জলপাইগুড়ি, 17 এপ্রিল : পঞ্চম দফার নির্বাচনে এ এক অন্য ছবি ৷ নির্বাচন কমিশনের তৈরি বিধিনিষেধ মেনে ভোট দিলেন করোনা আক্রান্ত এক ব্যক্তি ৷ তিনি আবার জলপাইগুড়ি পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য সন্দীপ মাহাতো ৷ আজ সন্ধ্যায় জলপাইগুড়ির সুনীতি বালা সদর হাসপাতালে স্কুটি চালিয়ে ভোট দিতে আসেন তিনি ৷ পরে ছিলেন পিপিই কিট, হাতে গ্লাভস এবং মুখে মাস্ক ৷
করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গিয়েছে ৷ এই পরিস্থিতিতেই নির্বাচন চলছে পশ্চিমবঙ্গে ৷ ফলে বহু ভোটার তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ থেকে বঞ্চিত থেকে যাচ্ছেন ৷ তবে, তাঁদের জন্য এবার বিশেষ ব্যবস্থা করল নির্বাচন কমিশন ৷ দিনের শেষে পিপিই কিট পরে করোনার বিধিনিষেধ মেনে ভোট দিতে পারবেন ভোটাররা ৷ আর কমিশনের সেই নিয়ম মেনেই ভোট দিলেন জলপাইগুড়ি পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য সন্দীপ মাহাতো ৷ তিনি বর্তমানে করোনা আক্রান্ত ৷ কিন্তু, নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে স্বাস্থ্যবিধি মেনে পিপিই কিট, গ্লাভস, মাস্ক এবং ফেস শিল্ড পরে ভোট দিতে গেলেন তিনি ৷ আজ সন্ধ্যায় জলপাইগুড়ির সুনীতি বালা সদর হাসপাতালে স্কুটি চালিয়ে ভোট দিতে যান তিনি ৷ সেই সময় আর কেউ সেখানে ভোট দিতে যাননি ৷
আরও পড়ুন : করোনা ইস্যুতে মূক কেন কেন্দ্র, সরব সোনিয়া গান্ধি
আর নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পেরে খুশি সন্দীপ মাহাতো ৷ করোনা হওয়া সত্ত্বেও তাঁকে ভোট দিতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন তিনি ৷