জলপাইগুড়ি, 23 জুন: রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের জন্য ইতিমধ্যেই 822 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর আবেদন করেছে রাজ্য নির্বাচন কমিশন ৷ তবে যে সংখ্যক বাহিনী রাজ্য নির্বাচন কমিশন চেয়েছে তা সম্পূর্ণ কেন্দ্র দিতে পারবে কি না, সে বিষয়ে নিশ্চয়তা এখনও কেন্দ্রের তরফে মেলেনি ৷ তবে বাহিনী যে কেন্দ্র পাঠাবে তা কাগজে-কলমে জানানোর পর, এবার ভোট ময়দানেও নামল কেন্দ্রীয় বাহিনী ৷ উত্তরের জলপাইগুড়ি এবং হুগলির আরামবাগে শুক্রবার পৌঁছে গেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ৷
উত্তরের জেলা জলপাইগুড়িতে শুক্রবার রাতে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী। উত্তর-পুর্ব ভারত থেকে আিটিবিপি'র এক কোম্পানি বাহিনী জলপাইগুড়ির রানিনগরের পঞ্চায়েত দফতরের প্রশিক্ষণ কেন্দ্রে এসে পৌঁছয়। জানা গিয়েছে, শনিবার থেকে জেলা জুড়েই কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ শুরু করবে ৷ জলপাইগুড়ির পুলিশ সুপার খান্ডালবাহালে উমেশ গণপত জানান, এদিন থেকেই কেন্দ্রীয় বাহিনী জলপাইগুড়ি জেলায় পৌঁছে যাবে এমন খবর তাঁদের কাছে রয়েছে। আগামিকাল অর্থাৎ শনিবার থেকে জেলায় বাহিনী রুট মার্চ শুরু করবে বলেও জানান তিনি।
তবে এই মুহূর্তে জেলায় কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে সে বিষয়ে কিছু বলতে রাজি হননি পুলিশ সুপার ৷ উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে জলপাইগুড়ি জেলার সাতটি বিধানসভার জন্য আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছিল ৷ মোট 145 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছিল সে সময়। জলপাইগুড়ি পুলিশ জেলার জন্য 124 কোম্পানি এবং জলপাইগুড়ি জেলার অন্তর্ভুক্ত শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের জন্য 21 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল বিধানসভা ভোটে। তবে এবছর পঞ্চায়েত ভোটে জলপাইগুড়ি জেলায় আপাতত 18 কোম্পানি আধা সামরিক বাহিনী জেলায় আসবে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
আরও পড়ুন: সমান্তরাল সরকার চালাচ্ছে রাজভবন, বিরোধী বৈঠকেও ক্ষোভ উগরে দিলেন মমতা
পুলিশ সূত্রে খবর, শনিবার থেকেই জেলার পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বিভিন্ন ব্লকে রুটমার্চ করবে ৷ গত 21-এর বিধানসভা নির্বাচনে জলপাইগুড়ি জেলার সাতটি বিধানসভায় মোট স্পর্শকাতর বুথ ছিল 689টি। উত্তেজনাপ্রবণ বুথ ছিল 524টি। কিন্তু পঞ্চায়েত নির্বাচনে এখনও স্পর্শকাতর বুথের সংখ্যা জানানো হয়নি প্রশানের তরফে। জলপাইগুড়ি জেলার পঞ্চায়েত নির্বাচনে 15 লক্ষ 87 হাজার 144 জন ভোটার রয়েছেন। ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে এক হাজার 660টি। 80টি গ্রামপঞ্চায়েতের আসন সংখ্যা এক হাজার 701টি। নয়টি পঞ্চায়েত সমিতির মোট আসন সংখ্যা 238টি ও 24টি জেলা পরিষদের আসন রয়েছে।