জলপাইগুড়ি, 11 জুলাই: টাকার বিনিময়ে উজ্জ্বলা গ্যাস বিক্রি করার অভিযোগে গ্রেফতার এক বিজেপি নেতা (BJP Worker Arrested)। ধৃত বিজেপি কর্মীর নাম দীপঙ্কর দাস । তিনি জলপাইগুড়ির বেলাকোবার বাসিন্দা ৷ ধৃতের দাবি, তাঁকে রাজনৈতিক কারণে ফাঁসানো হয়েছে ৷
রাজগঞ্জ থানা সুত্রে জানা গিয়েছে, জলপাইগুড়ি বেলাকোবার বাসিন্দা প্রকাশ দাস নামে এক ব্যক্তি উজ্জ্বলা গ্যাস নেওয়ার জন্য আবেদন করেছিলেন ৷ আবেদন করার পর স্থানীয় বাসিন্দা তথা বিজেপির আইটি সেলের কর্মী দীপঙ্কর দাস প্রকাশকে জানান তাঁর গ্যাসটি চলে এসেছে । গ্যাসটি তাঁকে নিয়ে যাওয়ার কথা বলা হয়। সেই মত গ্যাস আনতে গেলে দীপঙ্কর প্রকাশের কাছ থেকে 1200 টাকা দাবি করে বলে অভিযোগ ৷
দীপঙ্কর দাসকে 1000 হাজার টাকা দিয়ে পরেই তাঁকে গ্যাস সিলিন্ডারটি দিয়ে দেন ৷ এরপরেই প্রকাশ জানতে পারেন কেন্দ্রীয় সরকারের এই গ্যাস বিনামুল্যে দেওয়া হয়ে থাকে । এরপরেই প্রকাশ ফের দীপঙ্করের দোকানে গিয়ে প্রতিবাদ করলে ব্যপক বচসা হয় দুইজনের মধ্যে ৷ প্রকাশ লুকিয়ে তাঁর দোকানের ভিডিও করে ৷ তাতে দেখা যায় দীপঙ্করের দোকানে বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার মজুত করা রয়েছে ৷ প্রকাশ রাজগঞ্জ থানার অস্তগত বেলাকোবা পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন । রাজগঞ্জ থানার পুলিশ ধৃতকে 14 দিনের রিমান্ডের আবেদন জানিয়েছে আদালতের কাছে ।
আরও পড়ুন: এআইএডিএমকে-র নতুন নেতা পালানিস্বামী, বহিষ্কৃত ওপিএস ! সংঘর্ষে 2 গোষ্ঠী
এদিকে ধৃত দীপঙ্কর দাস জানিয়েছেন, তাঁকে রাজনৈতিকভাবে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে । তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন । অন্যদিকে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় জানিয়েছেন, অভিযুক্ত দীপঙ্কর দাস বিজেপির আইটি সেলের প্রধান এবং এই গ্যাস কান্ডে বিজেপির আরও বড় মাথারাও জড়িত আছে ৷ এদিকে বিজেপি জেলা সভাপতি বাপি গোস্বামী জানিয়েছেন, এই অভিযুক্ত দীপঙ্কর বিজেপির কেউ নয় । পুলিশ আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার সেটা নিক ।