ETV Bharat / state

Opening of Bhutan Gates: দীর্ঘ প্রতীক্ষার অবসান, পুজোর আগে খুলে গেল ভুটান গেট - bhutan gates opened after two and a half years

করোনার কারণে দীর্ঘ প্রায় আড়াই বড়র পর খুলে গেল ভুটান গেট (Bhutan Gates opened after two and a half years) ৷ পর্যটকরা এবার ভুটান সফরে যেতে পারবেন (tourists can visit Bhutan) ৷

bhutan gates open
ETV Bharat
author img

By

Published : Sep 23, 2022, 10:50 PM IST

Updated : Sep 23, 2022, 11:08 PM IST

জলপাইগুড়ি, 23 সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান । পুজোর আগে খুলে গেল ভুটান গেট । ফলে মুখে হাসি ফুটল চামুর্চির বাসিন্দাদের । করোনা সংক্রমণের কারণে দীর্ঘ আড়াই বছর ভুটানে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল । যার জেরে বিপাকে পরেছিলেন ভারত-ভুটান সংলগ্ন চামুর্চির ব্যবসায়ীরা । আড়াই বছর দোকান বন্ধ থাকায় তালায় জং পরে গিয়েছিল । ভুটান গেট খুলে যাবার ফলে মুখে চওড়া হাসি ভারত ভুটান সীমান্তের বাসিন্দাদের (Bhutan Gates opened after two and a half years) । আবারও দুদেশের মানুষের জন্য এই প্রবেশ দ্বার খুলে গেল (Bhutan Gates opened)।

পর্যটকদের ভুটানে প্রবেশের (tourists can visit Bhutan) ক্ষেত্রে এন্ট্রি ফি মুকুব করলেও বেশকিছু বিধিনিষেধ জারি করা হয়েছে ভুটান সরকারের তরফে । তবে ভুটানে 3 হাজার টাকার বেশি জিনিস কিনলেই ল্যাগেজ ফি নেওয়ার যে কথা ঘোষনা করা হয়েছিল তা তুলে নিয়েছে ভুটান সরকার । এমনকি ভুটানে ঢুকতে এন্ট্রি ফিও মুকুব করা হয়েছে । তবে কোন ভারতীয় পর্যটক ভুটানে রাত্রিবাস করলে তাঁকে ভুটান সরকারকে 1200 টাকা দিতে হবে । ভুটানে প্রবেশের ক্ষেত্রে ভারতীয় পর্যটকদের এবার থেকে ভোটার কার্ড বা পাসপোর্ট নিয়ে যেতে হবে । এমনকি বাচ্চাদের বার্থ সার্টিফিকেট নিয়ে যেতে হবে । ভুটানে প্রবেশের আগে প্রি রেজিস্ট্রেশন করে নিতে হবে ।

আরও পড়ুন: গরুমারা জাতীয় উদ্যানে বাড়ল স্ত্রী গণ্ডারের সংখ্যা

চামুর্চি এলাকায় ভুটান গেট বন্ধের ফলে ভুটানকে নির্ভর করে যাঁরা ব্যবসা বা অন্যান্য কাজ করতেন তাঁরা অনেকেই এই আড়াই বছরে ভিন রাজ্যে পারি দিয়েছিলেন । ভুটান গেট খুলে যাওয়ার খবরে তাঁরা ফিরে আসতে শুরু করেছেন বলে জানা গেছে । আড়াই বছর ধরে ভুটান গেট বন্ধ থাকায় ভুটানের মানুষের ওপর নির্ভর করে চামুর্চির ব্যবসায়ী-সহ অন্যান্য মানুষের রুটিরুজি নির্ভর করত । গেট বন্ধ থাকায় সব দোকান বন্ধ হয়ে ছিল এতদিন । তবে এখন ফের দোকান খুলতে শুরু করেছে ।

উত্তরবঙ্গের পর্যটন ব্যবসায়ী সম্রাট সান্যাল জানিয়েছেন, আগে ভুটানে রাত্রিযাপনের জন্য কোনও টাকার প্রয়োজন হত না । কিন্তু এখন 1200 টাকা গুনতে হবে । এটা মেনে নেওয়া যায় না । আমরা বিষয়টি নিয়ে ভুটান সরকারের সঙ্গে কথা বলব । ভারত ভুটান সীমান্তের ভুটানের সামসি জেলার জেলাশাসক পাশাং দর্জি বলেন, "শুক্রবার থেকে জনসাধারণের জন্য ভুটান গেট খুলে দেওয়া হল । আশা করি বন্ধু রাষ্ট্র ভারত আমাদের সব ধরনের সহযোগিতা করবে । সবাই আগের মত করে দু'দেশের মধ্যে যাতায়াত করতে পারবে । কাউকে যাতায়াতের জন্য কোনও টাকা দিতে হবে না । তবে রাত্রিবাসের জন্য 1200 টাকা জন প্রতি দিতে হবে ।"

পুজোর আগে খুলে গেল ভুটান গেট

এদিন ধর্মীয় মতে প্রথমে জলপাইগুড়ি জেলার ভারত-ভুটান সীমান্তের ভুটান গেটের শুদ্ধিকরণ করা হয় । তারপর সামসির জেলাশাসক ভুটানের দিকে থেকে ফিতে কেটে গেট খুলে দেন । অন্যদিকে আলিপুরদুয়ারের জঁয়গার ফুন্টলসিং গেট ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং খুলে দেন ৷ এই গেট খুলে যাওয়ায় খুশি ব্যবসায়ীরা ৷

জলপাইগুড়ি, 23 সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান । পুজোর আগে খুলে গেল ভুটান গেট । ফলে মুখে হাসি ফুটল চামুর্চির বাসিন্দাদের । করোনা সংক্রমণের কারণে দীর্ঘ আড়াই বছর ভুটানে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল । যার জেরে বিপাকে পরেছিলেন ভারত-ভুটান সংলগ্ন চামুর্চির ব্যবসায়ীরা । আড়াই বছর দোকান বন্ধ থাকায় তালায় জং পরে গিয়েছিল । ভুটান গেট খুলে যাবার ফলে মুখে চওড়া হাসি ভারত ভুটান সীমান্তের বাসিন্দাদের (Bhutan Gates opened after two and a half years) । আবারও দুদেশের মানুষের জন্য এই প্রবেশ দ্বার খুলে গেল (Bhutan Gates opened)।

পর্যটকদের ভুটানে প্রবেশের (tourists can visit Bhutan) ক্ষেত্রে এন্ট্রি ফি মুকুব করলেও বেশকিছু বিধিনিষেধ জারি করা হয়েছে ভুটান সরকারের তরফে । তবে ভুটানে 3 হাজার টাকার বেশি জিনিস কিনলেই ল্যাগেজ ফি নেওয়ার যে কথা ঘোষনা করা হয়েছিল তা তুলে নিয়েছে ভুটান সরকার । এমনকি ভুটানে ঢুকতে এন্ট্রি ফিও মুকুব করা হয়েছে । তবে কোন ভারতীয় পর্যটক ভুটানে রাত্রিবাস করলে তাঁকে ভুটান সরকারকে 1200 টাকা দিতে হবে । ভুটানে প্রবেশের ক্ষেত্রে ভারতীয় পর্যটকদের এবার থেকে ভোটার কার্ড বা পাসপোর্ট নিয়ে যেতে হবে । এমনকি বাচ্চাদের বার্থ সার্টিফিকেট নিয়ে যেতে হবে । ভুটানে প্রবেশের আগে প্রি রেজিস্ট্রেশন করে নিতে হবে ।

আরও পড়ুন: গরুমারা জাতীয় উদ্যানে বাড়ল স্ত্রী গণ্ডারের সংখ্যা

চামুর্চি এলাকায় ভুটান গেট বন্ধের ফলে ভুটানকে নির্ভর করে যাঁরা ব্যবসা বা অন্যান্য কাজ করতেন তাঁরা অনেকেই এই আড়াই বছরে ভিন রাজ্যে পারি দিয়েছিলেন । ভুটান গেট খুলে যাওয়ার খবরে তাঁরা ফিরে আসতে শুরু করেছেন বলে জানা গেছে । আড়াই বছর ধরে ভুটান গেট বন্ধ থাকায় ভুটানের মানুষের ওপর নির্ভর করে চামুর্চির ব্যবসায়ী-সহ অন্যান্য মানুষের রুটিরুজি নির্ভর করত । গেট বন্ধ থাকায় সব দোকান বন্ধ হয়ে ছিল এতদিন । তবে এখন ফের দোকান খুলতে শুরু করেছে ।

উত্তরবঙ্গের পর্যটন ব্যবসায়ী সম্রাট সান্যাল জানিয়েছেন, আগে ভুটানে রাত্রিযাপনের জন্য কোনও টাকার প্রয়োজন হত না । কিন্তু এখন 1200 টাকা গুনতে হবে । এটা মেনে নেওয়া যায় না । আমরা বিষয়টি নিয়ে ভুটান সরকারের সঙ্গে কথা বলব । ভারত ভুটান সীমান্তের ভুটানের সামসি জেলার জেলাশাসক পাশাং দর্জি বলেন, "শুক্রবার থেকে জনসাধারণের জন্য ভুটান গেট খুলে দেওয়া হল । আশা করি বন্ধু রাষ্ট্র ভারত আমাদের সব ধরনের সহযোগিতা করবে । সবাই আগের মত করে দু'দেশের মধ্যে যাতায়াত করতে পারবে । কাউকে যাতায়াতের জন্য কোনও টাকা দিতে হবে না । তবে রাত্রিবাসের জন্য 1200 টাকা জন প্রতি দিতে হবে ।"

পুজোর আগে খুলে গেল ভুটান গেট

এদিন ধর্মীয় মতে প্রথমে জলপাইগুড়ি জেলার ভারত-ভুটান সীমান্তের ভুটান গেটের শুদ্ধিকরণ করা হয় । তারপর সামসির জেলাশাসক ভুটানের দিকে থেকে ফিতে কেটে গেট খুলে দেন । অন্যদিকে আলিপুরদুয়ারের জঁয়গার ফুন্টলসিং গেট ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং খুলে দেন ৷ এই গেট খুলে যাওয়ায় খুশি ব্যবসায়ীরা ৷

Last Updated : Sep 23, 2022, 11:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.