ETV Bharat / state

তিস্তায় নৌকাডুবি, নিখোঁজ 5

নিখোঁজ 5 জনই মালবাজারের চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের শান্তির মোড় এলাকার বাসিন্দা ৷ স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন শান্তির মোড় থেকে তিস্তানদী পেরিয়ে ভক্তের চড়ে গিয়েছিলেন গোরু আনতে ৷ ফেরার সময় হঠাৎই তিস্তার জলস্তর বেড়ে যাওয়ায় উলটে যায় নৌকা ৷

image
তিস্তায় নৌকাডুবি
author img

By

Published : Jul 20, 2020, 10:28 PM IST

জলপাইগুড়ি, 20 জুলাই : তিস্তাতে নৌকাডুবি ৷ ঘটনায় এখনও পর্যন্ত নিখোঁজ 5 জন ৷ ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার মালবাজারের চাপাডাঙা এলাকায় ৷ এলাকায় যাচ্ছে বিপর্যয় মোকাবিলা দল ৷ তবে রাত বাড়ায় আজই হয়ত উদ্ধারকার্য শুরু করা সম্ভব নয় ৷ ঘটনাস্থানে যাচ্ছেন পর্যটন মন্ত্রী গৌতম দেবও ৷

জানা গেছে, নিখোঁজ 5 জনই মালবাজারের চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের শান্তির মোড় এলাকার বাসিন্দা ৷ স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন শান্তির মোড় থেকে তিস্তানদী পেরিয়ে ভক্তের চড়ে গিয়েছিলেন গোরু আনতে ৷ ফেরার সময় হঠাৎই তিস্তার জলস্তর বেড়ে যায় ৷ নৌকার ভারসম্য ধরে রাখতে পারেননি মাঝি ৷ ফলে উলটে যায় নৌকাটি ৷

তবে শুধু ওই পাঁচ ব্যক্তি না কি আরও অন্য কেউ নৌকায় ছিলেন, তা জানা যায়নি ৷ এমন কী ওই নৌকায় কোনও গোরু ছিল কি না সে বিষয়েও নিশ্চিত হয়ে কেউ বলতে পারছেন না ৷ ঘটনাস্থানে যাচ্ছেন পর্যটন মন্ত্রী গৌতম দেব ৷ তবে আদৌ আজ উদ্ধারকার্য শুরু করা যাবে কি না নিশ্চিত করে বলতে পারছেন না কেউ ৷

জলপাইগুড়ি, 20 জুলাই : তিস্তাতে নৌকাডুবি ৷ ঘটনায় এখনও পর্যন্ত নিখোঁজ 5 জন ৷ ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার মালবাজারের চাপাডাঙা এলাকায় ৷ এলাকায় যাচ্ছে বিপর্যয় মোকাবিলা দল ৷ তবে রাত বাড়ায় আজই হয়ত উদ্ধারকার্য শুরু করা সম্ভব নয় ৷ ঘটনাস্থানে যাচ্ছেন পর্যটন মন্ত্রী গৌতম দেবও ৷

জানা গেছে, নিখোঁজ 5 জনই মালবাজারের চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের শান্তির মোড় এলাকার বাসিন্দা ৷ স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন শান্তির মোড় থেকে তিস্তানদী পেরিয়ে ভক্তের চড়ে গিয়েছিলেন গোরু আনতে ৷ ফেরার সময় হঠাৎই তিস্তার জলস্তর বেড়ে যায় ৷ নৌকার ভারসম্য ধরে রাখতে পারেননি মাঝি ৷ ফলে উলটে যায় নৌকাটি ৷

তবে শুধু ওই পাঁচ ব্যক্তি না কি আরও অন্য কেউ নৌকায় ছিলেন, তা জানা যায়নি ৷ এমন কী ওই নৌকায় কোনও গোরু ছিল কি না সে বিষয়েও নিশ্চিত হয়ে কেউ বলতে পারছেন না ৷ ঘটনাস্থানে যাচ্ছেন পর্যটন মন্ত্রী গৌতম দেব ৷ তবে আদৌ আজ উদ্ধারকার্য শুরু করা যাবে কি না নিশ্চিত করে বলতে পারছেন না কেউ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.