ETV Bharat / state

Panchayat Election 2023: উলট পুরাণ ! বিরোধীদের মনোনয়নের ব্যবস্থা করল পুলিশ

বিভিন্ন জেলায় শাসক দলকে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে । ঠিক উলটো ছবি ধরা পড়েছে জলপাইগুড়িতে। অভিযোগ, বেশ কয়েকজন বিরোধী প্রার্থীর মনোনয়নপত্র ছিঁড়ে দেওয়া হয়েছিল। বাড়ি থেকে নিয়ে এসে তাঁদের মনোনয়নের ব্যবস্থা করল পুলিশ।

author img

By

Published : Jun 16, 2023, 7:12 AM IST

Updated : Jun 16, 2023, 11:03 AM IST

Etv Bharat
মনোনয়নপত্র জমা দিতে চলেছেন প্রার্থী

জলপাইগুড়ি, 16 জুন: মনোনয়নপত্র জমা দেওয়ার প্রথম দিন থেকেই একাদিক জায়গায় অশান্তির ছবি ধরা পড়েছিল ৷ শাসকদলের বিরুদ্ধে বিরোধীদের মনোনয়ন পত্র জমা দিতে বাধা দেওয়ার অভিযোগও উঠেছিল ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের দিকেই তাকিয়ে ছিল বিরোধী শিবির ৷ সেই পুলিশের বিরুদ্ধেও শাসক দলকে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে । এর ঠিক উলটো চিত্র দেখা গেল জলপাইগুড়িতে ৷

বৃহস্পতিবার ছিল মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ৷ কোতয়ালির থানার আইসি দাঁড়িয়ে থেকে মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা করলেন প্রার্থীদের। শুধু তাই নয়, ভয় পেয়ে মনোনয়ন কেন্দ্র থেকে চলে যাওয়া বিরোধী প্রার্থীর বাড়িতে গিয়ে তাঁকে মনোনয়ন জমা দিতে আশ্বস্তও করলেন আইসি। সবাই যাতে মনোনয়ন দিতে পারেন তা নিশ্চিত করার নির্দেশ ছিল পুলিশ সুপারের । সেই দায়িত্বই পালন করলেন আইসি। মনোনয়ন পত্র ছিঁড়ে ফেলা সিপিআই, বিজেপি, ও নির্দল প্রার্থীরা যাতে মনোনয়ন জমা দিতে পারেন সেই ব্যবস্থা করলেন আইসি অর্ঘ্য সরকার।

পাহাড়পুর গ্রামপঞ্চায়েতের সঞ্জয় নগর কলোনী এলাকায় সিপিএম প্রার্থী পায়েল রাজবংশী মনোনয়ন দিতে এলে তৃণমূল ছিড়ে দেয় বলে অভিযোগ। যদিও পরে আইসি কোতোয়ালি অর্ঘ্য সরকার প্রার্থীদের নিয়ে এসে মনোনয়ন দেওয়ানোর ব্যবস্থা করেন । প্রস্তাবক নিতাই রাজবংশী বলেন, "বিডিও অফিসে মনোনয়ন পত্র জমা দিতে ঢুকলে আমাদের কাগজপত্র ছিঁড়ে দেয় দুস্কৃতীরা । মনোনয়ন দেওয়ার ঘরে কোনও পুলিশ ছিল না । যদিও এরপর পুলিশই আমাদের মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা করে দেয়।"

আরও পড়ুন : উত্তপ্ত ভাঙড়ে 3 দিন ধরে বন্ধ দোকানপাট, সংসার চালাতে নাজেহাল স্থানীয় ব্যবসায়ীরা

প্রতিক্ষেত্রেই প্রার্থীদের মনোননয়পত্র জমা দেওয়ার সময় তা ছিঁড়ে দেওয়ার অভিয়োগ উঠেছে শাসকদল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ শাসক দলের পক্ষ থেকে একটি ঘটনার কথা স্বীকার করা হয়েছে । এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় তৃণমূল নেতা তপন ব্যান্দ্যোপাধ্যায় । সম্পূর্ণ ঘটনা জানিয়ে ইতিমধ্যেই রিটানিং অফিসারের কাছে অভিযোগ করেছেন প্রার্থীরা। কোতয়ালি থানার আইসি অর্ঘ্য সরকার অভিযোগকারী প্রার্থীদের বিডি অফিসে নিয়ে গিয়ে পুনরায় মনোনয়ন দেওয়ার ব্যবস্থা করেছেন ।

আরও পড়ুন: মনোনয়ন জমাকে কেন্দ্র করে বলি পাঁচ, মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে সরব বিরোধীরা

ঘটনা সম্পর্কে জলপাইগুড়ির পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত জানান, কেউ যাতে অশান্তি করতে না পারে তাই আমরা সচেষ্ট ছিলাম । জেলায় শান্তিপুর্ণভাবে মনোনয়ন জমা হয়েছে । যাঁদের মনোনয়ন পত্র ছিঁড়ে দেওয়া ছিল তাঁদের সবাইকেই মনোনয়ন জমা করানো গিয়েছে । শান্তিপূর্ণভাবেই ভোট পর্ব মিটুক এটাই কাম্য ৷

জলপাইগুড়ি, 16 জুন: মনোনয়নপত্র জমা দেওয়ার প্রথম দিন থেকেই একাদিক জায়গায় অশান্তির ছবি ধরা পড়েছিল ৷ শাসকদলের বিরুদ্ধে বিরোধীদের মনোনয়ন পত্র জমা দিতে বাধা দেওয়ার অভিযোগও উঠেছিল ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের দিকেই তাকিয়ে ছিল বিরোধী শিবির ৷ সেই পুলিশের বিরুদ্ধেও শাসক দলকে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে । এর ঠিক উলটো চিত্র দেখা গেল জলপাইগুড়িতে ৷

বৃহস্পতিবার ছিল মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ৷ কোতয়ালির থানার আইসি দাঁড়িয়ে থেকে মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা করলেন প্রার্থীদের। শুধু তাই নয়, ভয় পেয়ে মনোনয়ন কেন্দ্র থেকে চলে যাওয়া বিরোধী প্রার্থীর বাড়িতে গিয়ে তাঁকে মনোনয়ন জমা দিতে আশ্বস্তও করলেন আইসি। সবাই যাতে মনোনয়ন দিতে পারেন তা নিশ্চিত করার নির্দেশ ছিল পুলিশ সুপারের । সেই দায়িত্বই পালন করলেন আইসি। মনোনয়ন পত্র ছিঁড়ে ফেলা সিপিআই, বিজেপি, ও নির্দল প্রার্থীরা যাতে মনোনয়ন জমা দিতে পারেন সেই ব্যবস্থা করলেন আইসি অর্ঘ্য সরকার।

পাহাড়পুর গ্রামপঞ্চায়েতের সঞ্জয় নগর কলোনী এলাকায় সিপিএম প্রার্থী পায়েল রাজবংশী মনোনয়ন দিতে এলে তৃণমূল ছিড়ে দেয় বলে অভিযোগ। যদিও পরে আইসি কোতোয়ালি অর্ঘ্য সরকার প্রার্থীদের নিয়ে এসে মনোনয়ন দেওয়ানোর ব্যবস্থা করেন । প্রস্তাবক নিতাই রাজবংশী বলেন, "বিডিও অফিসে মনোনয়ন পত্র জমা দিতে ঢুকলে আমাদের কাগজপত্র ছিঁড়ে দেয় দুস্কৃতীরা । মনোনয়ন দেওয়ার ঘরে কোনও পুলিশ ছিল না । যদিও এরপর পুলিশই আমাদের মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা করে দেয়।"

আরও পড়ুন : উত্তপ্ত ভাঙড়ে 3 দিন ধরে বন্ধ দোকানপাট, সংসার চালাতে নাজেহাল স্থানীয় ব্যবসায়ীরা

প্রতিক্ষেত্রেই প্রার্থীদের মনোননয়পত্র জমা দেওয়ার সময় তা ছিঁড়ে দেওয়ার অভিয়োগ উঠেছে শাসকদল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ শাসক দলের পক্ষ থেকে একটি ঘটনার কথা স্বীকার করা হয়েছে । এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় তৃণমূল নেতা তপন ব্যান্দ্যোপাধ্যায় । সম্পূর্ণ ঘটনা জানিয়ে ইতিমধ্যেই রিটানিং অফিসারের কাছে অভিযোগ করেছেন প্রার্থীরা। কোতয়ালি থানার আইসি অর্ঘ্য সরকার অভিযোগকারী প্রার্থীদের বিডি অফিসে নিয়ে গিয়ে পুনরায় মনোনয়ন দেওয়ার ব্যবস্থা করেছেন ।

আরও পড়ুন: মনোনয়ন জমাকে কেন্দ্র করে বলি পাঁচ, মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে সরব বিরোধীরা

ঘটনা সম্পর্কে জলপাইগুড়ির পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত জানান, কেউ যাতে অশান্তি করতে না পারে তাই আমরা সচেষ্ট ছিলাম । জেলায় শান্তিপুর্ণভাবে মনোনয়ন জমা হয়েছে । যাঁদের মনোনয়ন পত্র ছিঁড়ে দেওয়া ছিল তাঁদের সবাইকেই মনোনয়ন জমা করানো গিয়েছে । শান্তিপূর্ণভাবেই ভোট পর্ব মিটুক এটাই কাম্য ৷

Last Updated : Jun 16, 2023, 11:03 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.