকে কেন্দ্র করে তৈরি ওই পার্কটি ।

Rajbari Park Jalpaiguri
প্রায় ফাঁকা রাজবাড়ি পার্ক

যদিও আজ খোলা ছিল পার্কটি ৷ তবে সকাল থেকেই তেমন জনসমাগম হয়নি ৷ সকাল থেকে 100 জনও আসেনি বলে পার্ক কর্তৃপক্ষের দাবি ৷ শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের তৈরি এই রাজবাড়ি দিঘিতে প্রতিদিন অনেকে আসেন । কিন্তু কোরোনা আতঙ্কের জেরে ভিড় তেমন একটা হচ্ছে না বলে দাবি করেন পার্কের এক কর্মী মিঠুন দাস । বলেন, "আমাদের পার্ক খোলা আছে । কর্তৃপক্ষের তরফে নির্দেশ এলে তখনই পার্ক বন্ধ করে দেওয়া হবে ।"

আগামীকাল থেকে বন্ধ হচ্ছে জলপাইগুড়ির রাজবাড়ি পার্ক

এদিকে শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বিজয়চন্দ্র বর্মণ বলেন, "আমরাও সাধারণ মানুষের কথা চিন্তা করে আগামীকাল থেকে পার্ক বন্ধ করে দেব । "

জলপাইগুড়ি, 17 মার্চ : রাজ্যের সব জাতীয় উদ্যান, অভয়ারণ্য সহ পার্ক বন্ধ করে দেওয়া হলেও খোলা ছিল জলপাইগুড়ির রাজবাড়ি পার্ক । কিন্তু পার্ক খোলা থাকলেও তেমন লোকের আনাগোনা ছিল না । তাই আগামীকাল থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে জলপাইগুড়ির রাজবাড়ি দিঘিকে কেন্দ্র করে তৈরি ওই পার্কটি ।

Rajbari Park Jalpaiguri
প্রায় ফাঁকা রাজবাড়ি পার্ক

যদিও আজ খোলা ছিল পার্কটি ৷ তবে সকাল থেকেই তেমন জনসমাগম হয়নি ৷ সকাল থেকে 100 জনও আসেনি বলে পার্ক কর্তৃপক্ষের দাবি ৷ শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের তৈরি এই রাজবাড়ি দিঘিতে প্রতিদিন অনেকে আসেন । কিন্তু কোরোনা আতঙ্কের জেরে ভিড় তেমন একটা হচ্ছে না বলে দাবি করেন পার্কের এক কর্মী মিঠুন দাস । বলেন, "আমাদের পার্ক খোলা আছে । কর্তৃপক্ষের তরফে নির্দেশ এলে তখনই পার্ক বন্ধ করে দেওয়া হবে ।"

আগামীকাল থেকে বন্ধ হচ্ছে জলপাইগুড়ির রাজবাড়ি পার্ক

এদিকে শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বিজয়চন্দ্র বর্মণ বলেন, "আমরাও সাধারণ মানুষের কথা চিন্তা করে আগামীকাল থেকে পার্ক বন্ধ করে দেব । "

Last Updated : Mar 17, 2020, 6:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.