ETV Bharat / state

উত্তরবঙ্গে বিজেপির টাকার কাছে হেরেছে তৃণমূল, জিতে বললেন খগেশ্বর - bengal election result 2021

এই নিয়ে চতুর্থবার তৃণমূল প্রার্থী হিসেবে জয়লাভ করলেন জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ বিধানসভার তৃণমূল-কংগ্রেস প্রার্থী খগেশ্বর রায় । নিজের জয়কে দিদির জয় হিসেবে উৎসর্গ করলেন তিনি ৷

চতুর্থবার জয়ের ধারা অব্যাহত রাখলেন রাজগঞ্জের তৃণমূল প্রার্থী খগেশ্বর রায়
চতুর্থবার জয়ের ধারা অব্যাহত রাখলেন রাজগঞ্জের তৃণমূল প্রার্থী খগেশ্বর রায়
author img

By

Published : May 3, 2021, 8:41 AM IST

Updated : May 3, 2021, 10:00 AM IST

রাজগঞ্জ , 3 মে : পরপর চারবার বিজয়ী হলেন জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী খগেশ্বর রায় । রাজগঞ্জ বিধানসভা আসনে ষষ্ঠবারের জন্য দল তাঁকে টিকিট দেয় এবার ।


তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজগঞ্জ কেন্দ্রে প্রার্থী হিসেবে খগেশ্বর রায়ের নাম ঘোষণা করার পরই দলের শাখা সংগঠনের নেতা কৃষ্ণ দাসের অনুগামীরা ক্ষোভে ফেটে পড়েন । কৃষ্ণ দাসের বাড়িতে গিয়ে তাঁর অনুগামীরা বিক্ষোভ দেখান এবং খগেশ্বর রায়কে হটাও, রাজগঞ্জ বাঁচাও বলে স্লোগানও দেন । পোড়ানো হয় কুশপুতুল ।


এসব ঘটনার পর কৃষ্ণ ও খগেশ্বরের বনিবনার জন্য মাঠে নামেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । 2001, 2006 সালে হারলেও 2009 সালের উপনির্বাচনে জেতেন ৷ এরপর 2011 এবং 2016 সালেও তৃণমূলের টিকিটে জেতেন ৷ জোড়াফুল চিহ্নে জেতা এই প্রার্থীকে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও পাঁচবার টিকিট দিয়েছেন ।

জয়ের পর খগেশ্বর রায় বলেন, "এটা দিদির জয় । রাজগঞ্জ বিধানসভার প্রত্যেক মানুষকে আমার অভিনন্দন জানাই । তাঁরা আমাকে চতুর্থবারের জন্য নির্বাচিত করেছেন ।"

উত্তরবঙ্গে বিজেপির টাকার কাছে হেরেছে তৃণমূল , বললেন রাজগঞ্জের জয়ী তৃণমূল প্রার্থী

নন্দীগ্রাম প্রসঙ্গে তিনি বলেন , দিদি কোনওদিন হারতে পারেন না ৷ পুনর্গণনা হলে দিদিই জিতবেন ৷

উত্তরবঙ্গে তৃণমূলের ফলাফলের পর্যালোচনা করতে গিয়ে বিজেপিকে আক্রমণ করলেন তিনি ৷ বলেন, বিজেপির টাকার কাছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি আসনে হেরেছে তৃণমূল ৷ কোটি কোটি টাকা খরচ করেছে বিজেপি ৷ উত্তরবঙ্গে আশানুরূপ ফল না হলে জলপাইগুড়ি জেলার ফলাফল নিয়ে খুশি তিনি ৷

আরও পড়ুন : এই জয় মমতাকে জাতীয় নেত্রী করল, জাতীয় বিকল্প হলেন কি ?

রাজগঞ্জ , 3 মে : পরপর চারবার বিজয়ী হলেন জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী খগেশ্বর রায় । রাজগঞ্জ বিধানসভা আসনে ষষ্ঠবারের জন্য দল তাঁকে টিকিট দেয় এবার ।


তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজগঞ্জ কেন্দ্রে প্রার্থী হিসেবে খগেশ্বর রায়ের নাম ঘোষণা করার পরই দলের শাখা সংগঠনের নেতা কৃষ্ণ দাসের অনুগামীরা ক্ষোভে ফেটে পড়েন । কৃষ্ণ দাসের বাড়িতে গিয়ে তাঁর অনুগামীরা বিক্ষোভ দেখান এবং খগেশ্বর রায়কে হটাও, রাজগঞ্জ বাঁচাও বলে স্লোগানও দেন । পোড়ানো হয় কুশপুতুল ।


এসব ঘটনার পর কৃষ্ণ ও খগেশ্বরের বনিবনার জন্য মাঠে নামেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । 2001, 2006 সালে হারলেও 2009 সালের উপনির্বাচনে জেতেন ৷ এরপর 2011 এবং 2016 সালেও তৃণমূলের টিকিটে জেতেন ৷ জোড়াফুল চিহ্নে জেতা এই প্রার্থীকে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও পাঁচবার টিকিট দিয়েছেন ।

জয়ের পর খগেশ্বর রায় বলেন, "এটা দিদির জয় । রাজগঞ্জ বিধানসভার প্রত্যেক মানুষকে আমার অভিনন্দন জানাই । তাঁরা আমাকে চতুর্থবারের জন্য নির্বাচিত করেছেন ।"

উত্তরবঙ্গে বিজেপির টাকার কাছে হেরেছে তৃণমূল , বললেন রাজগঞ্জের জয়ী তৃণমূল প্রার্থী

নন্দীগ্রাম প্রসঙ্গে তিনি বলেন , দিদি কোনওদিন হারতে পারেন না ৷ পুনর্গণনা হলে দিদিই জিতবেন ৷

উত্তরবঙ্গে তৃণমূলের ফলাফলের পর্যালোচনা করতে গিয়ে বিজেপিকে আক্রমণ করলেন তিনি ৷ বলেন, বিজেপির টাকার কাছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি আসনে হেরেছে তৃণমূল ৷ কোটি কোটি টাকা খরচ করেছে বিজেপি ৷ উত্তরবঙ্গে আশানুরূপ ফল না হলে জলপাইগুড়ি জেলার ফলাফল নিয়ে খুশি তিনি ৷

আরও পড়ুন : এই জয় মমতাকে জাতীয় নেত্রী করল, জাতীয় বিকল্প হলেন কি ?

Last Updated : May 3, 2021, 10:00 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.