জলপাইগুড়ি, 21 ফেব্রুয়ারি : এ বার উদয়ন গুহকে পাল্টা চ্যালেঞ্জ জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায়ের (Jayanta Roy Challenge Udayan Guha) ৷ জানালেন তিনি দিনহাটা যাবেন ৷ আর উদয়ন গুহর হিম্মত থাকলে তাঁর হাঁটু ভেঙে দেখাবেন ৷ প্রসঙ্গত, গত শুক্রবার পৌরসভা নির্বাচনের প্রচারে বাংলা ভাগের কথা বলা বিজেপির সাংসদ ও বিধায়কদের হাঁটু ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দেন উদয়ন গুহ ৷ তাঁর সেই মন্তব্যের প্রেক্ষিতেই উদয়ন গুহকে পাল্টা চ্যালেঞ্জ করলেন জলপাইগুড়ির সাংসদ ৷
এ নিয়ে জয়ন্ত কুমার রায় বলেন, সভ্য সমাজের কোনও নেতার মুখে এমন কথা মানায় না ৷ তাঁর যুক্তি, যে কেউ নিজেদের দাবি রাখতেই পারে ৷ আর তাতে কারও আপত্তি থাকতেই পারে ৷ কিন্তু, তাই বলে হুমকি দেওয়া মানায় না ৷ এর পরেই জয়ন্ত রায় উদয়ন গুহকে চ্যালেঞ্জ করে বলেন, ‘‘আমি উদয়ন গুহকে চ্যালেঞ্জ করে বলছি ৷ আমি দিনহাটায় যাব ৷ ওনার হিম্মত থাকলে আমার হাঁটু ভেঙে দেখাক ৷ এভাবে লাঠি, ডান্ডা নিয়ে ভোটে জেতা গেলেও মানুষের মন পাওয়া যায় না ৷ আমরা লাঠি দিয়ে ভয় দেখিয়ে ভোট জিতি না ৷ তৃণমূলের সঙ্গে বিজেপির এটাই পার্থক্য ৷’’
এ দিন জলপাইগুড়ি পৌরসভার নির্বাচনের (Bengal Civic Polls 2022) প্রচারে 4নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী দুর্গা ঝা’র হয়ে প্রচারে নামেন জয়ন্ত কুমার রায় ৷ সেখানেই উদয়ন গুহ’র মন্তব্যের সমালোচনা করেন ৷ পাশাপাশি এ দিন জলপাইগুড়ি পৌরসভার সেই প্রচারেই দেখা গেল রাজনৈতিক সৌজন্যতা ৷ ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নিপু সাহার বাড়িতে গিয়ে সমর্থনের আবেদন করলেন বিজেপি প্রার্থী ৷ প্রাক্তন কাউন্সিলর সেখান থেকে নির্বাচনে লড়ছেন না ৷ তাঁর স্ত্রী তৃণমূলের প্রার্থী হয়েছেন জলপাইগুড়ি পৌরসভার 4নং ওয়ার্ড থেকে ৷