জলপাইগুড়ি , 7 মে : রাজ্যজুড়ে রেশন দুর্নীতির অভিযোগ, বিদ্যুতের বিল মকুব সহ একাধিক দাবিতে প্রতিবাদ করতে গিয়ে গ্রেপ্তার হলেন জলপাইগুড়ির যুব মোর্চার সভাপতি শ্যাম প্রসাদ ও মহিলা মোর্চার সভানেত্রী টিনা গঙ্গোপাধ্যায় ৷ আজ জলপাইগুড়িতে SDO অফিসের সামনে অবস্থান-বিক্ষোভের আগেই তাঁদের গ্রেপ্তার করা হয় ৷
রেশন দুর্নীতির অভিযোগে আজ জলপাইগুড়ি সদর মহকুমাশাসকের অফিসে যুব ও মহিলা মোর্চার অবস্থান-বিক্ষোভ ও স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ছিল ৷ সেই সময় জলপাইগুড়ি থানার IC বিশ্বাশ্রয় সরকারের নেতৃত্বে পুলিশও সেখানে পৌঁছায় ৷ মহকুমাশাসকের দপ্তরের আগে PWD মোড়ে তাদের আটকে দেওয়া হয় । গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় থানায় ৷
যুব মোর্চার জেলা সভাপতি শ্যাম প্রসাদ অভিযোগ করে বলেন, "কেন্দ্রীয় সরকার রেশনের জন্য চাল দিচ্ছে কিন্তু রাজ্য সরকার তা দিচ্ছে না । চাল, ডাল, আটা যেগুলি আসছে সেগুলি কোথায় গেল ? তৃণমূল নেতারা দুর্নীতি করে চলেছে । এর প্রতিবাদে আজ আমরা মহকুমাশাসককের কাছে স্মারকলিপি দিতে যাচ্ছিলাম ৷ কিন্তু তার আগেই আমাদের গ্রেপ্তার করা হয়েছে । "