বানারহাট, 11 ডিসেম্বর: জলপাইগুড়ির সরকারি অনুষ্ঠানে গিয়ে রাজ্যের বকেয়া নিয়ে ফের কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সোমবার তিনি বলেন, রাজ্যের সব টাকা নিয়ে চলে যাচ্ছে কেন্দ্রীয় সরকার ৷ অথচ রাজ্যের বিভিন্ন প্রকল্পের টাকা তারা আটকে রেখেছে ৷
মমতার কথায়, "ওরা বলেছিল এক দেশ এক ট্যাক্স ৷ সেটা ভালো হবে ভেবেছিলাম ৷ কিন্তু এ ভাবে সব টাকা কেন্দ্র নিয়ে চলে যাচ্ছে ৷ বাংলাকে আর কিছু দেয় না ৷" আগামী 18 তারিখ দিল্লি গিয়ে তিনি রাজ্যের প্রাপ্য টাকা মেটানোর দাবি জানাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে এ দিন মমতা বলেছেন, "আপনি শুধু প্রতিশ্রুতি দেন, কথা দেন, কিন্তু সেটা রাখেন না ৷ আমি যা কথা দিই, সেটাই করি ৷ এখন প্রধানমন্ত্রী বলছেন আমরা ফ্রি রেশন দেব ৷ জিতে গেলে আর দেবে না । করোনার সময় তো দিতেন ৷ তারপর বন্ধ করলেন কেন ? আমি কিন্তু বন্ধ করিনি ৷ এখনও ফ্রি রেশন দিয়ে যাচ্ছি ৷ লোকসভা ভোটের আগে ওরা বলেছিল, অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা পড়ে যাবে ৷ কিছুই পড়েনি ৷ আপ ওয়াদা করতে হ্যায়, নিভাতে নেহি হ্যায় । হাম ওয়াদা করতে হ্যায়, নিভাতে ভি হ্যায় ।"
100 দিনের বকেয়া টাকার প্রসঙ্গ টেনে এ দিন ফের কেন্দ্রকে নিশানা করেন মমতা ৷ তিনি বলেন, "কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজের 7 হাজার কোটি টাকা আটকে রেখেছে । আমি দিল্লি যাচ্ছি । প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছি । কেন আমরা আবাস যোজনার টাকা পাব না ? এটা কেন্দ্র সরকারের টাকা নয়, আমাদের ট্যাক্সের টাকা নিয়ে চলে যাচ্ছে। আমাদের কিছু দিচ্ছে না ৷"
ঘরে ঘরে পানীয় জল প্রকল্পের কৃতিত্ব নিয়ে কেন্দ্র যে দাবি করেছে, তাকে এ দিন নস্যাৎ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "ওরা বিজ্ঞাপন করছে ঘর ঘর পানি । জমি দিচ্ছে রাজ্য সরকার ৷ অর্ধেক টাকা দিচ্ছে রাজ্য সরকার ৷ সবই তো রাজ্য করছে ৷ আর বলছে ঘর ঘর পানি কেন্দ্র দিচ্ছে ৷ ঝুট বোলে কাউকে কাটে । ইন্তেজার কিজিয়ে । রুকাওয়াট কে লিয়ে খেদ হ্যায় ।"
আরও পড়ুন: